
বালুর ওপর হাঁটার কারণে জুতা যেন নোংরা না হয়, তাই দেহরক্ষীর কোলে চড়ে ঘুরছেন জনপ্রিয় শিল্পী ও স্নিকারপ্রেমী ডিজে খালেদ। নিজের নতুন অ্যালবামের প্রচারণা করতে এমন এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তোপের মুখে পড়েছেন ৪৮ বছর বয়সী এই সংগীত প্রযোজক।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গাড়ির দরজা খুলে মাটির দিকে তাকিয়েই দেহরক্ষীদের সাহায্য করতে বলেন ডিজে খালেদ। তিনি বলেন, ‘আমি আমার জর্ডান জুতা নোংরা করতে চাই না। সবাই মিলে কি আমাকে সাহায্য করতে পারেন?’
ভিডিওতে তাঁকে নাইকি এয়ার জর্ডান স্নিকার পরে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাউথ বিচ ওয়াইন অ্যান্ড ফুড ফেস্টিভালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভিডিওতে দুজন দেহরক্ষীকে তাঁকে কোলে তুলে গল্ফ কার্টে বসাতে দেখা যায়। এই গল্ফ কার্টে করে তাঁকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা কোলে তোলার পর এই সংগীত পরিচালক বলেন, ‘আমি সব সময়ই জয়ী হই’।
এমনকি মঞ্চে তোলার সময়ও গল্ফ কার্ট থেকে কোলে করেই তাঁকে সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা নামিয়ে দেওয়ার পর খালেদ বলেন, ‘ধন্যবাদ, ভাই, আমি কৃতজ্ঞ। আমি জর্ডান জুতাগুলো নষ্ট করতে পারব না।’
কয়েক দিন আগেই এই ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি ২৯ লাখ বার দেখা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁর আচরণকে ‘অসম্মানজনক’ বলে নিন্দা করেছেন।
কমেন্ট সেকশনে এক ব্যবহারকারী লিখেছেন, ‘মঞ্চে ওঠার আগে স্যান্ডেল পরে এরপর জর্ডান পরলে কেমন হয়?’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমার আপনার প্রতি কোনো সম্মান রইল না। কোনো প্রাপ্তবয়স্ক মানুষ এ ধরনের কাজ করবে, এটা জঘন্য একটা ব্যাপার। তিনি সৃষ্টিকর্তা নিয়ে এত কথা বলেন আর এক জোড়া জুতার জন্য এমন ব্যবহার করেন। হাস্যকর!’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এর কি কোনো দরকার ছিল, আমার কাছে এটা অত্যন্ত বোকামি মনে হয়েছে। ধনী!’

বালুর ওপর হাঁটার কারণে জুতা যেন নোংরা না হয়, তাই দেহরক্ষীর কোলে চড়ে ঘুরছেন জনপ্রিয় শিল্পী ও স্নিকারপ্রেমী ডিজে খালেদ। নিজের নতুন অ্যালবামের প্রচারণা করতে এমন এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তোপের মুখে পড়েছেন ৪৮ বছর বয়সী এই সংগীত প্রযোজক।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গাড়ির দরজা খুলে মাটির দিকে তাকিয়েই দেহরক্ষীদের সাহায্য করতে বলেন ডিজে খালেদ। তিনি বলেন, ‘আমি আমার জর্ডান জুতা নোংরা করতে চাই না। সবাই মিলে কি আমাকে সাহায্য করতে পারেন?’
ভিডিওতে তাঁকে নাইকি এয়ার জর্ডান স্নিকার পরে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাউথ বিচ ওয়াইন অ্যান্ড ফুড ফেস্টিভালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভিডিওতে দুজন দেহরক্ষীকে তাঁকে কোলে তুলে গল্ফ কার্টে বসাতে দেখা যায়। এই গল্ফ কার্টে করে তাঁকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা কোলে তোলার পর এই সংগীত পরিচালক বলেন, ‘আমি সব সময়ই জয়ী হই’।
এমনকি মঞ্চে তোলার সময়ও গল্ফ কার্ট থেকে কোলে করেই তাঁকে সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা নামিয়ে দেওয়ার পর খালেদ বলেন, ‘ধন্যবাদ, ভাই, আমি কৃতজ্ঞ। আমি জর্ডান জুতাগুলো নষ্ট করতে পারব না।’
কয়েক দিন আগেই এই ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি ২৯ লাখ বার দেখা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁর আচরণকে ‘অসম্মানজনক’ বলে নিন্দা করেছেন।
কমেন্ট সেকশনে এক ব্যবহারকারী লিখেছেন, ‘মঞ্চে ওঠার আগে স্যান্ডেল পরে এরপর জর্ডান পরলে কেমন হয়?’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমার আপনার প্রতি কোনো সম্মান রইল না। কোনো প্রাপ্তবয়স্ক মানুষ এ ধরনের কাজ করবে, এটা জঘন্য একটা ব্যাপার। তিনি সৃষ্টিকর্তা নিয়ে এত কথা বলেন আর এক জোড়া জুতার জন্য এমন ব্যবহার করেন। হাস্যকর!’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এর কি কোনো দরকার ছিল, আমার কাছে এটা অত্যন্ত বোকামি মনে হয়েছে। ধনী!’

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
৩ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
৩ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
১০ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
১০ দিন আগে