নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত হয়েছে। রোকেয়া দিবস পালন উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শাহবাগ পর্যন্ত এ ‘দৌড়’ অনুষ্ঠিত হয়। আয়োজনে সহযোগিতা করে বিডি রানার্স।
‘রোকেয়া রান’ সব জড়তা, ক্লান্তি এবং আড়ষ্টতা কাটিয়ে এগিয়ে নিয়ে যাক বহুদূর—এই প্রত্যাশা রেখে কর্মসূচির উদ্বোধন করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
কর্মসূচিতে তিনি বলেন, ‘আমরা এগিয়ে যাব বহুদূর। একই সঙ্গে রোকেয়ার অনুসারীরা তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করতে এগিয়ে যাবেন—সেই দিন বেশি দূরে নয় যেদিন পরিবার, সমাজ ও রাষ্ট্রে সমতা প্রতিষ্ঠিত হবে।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘রোকেয়া সাখাওয়াত হোসেন এই উপমহাদেশের তথা বিশ্বের একজন নারীবাদী, চিন্তক, দার্শনিক এবং লেখক। তিনি নারীমুক্তির স্বপ্ন আমাদের দেখিয়েছেন। শুধু নারী সমাজের জন্য নয়, বরং নারী–পুরুষ সবাইকে নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ও ভাবনা ছিল রোকেয়ার মধ্যে।’
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নারী–পুরুষের সমতা অর্জন এবং সহিংসতামুক্ত পরিবার ও সমাজ গড়ার আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্য শেষে দৌড়ের নিয়ম–নীতি ও রুট সম্পর্কে অবহিত করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সিউতি সবুর। এরপর সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন ও রোকেয়ার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রোকেয়া কমিউনিটি রান–এর আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিগ্যাল এইডের সম্পাদক রেখা সাহা।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত হয়েছে। রোকেয়া দিবস পালন উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শাহবাগ পর্যন্ত এ ‘দৌড়’ অনুষ্ঠিত হয়। আয়োজনে সহযোগিতা করে বিডি রানার্স।
‘রোকেয়া রান’ সব জড়তা, ক্লান্তি এবং আড়ষ্টতা কাটিয়ে এগিয়ে নিয়ে যাক বহুদূর—এই প্রত্যাশা রেখে কর্মসূচির উদ্বোধন করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
কর্মসূচিতে তিনি বলেন, ‘আমরা এগিয়ে যাব বহুদূর। একই সঙ্গে রোকেয়ার অনুসারীরা তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করতে এগিয়ে যাবেন—সেই দিন বেশি দূরে নয় যেদিন পরিবার, সমাজ ও রাষ্ট্রে সমতা প্রতিষ্ঠিত হবে।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘রোকেয়া সাখাওয়াত হোসেন এই উপমহাদেশের তথা বিশ্বের একজন নারীবাদী, চিন্তক, দার্শনিক এবং লেখক। তিনি নারীমুক্তির স্বপ্ন আমাদের দেখিয়েছেন। শুধু নারী সমাজের জন্য নয়, বরং নারী–পুরুষ সবাইকে নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ও ভাবনা ছিল রোকেয়ার মধ্যে।’
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নারী–পুরুষের সমতা অর্জন এবং সহিংসতামুক্ত পরিবার ও সমাজ গড়ার আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্য শেষে দৌড়ের নিয়ম–নীতি ও রুট সম্পর্কে অবহিত করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সিউতি সবুর। এরপর সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন ও রোকেয়ার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রোকেয়া কমিউনিটি রান–এর আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিগ্যাল এইডের সম্পাদক রেখা সাহা।
অন্তর্বর্তী সরকার গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে পারিবারিক আইনসহ নারীর প্রতি বৈষম্যমূলক সব আইন পরিবর্তনের সুপারিশ করা হবে। কমিশনের একাধিক সদস্য এ কথা জানিয়ে বলেছেন, বৈষম্যের অবসান ঘটিয়ে যাতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা পায়, সেটাই তাঁদের লক্ষ্য। প্রধান উপদেষ্টার কাছে ফেব্রুয়ারি মাসের মাঝাম
২ দিন আগেজেন্ডারভিত্তিক সহিংসতার শিকার নারীদের সহায়তায় কাজ করবে কুইক রেসপন্স টিম। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই টিম গঠন করা হচ্ছে। যেকোনো সহিংসতার ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সারভাইভারদের (ভুক্তভোগীদের) উদ্ধার করা, দ্রুততম সময়ে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভুক্তভোগীদের নিরাপত্তা
৪ দিন আগেগাজায় এখন চলছে মুক্তির আনন্দ। যুদ্ধবিরতি প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের অকুতোভয় বীর রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী খালিদা জাররার।
৫ দিন আগেপিচের রাস্তা পার হয়ে কাঁচা রাস্তা দিয়ে কিছুক্ষণ চলতে চলতে বাঁ পাশে তাকাতেই নজরে পড়ল মৌমাছির আনাগোনা। চোখ স্থির করতে বাড়িটির মূল ফটকের ওপরে সাঁটা টুকরা সাদা কাগজের লেখাটিতে চোখ আটকে গেল। তাতে লেখা রয়েছে ‘আল্লাহর দান মৌমাছির বাড়ি’।
৫ দিন আগে