
গুগলের ভুলে যুক্তরাষ্ট্রের ওমাহার স্যাম কারি নামের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে প্রায় আড়াই লাখ মার্কিন ডলার প্রবেশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্যাম কারি ওমাহায় ইউগা ল্যাবের একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার। আকস্মিক অর্থ পাওয়ার পর স্থানীয় সময় বুধবার গুগলকে ট্যাগ করে এক টুইটার পোস্টে তিনি বলেন, ‘গুগল হুট করে আমার ব্যাংক অ্যাকাউন্টে ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ ডলার পাঠানোর পর তিন সপ্তাহ পেরিয়ে গেল। এ নিয়ে এখনো তাদের কাছ থেকে কোনো সাড়া পেলাম না। গুগলের সঙ্গে যোগাযোগের কোনো উপায় আছে কি? এরপর তিনি ব্র্যাকেটে লিখেছেন, আপনারা এটা ফেরত না নিতে চাইলেও আপত্তি নেই...।
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যাম কারি গুগলের মতো অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের সফটওয়্যারের যাবতীয় সমস্যা খুঁজে বের করে দেওয়ার কাজ করেন।
আরেক গণমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যাম বলেছেন, গুগল এই অর্থ ফেরত চাইতে পারে ভেবে তিনি আপাতত সেগুলো নিজের কাছে রেখে দিয়েছেন। স্যাম চাইলে তা নিজের কাজে ব্যবহার করতে পারতেন। এ বিষয়ে স্যাম আরও জানান, গুগল যদি এখনই তাঁর সঙ্গে যোগাযোগ না করে, তাহলে হয়তো ট্যাক্স এড়ানোর জন্য এই অর্থ অন্য একটি অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়তে পারে।
এ ব্যাপারে গুগলের এক কর্মকর্তা এনপিআরকে বলেছেন, ‘সম্প্রতি আমাদের দলটি নিজেদের ভুলের কারণেই ভুল ব্যক্তির অ্যাকাউন্টে পেমেন্ট করে দিয়েছে। এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়। ভুলটি সংশোধনের জন্য আমরা কাজ করছি।’
গুগল ওই অর্থ ফেরত পেতে আগ্রহ প্রকাশ করেছে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।
গুগলে এ ধরনের ভুল সচরাচর ঘটে কি না এবং তা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেছেন স্যাম। বৃহস্পতিবার বিকেলে স্যাম জানিয়েছেন, ওই অর্থ তাঁর অ্যাকাউন্টেই রয়েছে।

গুগলের ভুলে যুক্তরাষ্ট্রের ওমাহার স্যাম কারি নামের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে প্রায় আড়াই লাখ মার্কিন ডলার প্রবেশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্যাম কারি ওমাহায় ইউগা ল্যাবের একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার। আকস্মিক অর্থ পাওয়ার পর স্থানীয় সময় বুধবার গুগলকে ট্যাগ করে এক টুইটার পোস্টে তিনি বলেন, ‘গুগল হুট করে আমার ব্যাংক অ্যাকাউন্টে ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ ডলার পাঠানোর পর তিন সপ্তাহ পেরিয়ে গেল। এ নিয়ে এখনো তাদের কাছ থেকে কোনো সাড়া পেলাম না। গুগলের সঙ্গে যোগাযোগের কোনো উপায় আছে কি? এরপর তিনি ব্র্যাকেটে লিখেছেন, আপনারা এটা ফেরত না নিতে চাইলেও আপত্তি নেই...।
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যাম কারি গুগলের মতো অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের সফটওয়্যারের যাবতীয় সমস্যা খুঁজে বের করে দেওয়ার কাজ করেন।
আরেক গণমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যাম বলেছেন, গুগল এই অর্থ ফেরত চাইতে পারে ভেবে তিনি আপাতত সেগুলো নিজের কাছে রেখে দিয়েছেন। স্যাম চাইলে তা নিজের কাজে ব্যবহার করতে পারতেন। এ বিষয়ে স্যাম আরও জানান, গুগল যদি এখনই তাঁর সঙ্গে যোগাযোগ না করে, তাহলে হয়তো ট্যাক্স এড়ানোর জন্য এই অর্থ অন্য একটি অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়তে পারে।
এ ব্যাপারে গুগলের এক কর্মকর্তা এনপিআরকে বলেছেন, ‘সম্প্রতি আমাদের দলটি নিজেদের ভুলের কারণেই ভুল ব্যক্তির অ্যাকাউন্টে পেমেন্ট করে দিয়েছে। এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়। ভুলটি সংশোধনের জন্য আমরা কাজ করছি।’
গুগল ওই অর্থ ফেরত পেতে আগ্রহ প্রকাশ করেছে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।
গুগলে এ ধরনের ভুল সচরাচর ঘটে কি না এবং তা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেছেন স্যাম। বৃহস্পতিবার বিকেলে স্যাম জানিয়েছেন, ওই অর্থ তাঁর অ্যাকাউন্টেই রয়েছে।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
১ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
১ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৮ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৮ দিন আগে