
যুক্তরাষ্ট্রে জোয়ি চেস্টনাট নামের এক ব্যক্তি ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে সাড়া ফেলে দিয়েছেন। স্থানীয় সময় ৪ জুলাই সোমবার আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে এক খাওয়া প্রতিযোগিতার আয়োজন করে ফাস্টফুড চেইন শপ ন্যাথান। এই প্রতিযোগিতায় ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে জয়ী হন চেস্টনাট।
চেস্টনাট এখন পর্যন্ত ১৫ বার জিতেছেন এমন খাওয়ার প্রতিযোগিতায়। তবে নিজের ২০২০ সালের রেকর্ডটি থেকে পিছিয়ে পড়েছেন এবার। ২০২০ সালে ১০ মিনিটে ৭৬টি বানসহ হটডগ খেয়েছিলেন তিনি। তাই জনতার কাছে ক্ষমা চেয়ে চেস্টনাট বলেন, আগামী বছর তিনি আরও ভালো করবেন।
সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, প্রায়শই হটডগ খেয়ে প্রশিক্ষণ নেন এবং সপ্তাহে অন্তত একবার খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন। আর প্রতিযোগিতার পর এক দিনের জন্য খাবার স্পর্শ করবেন না বলেও জানান।
ফাস্টফুড চেইন শপ ন্যাথান’স আয়োজিত ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্টের বিজয়ী চেস্টনাট অন্যদের থেকে অনেক এগিয়ে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী জফরি এসপার ৪৭.৫ টি ফ্র্যাংকস ও বান খেয়েছেন। আর ৪১টি খেয়ে তৃতীয় স্থানে রয়েছেন জেমস ওয়েব।
প্রতিযোগিতার হোস্ট জর্জ শিয়া বলেন, ‘জোয়ি চেস্টনাট বলতে গেলে পদার্থবিজ্ঞানের সূত্রকে চ্যালেঞ্জ করেছেন।’
এদিকে প্রতিযোগিতায় নারীদের বিভাগে মিকি সুডো ১০ মিনিটে ৪০টি হটডগ খেয়ে জয়ী হয়েছেন।
ন্যাথান’স ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্ট যুক্তিযুক্তভাবে আমেরিকান ইতিহাসের সবচেয়ে আইকনিক ক্রীড়া ইভেন্ট বলে মনে করেন এর আয়োজকেরা।

যুক্তরাষ্ট্রে জোয়ি চেস্টনাট নামের এক ব্যক্তি ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে সাড়া ফেলে দিয়েছেন। স্থানীয় সময় ৪ জুলাই সোমবার আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে এক খাওয়া প্রতিযোগিতার আয়োজন করে ফাস্টফুড চেইন শপ ন্যাথান। এই প্রতিযোগিতায় ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে জয়ী হন চেস্টনাট।
চেস্টনাট এখন পর্যন্ত ১৫ বার জিতেছেন এমন খাওয়ার প্রতিযোগিতায়। তবে নিজের ২০২০ সালের রেকর্ডটি থেকে পিছিয়ে পড়েছেন এবার। ২০২০ সালে ১০ মিনিটে ৭৬টি বানসহ হটডগ খেয়েছিলেন তিনি। তাই জনতার কাছে ক্ষমা চেয়ে চেস্টনাট বলেন, আগামী বছর তিনি আরও ভালো করবেন।
সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, প্রায়শই হটডগ খেয়ে প্রশিক্ষণ নেন এবং সপ্তাহে অন্তত একবার খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন। আর প্রতিযোগিতার পর এক দিনের জন্য খাবার স্পর্শ করবেন না বলেও জানান।
ফাস্টফুড চেইন শপ ন্যাথান’স আয়োজিত ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্টের বিজয়ী চেস্টনাট অন্যদের থেকে অনেক এগিয়ে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী জফরি এসপার ৪৭.৫ টি ফ্র্যাংকস ও বান খেয়েছেন। আর ৪১টি খেয়ে তৃতীয় স্থানে রয়েছেন জেমস ওয়েব।
প্রতিযোগিতার হোস্ট জর্জ শিয়া বলেন, ‘জোয়ি চেস্টনাট বলতে গেলে পদার্থবিজ্ঞানের সূত্রকে চ্যালেঞ্জ করেছেন।’
এদিকে প্রতিযোগিতায় নারীদের বিভাগে মিকি সুডো ১০ মিনিটে ৪০টি হটডগ খেয়ে জয়ী হয়েছেন।
ন্যাথান’স ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্ট যুক্তিযুক্তভাবে আমেরিকান ইতিহাসের সবচেয়ে আইকনিক ক্রীড়া ইভেন্ট বলে মনে করেন এর আয়োজকেরা।

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৬ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৭ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৮ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
১০ দিন আগে