Ajker Patrika

তাঁর হাতে জন্ম নিয়েছিল ১০ হাজার শিশু

ফিচার ডেস্ক
তাঁর হাতে জন্ম নিয়েছিল ১০ হাজার শিশু
কাজু তোগাসাকি। ছবি: সংগৃহীত

জাপানি বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক কাজু তোগাসাকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পার্ল হারবারে বোমাবর্ষণ করলে আমেরিকায় বসবাসকারী প্রায়

১ লাখ জাপানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের পাঠানো হয় বিভিন্ন ইন্টার্নমেন্ট ক্যাম্পে। কাজু তোগাসাকিও বন্দী হয়ে ক্যাম্পে যেতে বাধ্য হন। তিনি যেহেতু চিকিৎসক ছিলেন, তাই তাঁকে তানফোরান, ম্যানজানার ও টোপাজ ক্যাম্পে স্বাস্থ্যসেবার অনুমতি দেওয়া হয়।

সেসব ক্যাম্পে তিনি সাধারণভাবে সবাইকে চিকিৎসাসেবা দিতেন। তবে ক্যাম্পে নারী রোগীদের কাছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত চিকিৎসা নিশ্চিত করা ছিল তাঁর প্রধান কাজ। ভ্যাকসিন প্রয়োগ থেকে শুরু করে কলকারখানার নারীদের জন্য তিনি ধাত্রী হিসেবেও কাজ করেন। ক্যাম্পে কাজ করার সময় তিনি ৫০ জোড়া বা ১০০ নবজাতক

প্রসব করান। এ ছাড়া তিনি আমেরিকায় বসবাসরত জাপানি নারীদের দেশীয় রীতিতে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করেন।

যুদ্ধের পর ১৯৪৭ সালে কাজু আবারও নিজের প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যান। অবস্টেট্রিকস-গাইনোকোলজির ক্ষেত্রে নিজের অবস্থান সুদৃঢ় করেন। সান ফ্রান্সিসকোতে বসবাস করা জাপানি-আমেরিকান জনগোষ্ঠীর সেবায় কাজু তোগাসাকির দীর্ঘ কর্মজীবনে ১০ হাজারের বেশি শিশুর জন্ম হয়েছিল তাঁর হাত দিয়ে। ১৯৭০ সালে ‘সান ফ্রান্সিসকো এক্সামিনার’ তাঁকে ‘মোস্ট ডিস্টিংগুইশ উইমেন’ বলে সম্মান জানায়।

কাজুর জন্ম ১৮৯৭ সালের ২৯ জুন। তিনি মারা যান ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত