
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায়ই অবাক করা কর্মকাণ্ড নজরে আসে। সম্প্রতি একটি ঘটনায় একটু বেশিই অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকে বলছেন, এই নিষ্ঠুর পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে।
অন্যের বিপদে অনেকেই এগিয়ে আসে। আবার প্রতিদানও মিলে থাকে। তবে কাউকে আর্থিক সাহায্য বা দান করে তা ফেরতের আশা কেউই করে না, বিশেষ করে যদি অঙ্কটি হয় খুব সামান্য। কিন্তু সেই সামান্য সহায়তাই ফেরত পাওয়ার অদ্ভুত এক ঘটনা ঘটেছে ভারতে।
কমল সিং নামের এক ব্যক্তি লিঙ্কডইনে অন্যরকম প্রাপ্তির এই ঘটনা শেয়ার করেছেন। তিনি একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে অর্থ ফেরত পেয়ে কীভাবে বিস্মিত হয়েছিলেন সে বর্ণনা দিয়েছেন।
কমল সিং জানান, সম্প্রতি মোবাইল ব্যাংকিংয়ের একটি অ্যাপ থেকে একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে ২০১ রুপি পেয়েছেন তিনি। প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তহবিল সংগ্রহের আবেদন দেখে সামান্য সাহায্য হিসাবে লোকটিকে অর্থ পাঠিয়েছিলেন কমল।
পোস্টের সঙ্গে তিনি একটি স্ক্রিনশটও শেয়ার করেন। এতে ওই ব্যক্তির সঙ্গে তাঁর কথোপকথন রয়েছে। তিনি লিখেছেন, ‘আপনার মা কেমন আছেন?’ । উত্তরে ওই ব্যক্তি লিখেছেন, ‘সে ভালো আছে এবং আমার ব্যবসাও ভালো চলছে। বিপদের সময় মানুষের কাছ থেকে নেওয়া সব টাকা ফেরত দিচ্ছি আমি।’
শেয়ার করার পর থেকে পোস্টটি ১ লাখেরও বেশি লাইক, শত শত শেয়ার এবং অসংখ্য ব্যবহারকারীর হৃদয়গ্রাহী মন্তব্যে ভরে গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, এটি একটি হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণামূলক গল্প ছিল। আরেকজন লিখেছেন, মানবতা এখনো বেঁচে আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায়ই অবাক করা কর্মকাণ্ড নজরে আসে। সম্প্রতি একটি ঘটনায় একটু বেশিই অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকে বলছেন, এই নিষ্ঠুর পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে।
অন্যের বিপদে অনেকেই এগিয়ে আসে। আবার প্রতিদানও মিলে থাকে। তবে কাউকে আর্থিক সাহায্য বা দান করে তা ফেরতের আশা কেউই করে না, বিশেষ করে যদি অঙ্কটি হয় খুব সামান্য। কিন্তু সেই সামান্য সহায়তাই ফেরত পাওয়ার অদ্ভুত এক ঘটনা ঘটেছে ভারতে।
কমল সিং নামের এক ব্যক্তি লিঙ্কডইনে অন্যরকম প্রাপ্তির এই ঘটনা শেয়ার করেছেন। তিনি একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে অর্থ ফেরত পেয়ে কীভাবে বিস্মিত হয়েছিলেন সে বর্ণনা দিয়েছেন।
কমল সিং জানান, সম্প্রতি মোবাইল ব্যাংকিংয়ের একটি অ্যাপ থেকে একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে ২০১ রুপি পেয়েছেন তিনি। প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তহবিল সংগ্রহের আবেদন দেখে সামান্য সাহায্য হিসাবে লোকটিকে অর্থ পাঠিয়েছিলেন কমল।
পোস্টের সঙ্গে তিনি একটি স্ক্রিনশটও শেয়ার করেন। এতে ওই ব্যক্তির সঙ্গে তাঁর কথোপকথন রয়েছে। তিনি লিখেছেন, ‘আপনার মা কেমন আছেন?’ । উত্তরে ওই ব্যক্তি লিখেছেন, ‘সে ভালো আছে এবং আমার ব্যবসাও ভালো চলছে। বিপদের সময় মানুষের কাছ থেকে নেওয়া সব টাকা ফেরত দিচ্ছি আমি।’
শেয়ার করার পর থেকে পোস্টটি ১ লাখেরও বেশি লাইক, শত শত শেয়ার এবং অসংখ্য ব্যবহারকারীর হৃদয়গ্রাহী মন্তব্যে ভরে গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, এটি একটি হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণামূলক গল্প ছিল। আরেকজন লিখেছেন, মানবতা এখনো বেঁচে আছে।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
৩ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
৪ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
১০ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
১১ দিন আগে