Ajker Patrika

বজ্রের শব্দে পালাল আতঙ্কিত কুকুর, পাওয়া গেল ২০ মাইল দূরে

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৫: ৫১
বজ্রের শব্দে পালাল আতঙ্কিত কুকুর, পাওয়া গেল ২০ মাইল দূরে

বজ্রপাত এবং বজ্রঝড় ভয়ের জন্ম দেয় অনেকের মনেই। এতে হতাহতের ঘটনা যেমন ঘটে, তেমনি বিকট শব্দ পিলে চমকে দেয়। আর এটি শুধু যে মানুষের বেলায় প্রযোজ্য তা নয়। আয়ারল্যান্ডের একটি কুকুরের কথাই ধরুন না, বাজের শব্দে ভয় পেয়ে পালিয়ে যে বাড়িতে থাকত সেখান থেকে অন্তত ২০ মাইল দূরে চলে যায় সে।

শেষ পর্যন্ত অবশ্য প্রাণী উদ্ধারকর্মীরা কুকুরটিকে উদ্ধার করেন। দ্য লিটরিম ওয়ালফেয়ার সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, লিটরিম কাউন্টির টারমন এলাকায় একটা কলি জাতের কুকুর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর সংবাদ পান তাঁরা। উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে আবিষ্কার করেন, কুকুরটির গলায় একটি কলার আছে এবং ওটার শরীরে একটি মাইক্রো চিপও আছে।

আর মাইক্রো চিপ থেকে কুকুরটির মালিকের তথ্য পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তখনই প্রাণী উদ্ধারকর্মীরা জানতে পারেন রোজকমন কাউন্টির বয়েল শহর থেকে ২০ মাইলের বেশি দৌড়ে এখানে পৌঁছেছে সে। কুকুরটির মালিক আরও জানান, বাজের শব্দে আতঙ্কিত হয়ে পালায় কলি কুকুরটি।

‘মাইক্রো চিপকে ধন্যবাদ। কুকুরটি এখন নিরাপদ আছে এবং তার পরিবারের সঙ্গে খুশি মনে যোগ দিয়েছে।’ জানায় ওয়ালফেয়ার সেন্টারের কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত