
সাম্প্রতিক সময়ে উড়ন্ত বিমানে নানা ধরনের অপ্রীতিকর ঘটনার বিষয় সামনে এসেছে। কোনো যাত্রী তাঁরই সহযাত্রীর ওপর প্রস্রাব করে দিচ্ছেন, তো আবার কোনো যাত্রী পাশের সহযাত্রীর গায়ে বিছা ছেড়ে দিচ্ছেন। তবে এবার একটু ভিন্ন ঘটনা ঘটেছে। এক নারী দাবি করেছেন, তাঁকে টয়লেটে না যেতে দিয়ে বিমানের মেঝেতেই প্রস্রাব করতে বাধ্য করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অপ্রীতিকর এ ঘটনাটি ঘটেছে চলতি মাসের ২০ তারিখে। ওই নারীর অভিযোগ—বিমানটিতে থাকা যাত্রীসেবায় নিয়োজিত কর্মচারীরা তাঁকে দীর্ঘ কয়েক ঘণ্টা সময় টয়লেট ব্যবহার করতে যেতে দেননি এবং তাঁকে বাধ্য করা হয়েছে বিমানের মেঝেই প্রস্রাব করতে।
২০ জুলাই যুক্তরাষ্ট্রভিত্তিক স্পিরিট এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। ওই নারী দাবি করেন, বিমানের কর্মচারীরা তাঁকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে টয়লেটে যেতে বাধা দিয়েছেন। কিন্তু এরপর তিনি কোনোভাবেই তাঁর প্রস্রাবের বেগ আটকে রাখতে পারেননি, তাই তিনি বাধ্য হয়ে বিমানের মেঝেতেই প্রস্রাব করেন। আফ্রিকান বংশোদ্ভূত ওই নারী দাবি করেন, পুরো ঘটনাটি বিমানটির এক ক্রু রেকর্ডও করেছেন।
ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘২০ জুলাই স্পিরিট এয়ারলাইনসের একটি ফ্লাইটে একজন আফ্রিকান-আমেরিকান বিমানের মেঝেতে প্রস্রাব করেন। তিনি বিমানের টয়লেট খোলা পর্যন্ত অপেক্ষা করতে চাননি। এদিকে, তাঁর প্রস্রাব থেকে বাজে দুর্গন্ধ ছড়ানোয় ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাঁকে বেশি করে পানি পান করতে বলেন।’
ভিডিওটিতে দেখা যায়, ওই নারী বিমানের মেঝেতে প্রস্রাব করছেন এবং ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে তর্ক করছে। এই বিষয়ে স্পিরিট এয়ার কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক সময়ে উড়ন্ত বিমানে নানা ধরনের অপ্রীতিকর ঘটনার বিষয় সামনে এসেছে। কোনো যাত্রী তাঁরই সহযাত্রীর ওপর প্রস্রাব করে দিচ্ছেন, তো আবার কোনো যাত্রী পাশের সহযাত্রীর গায়ে বিছা ছেড়ে দিচ্ছেন। তবে এবার একটু ভিন্ন ঘটনা ঘটেছে। এক নারী দাবি করেছেন, তাঁকে টয়লেটে না যেতে দিয়ে বিমানের মেঝেতেই প্রস্রাব করতে বাধ্য করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অপ্রীতিকর এ ঘটনাটি ঘটেছে চলতি মাসের ২০ তারিখে। ওই নারীর অভিযোগ—বিমানটিতে থাকা যাত্রীসেবায় নিয়োজিত কর্মচারীরা তাঁকে দীর্ঘ কয়েক ঘণ্টা সময় টয়লেট ব্যবহার করতে যেতে দেননি এবং তাঁকে বাধ্য করা হয়েছে বিমানের মেঝেই প্রস্রাব করতে।
২০ জুলাই যুক্তরাষ্ট্রভিত্তিক স্পিরিট এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। ওই নারী দাবি করেন, বিমানের কর্মচারীরা তাঁকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে টয়লেটে যেতে বাধা দিয়েছেন। কিন্তু এরপর তিনি কোনোভাবেই তাঁর প্রস্রাবের বেগ আটকে রাখতে পারেননি, তাই তিনি বাধ্য হয়ে বিমানের মেঝেতেই প্রস্রাব করেন। আফ্রিকান বংশোদ্ভূত ওই নারী দাবি করেন, পুরো ঘটনাটি বিমানটির এক ক্রু রেকর্ডও করেছেন।
ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘২০ জুলাই স্পিরিট এয়ারলাইনসের একটি ফ্লাইটে একজন আফ্রিকান-আমেরিকান বিমানের মেঝেতে প্রস্রাব করেন। তিনি বিমানের টয়লেট খোলা পর্যন্ত অপেক্ষা করতে চাননি। এদিকে, তাঁর প্রস্রাব থেকে বাজে দুর্গন্ধ ছড়ানোয় ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাঁকে বেশি করে পানি পান করতে বলেন।’
ভিডিওটিতে দেখা যায়, ওই নারী বিমানের মেঝেতে প্রস্রাব করছেন এবং ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে তর্ক করছে। এই বিষয়ে স্পিরিট এয়ার কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
২ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
২ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৯ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৯ দিন আগে