ল–র–ব–য–হ ডেস্ক

ঢাকা: ভায়োলেট জেসপের যেন এক অলৌকিক জীবন! টাইটানিক, ব্রিটানিকসহ তিনটি ঐতিহাসিক জাহাজডুবিতে অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন এ আর্জেন্টাইন সমুদ্রযাত্রী, আত্মজীবনীকার ও নার্স। এসব ঘটনা তাঁকে দিয়েছে বিশ্বখ্যাতি।
১৯০৮ সালে মাত্র ২১ বছর বয়সে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী অরিনোকোতে ‘হোয়াইট স্টার লাইন’ জাহাজে স্টুয়ার্ট হিসেবে ক্যারিয়ার শুরু। ১৯১০ সালে জেসপ যোগ দেন এইচএমএস অলিম্পিকে। এটি ছিল অলিম্পিক ক্লাস ক্রুজারের তিনটি জাহাজের মধ্যে একটি। কাজ শুরুর এক বছর পরে এইচএমএস অলিম্পিকের সঙ্গে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস হকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি জাহাজেরই ব্যাপক ক্ষতি হয়; তবে কেউ হতাহত হয়নি।
বিধ্বস্ত অলিম্পিক মেরামত চলাকালে অলিম্পিক ক্লাস ক্রুজারেরই আরেকটি জাহাজ টাইটানিকে নিযুক্ত হন জেসপ। ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে প্রকাণ্ড হিমশৈলের সঙ্গে সংঘর্ষে টাইটানিক যখন ডুবে যাচ্ছিল জেসপ তখন ভেতরেই ছিলেন। তবে কপাল গুনে লাইফবোট খুঁজে পান। সে যাত্রায় বড় কোনো ক্ষতি ছাড়াই তিনি বেঁচে যান। টাইটানিকের ২ হাজার ২২৪ জন আরোহীর মধ্যে বেঁচে ফেরা ৭০৬ জনের মধ্যে জেসপ একজন।
এই দুটি জাহাজ দুর্ঘটনার পরেও অলিম্পিক ক্লাস ক্রুজার ছাড়েননি অদম্য জেসপ। এরপর তিনি যোগ দেন প্রতিষ্ঠানটির তৃতীয় জাহাজ এইচএমএইচএস ব্রিটানিকে। প্রথম বিশ্বযুদ্ধে এটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরিত করা হয়। আহত সেনাদের যুক্তরাজ্যে নিয়ে যেতে এটি ব্যবহার করা হতো। জেসপ এখানে নার্স হিসেবে কাজ করতে থাকেন।
একদিন এজিয়ান সাগরে একটি জার্মান মাইনে আঘাত করে ব্রিটানিক। সেটি ডুবে যায়। জেসপসহ বেশ কয়েকজন জাহাজের প্রপেলার ব্লেড ধরে থাকেন। এবারও অলৌকিকভাবে বেঁচে যান ভায়োলেট জেসপ।
এমন ঐতিহাসিক ঘটনার পর থেকেই বিশ্বব্যাপী ‘মিস আনসিঙ্কেবল’ হিসেবে খ্যাতি তাঁর।

ঢাকা: ভায়োলেট জেসপের যেন এক অলৌকিক জীবন! টাইটানিক, ব্রিটানিকসহ তিনটি ঐতিহাসিক জাহাজডুবিতে অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন এ আর্জেন্টাইন সমুদ্রযাত্রী, আত্মজীবনীকার ও নার্স। এসব ঘটনা তাঁকে দিয়েছে বিশ্বখ্যাতি।
১৯০৮ সালে মাত্র ২১ বছর বয়সে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী অরিনোকোতে ‘হোয়াইট স্টার লাইন’ জাহাজে স্টুয়ার্ট হিসেবে ক্যারিয়ার শুরু। ১৯১০ সালে জেসপ যোগ দেন এইচএমএস অলিম্পিকে। এটি ছিল অলিম্পিক ক্লাস ক্রুজারের তিনটি জাহাজের মধ্যে একটি। কাজ শুরুর এক বছর পরে এইচএমএস অলিম্পিকের সঙ্গে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস হকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি জাহাজেরই ব্যাপক ক্ষতি হয়; তবে কেউ হতাহত হয়নি।
বিধ্বস্ত অলিম্পিক মেরামত চলাকালে অলিম্পিক ক্লাস ক্রুজারেরই আরেকটি জাহাজ টাইটানিকে নিযুক্ত হন জেসপ। ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে প্রকাণ্ড হিমশৈলের সঙ্গে সংঘর্ষে টাইটানিক যখন ডুবে যাচ্ছিল জেসপ তখন ভেতরেই ছিলেন। তবে কপাল গুনে লাইফবোট খুঁজে পান। সে যাত্রায় বড় কোনো ক্ষতি ছাড়াই তিনি বেঁচে যান। টাইটানিকের ২ হাজার ২২৪ জন আরোহীর মধ্যে বেঁচে ফেরা ৭০৬ জনের মধ্যে জেসপ একজন।
এই দুটি জাহাজ দুর্ঘটনার পরেও অলিম্পিক ক্লাস ক্রুজার ছাড়েননি অদম্য জেসপ। এরপর তিনি যোগ দেন প্রতিষ্ঠানটির তৃতীয় জাহাজ এইচএমএইচএস ব্রিটানিকে। প্রথম বিশ্বযুদ্ধে এটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরিত করা হয়। আহত সেনাদের যুক্তরাজ্যে নিয়ে যেতে এটি ব্যবহার করা হতো। জেসপ এখানে নার্স হিসেবে কাজ করতে থাকেন।
একদিন এজিয়ান সাগরে একটি জার্মান মাইনে আঘাত করে ব্রিটানিক। সেটি ডুবে যায়। জেসপসহ বেশ কয়েকজন জাহাজের প্রপেলার ব্লেড ধরে থাকেন। এবারও অলৌকিকভাবে বেঁচে যান ভায়োলেট জেসপ।
এমন ঐতিহাসিক ঘটনার পর থেকেই বিশ্বব্যাপী ‘মিস আনসিঙ্কেবল’ হিসেবে খ্যাতি তাঁর।

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
২ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৩ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৪ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
৬ দিন আগে