সানজিদা কাওছার ঋতু, ঢাকা

পেঁয়াজ মসলা নাকি সবজি— এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে ব্যবহারের ভিত্তিতে এটি সংজ্ঞায়িত করা যেতে পারে। সে যা-ই হোক, দেশের বাজারে পেঁয়াজ এখন কেজিতে ২০০ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই নিত্যপণ্যের দাম কখনো এত হয়নি।
চলতি বছরের শুরুর দিকে এমন পরিস্থিতি হয়েছিল ফিলিপাইনেও। সেখানে পেঁয়াজের মূল্যস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে এটিকে মুদ্রার বিকল্প হিসেবে মানুষ ব্যবহার করা শুরু করে। বিয়েতে উপহার হিসেবে পেঁয়াজ দেওয়ার একটি খবর ওই সময় শিরোনাম হয়েছিল। বাংলাদেশও কি সে পথে হাঁটছে? সেটি সময়ই বলে দেবে!
আধুনিককালে চাষাবাদ বেশ সহজ হলেও পেঁয়াজ কিন্তু কখনোই মোটেও ফেলনা জিনিস ছিল না। পেঁয়াজের ইতিহাস বেশ পুরোনো। প্রাচীন মিসরে পেঁয়াজের ধর্মীয় গুরুত্ব ছিল অপরিসীম। মহা পবিত্র এক খাবার মনে করে অনেকে এর আরাধনাও করতেন। পেঁয়াজ আড়াআড়ি কাটলে যে চক্রগুলো দেখা যায়, মিসরীয়রা মনে করতেন, এটি অনন্ত মহাকালের প্রতিরূপ। এমনকি পরকালে মঙ্গল কামনায় মৃতদেহ সমাধিস্থ করার সময় সঙ্গে পেঁয়াজও দেওয়া হতো।
অনেক ফেরাউনের মমি তৈরির সময় তাঁদের অক্ষিকোটরে পেঁয়াজ রাখা হতো। মিসরীয়দের বিশ্বাস ছিল, পেঁয়াজের তীব্র ঝাঁজযুক্ত ঘ্রাণ মৃতের দেহে প্রাণ ফিরিয়ে আনবে। কথিত আছে, প্রাচীন মিসরে পিরামিডের শ্রমিকদের খাবার হিসেবে বেশি করে পেঁয়াজ খেতে দেওয়া হতো। ধারণা ছিল, পেঁয়াজ খেলে শক্তি বৃদ্ধি পায়।
মধ্যযুগে পেঁয়াজ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ইউরোপীয়রা মূল্যবান কিছুর দাম পরিশোধের জন্য বা খাজনা পরিশোধের জন্য এটিকে বিকল্প মুদ্রা হিসেবে ব্যবহার করত। আবার অনেকে উপহার হিসেবেও পেঁয়াজ দিতেন। সাইবেরিয়ায় আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত পেঁয়াজকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো।
কামোদ্দীপক হিসেবেও পেঁয়াজের বেশ সুনাম রয়েছে। বেশ কয়েকটি হিন্দু পুরাণে একে কামোদ্দীপক খাবার হিসেবে উল্লেখ করে বিধবাদের পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যৌনকামনা তৈরি হতে পারে বলে মিসরে চিরকুমার ধর্মযাজকদের পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকার বিধান ছিল।
ফ্রান্সেও একসময় নবদম্পতিকে বিয়ের পরদিন সকালে পেঁয়াজের স্যুপ খেতে দেওয়া হতো।
প্রাচীন গ্রিস ও রোমে ঔষধি গুণের জন্য খাবারে বেশি পেঁয়াজ ব্যবহার করা হতো।

পেঁয়াজ মসলা নাকি সবজি— এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে ব্যবহারের ভিত্তিতে এটি সংজ্ঞায়িত করা যেতে পারে। সে যা-ই হোক, দেশের বাজারে পেঁয়াজ এখন কেজিতে ২০০ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই নিত্যপণ্যের দাম কখনো এত হয়নি।
চলতি বছরের শুরুর দিকে এমন পরিস্থিতি হয়েছিল ফিলিপাইনেও। সেখানে পেঁয়াজের মূল্যস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে এটিকে মুদ্রার বিকল্প হিসেবে মানুষ ব্যবহার করা শুরু করে। বিয়েতে উপহার হিসেবে পেঁয়াজ দেওয়ার একটি খবর ওই সময় শিরোনাম হয়েছিল। বাংলাদেশও কি সে পথে হাঁটছে? সেটি সময়ই বলে দেবে!
আধুনিককালে চাষাবাদ বেশ সহজ হলেও পেঁয়াজ কিন্তু কখনোই মোটেও ফেলনা জিনিস ছিল না। পেঁয়াজের ইতিহাস বেশ পুরোনো। প্রাচীন মিসরে পেঁয়াজের ধর্মীয় গুরুত্ব ছিল অপরিসীম। মহা পবিত্র এক খাবার মনে করে অনেকে এর আরাধনাও করতেন। পেঁয়াজ আড়াআড়ি কাটলে যে চক্রগুলো দেখা যায়, মিসরীয়রা মনে করতেন, এটি অনন্ত মহাকালের প্রতিরূপ। এমনকি পরকালে মঙ্গল কামনায় মৃতদেহ সমাধিস্থ করার সময় সঙ্গে পেঁয়াজও দেওয়া হতো।
অনেক ফেরাউনের মমি তৈরির সময় তাঁদের অক্ষিকোটরে পেঁয়াজ রাখা হতো। মিসরীয়দের বিশ্বাস ছিল, পেঁয়াজের তীব্র ঝাঁজযুক্ত ঘ্রাণ মৃতের দেহে প্রাণ ফিরিয়ে আনবে। কথিত আছে, প্রাচীন মিসরে পিরামিডের শ্রমিকদের খাবার হিসেবে বেশি করে পেঁয়াজ খেতে দেওয়া হতো। ধারণা ছিল, পেঁয়াজ খেলে শক্তি বৃদ্ধি পায়।
মধ্যযুগে পেঁয়াজ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ইউরোপীয়রা মূল্যবান কিছুর দাম পরিশোধের জন্য বা খাজনা পরিশোধের জন্য এটিকে বিকল্প মুদ্রা হিসেবে ব্যবহার করত। আবার অনেকে উপহার হিসেবেও পেঁয়াজ দিতেন। সাইবেরিয়ায় আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত পেঁয়াজকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো।
কামোদ্দীপক হিসেবেও পেঁয়াজের বেশ সুনাম রয়েছে। বেশ কয়েকটি হিন্দু পুরাণে একে কামোদ্দীপক খাবার হিসেবে উল্লেখ করে বিধবাদের পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যৌনকামনা তৈরি হতে পারে বলে মিসরে চিরকুমার ধর্মযাজকদের পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকার বিধান ছিল।
ফ্রান্সেও একসময় নবদম্পতিকে বিয়ের পরদিন সকালে পেঁয়াজের স্যুপ খেতে দেওয়া হতো।
প্রাচীন গ্রিস ও রোমে ঔষধি গুণের জন্য খাবারে বেশি পেঁয়াজ ব্যবহার করা হতো।

নতুন বছরের দ্বিতীয় দিনেই বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ষোড়শ শতাব্দীর বিখ্যাত ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক মিশেল দে নস্ত্রাদামুস (১৫০৩-৬৬) ২০২৬ সালের ভবিষ্যদ্বাণীগুলো এখন নতুন করে আলোচনায়। তিনি অ্যাডলফ হিটলারের উত্থান, ৯/১১-এর সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক কোভিড-১৯ মহামারির নির্ভুল...
২০ ঘণ্টা আগে
২০২৬ সাল শুরু হতেই নস্ত্রাদামুসের অনুসারীরা এই বছরকে ঘিরে নতুন কিছু ভয়াবহ ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছেন। ১৫০০ শতকে জন্ম নেওয়া ফরাসি জ্যোতিষী এবং চিকিৎসক মিশেল দ্য নস্ত্রাদোম (নস্ত্রাদামুস) অ্যাডলফ হিটলারের উত্থান, ১১ সেপ্টেম্বরের হামলা এবং কোভিড-১৯ মহামারির মতো আধুনিক যুগের অনেক...
১ দিন আগে
একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, একটা ই-মেইল এসেছে যার ‘সাবজেক্ট’ অপশনে লেখা ‘টার্মিনেশন লেটার’। ঘুম ঘুম চোখে এই ই-মেইল দেখলে স্বাভাবিকভাবেই ঘুম তো থাক, অন্য সব ভাবনাও হারাম হয়ে যাওয়ার কথা! তখন ভাবনায় আসবে ঠিক কি কারণে চাকরি থেকে ছাঁটাই হতে হলো!
৬ দিন আগে
বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া—সবকিছুতেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লিংক্যাং গ্রামের কমিটি এমন নিয়ম জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামের নিয়মাবলি: সবাই সমান’ শিরোনামের একটি নোটিশ ভাইরাল হওয়ার...
৭ দিন আগে