সানজিদা কাওছার ঋতু, ঢাকা

পেঁয়াজ মসলা নাকি সবজি— এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে ব্যবহারের ভিত্তিতে এটি সংজ্ঞায়িত করা যেতে পারে। সে যা-ই হোক, দেশের বাজারে পেঁয়াজ এখন কেজিতে ২০০ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই নিত্যপণ্যের দাম কখনো এত হয়নি।
চলতি বছরের শুরুর দিকে এমন পরিস্থিতি হয়েছিল ফিলিপাইনেও। সেখানে পেঁয়াজের মূল্যস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে এটিকে মুদ্রার বিকল্প হিসেবে মানুষ ব্যবহার করা শুরু করে। বিয়েতে উপহার হিসেবে পেঁয়াজ দেওয়ার একটি খবর ওই সময় শিরোনাম হয়েছিল। বাংলাদেশও কি সে পথে হাঁটছে? সেটি সময়ই বলে দেবে!
আধুনিককালে চাষাবাদ বেশ সহজ হলেও পেঁয়াজ কিন্তু কখনোই মোটেও ফেলনা জিনিস ছিল না। পেঁয়াজের ইতিহাস বেশ পুরোনো। প্রাচীন মিসরে পেঁয়াজের ধর্মীয় গুরুত্ব ছিল অপরিসীম। মহা পবিত্র এক খাবার মনে করে অনেকে এর আরাধনাও করতেন। পেঁয়াজ আড়াআড়ি কাটলে যে চক্রগুলো দেখা যায়, মিসরীয়রা মনে করতেন, এটি অনন্ত মহাকালের প্রতিরূপ। এমনকি পরকালে মঙ্গল কামনায় মৃতদেহ সমাধিস্থ করার সময় সঙ্গে পেঁয়াজও দেওয়া হতো।
অনেক ফেরাউনের মমি তৈরির সময় তাঁদের অক্ষিকোটরে পেঁয়াজ রাখা হতো। মিসরীয়দের বিশ্বাস ছিল, পেঁয়াজের তীব্র ঝাঁজযুক্ত ঘ্রাণ মৃতের দেহে প্রাণ ফিরিয়ে আনবে। কথিত আছে, প্রাচীন মিসরে পিরামিডের শ্রমিকদের খাবার হিসেবে বেশি করে পেঁয়াজ খেতে দেওয়া হতো। ধারণা ছিল, পেঁয়াজ খেলে শক্তি বৃদ্ধি পায়।
মধ্যযুগে পেঁয়াজ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ইউরোপীয়রা মূল্যবান কিছুর দাম পরিশোধের জন্য বা খাজনা পরিশোধের জন্য এটিকে বিকল্প মুদ্রা হিসেবে ব্যবহার করত। আবার অনেকে উপহার হিসেবেও পেঁয়াজ দিতেন। সাইবেরিয়ায় আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত পেঁয়াজকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো।
কামোদ্দীপক হিসেবেও পেঁয়াজের বেশ সুনাম রয়েছে। বেশ কয়েকটি হিন্দু পুরাণে একে কামোদ্দীপক খাবার হিসেবে উল্লেখ করে বিধবাদের পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যৌনকামনা তৈরি হতে পারে বলে মিসরে চিরকুমার ধর্মযাজকদের পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকার বিধান ছিল।
ফ্রান্সেও একসময় নবদম্পতিকে বিয়ের পরদিন সকালে পেঁয়াজের স্যুপ খেতে দেওয়া হতো।
প্রাচীন গ্রিস ও রোমে ঔষধি গুণের জন্য খাবারে বেশি পেঁয়াজ ব্যবহার করা হতো।

পেঁয়াজ মসলা নাকি সবজি— এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে ব্যবহারের ভিত্তিতে এটি সংজ্ঞায়িত করা যেতে পারে। সে যা-ই হোক, দেশের বাজারে পেঁয়াজ এখন কেজিতে ২০০ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই নিত্যপণ্যের দাম কখনো এত হয়নি।
চলতি বছরের শুরুর দিকে এমন পরিস্থিতি হয়েছিল ফিলিপাইনেও। সেখানে পেঁয়াজের মূল্যস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে এটিকে মুদ্রার বিকল্প হিসেবে মানুষ ব্যবহার করা শুরু করে। বিয়েতে উপহার হিসেবে পেঁয়াজ দেওয়ার একটি খবর ওই সময় শিরোনাম হয়েছিল। বাংলাদেশও কি সে পথে হাঁটছে? সেটি সময়ই বলে দেবে!
আধুনিককালে চাষাবাদ বেশ সহজ হলেও পেঁয়াজ কিন্তু কখনোই মোটেও ফেলনা জিনিস ছিল না। পেঁয়াজের ইতিহাস বেশ পুরোনো। প্রাচীন মিসরে পেঁয়াজের ধর্মীয় গুরুত্ব ছিল অপরিসীম। মহা পবিত্র এক খাবার মনে করে অনেকে এর আরাধনাও করতেন। পেঁয়াজ আড়াআড়ি কাটলে যে চক্রগুলো দেখা যায়, মিসরীয়রা মনে করতেন, এটি অনন্ত মহাকালের প্রতিরূপ। এমনকি পরকালে মঙ্গল কামনায় মৃতদেহ সমাধিস্থ করার সময় সঙ্গে পেঁয়াজও দেওয়া হতো।
অনেক ফেরাউনের মমি তৈরির সময় তাঁদের অক্ষিকোটরে পেঁয়াজ রাখা হতো। মিসরীয়দের বিশ্বাস ছিল, পেঁয়াজের তীব্র ঝাঁজযুক্ত ঘ্রাণ মৃতের দেহে প্রাণ ফিরিয়ে আনবে। কথিত আছে, প্রাচীন মিসরে পিরামিডের শ্রমিকদের খাবার হিসেবে বেশি করে পেঁয়াজ খেতে দেওয়া হতো। ধারণা ছিল, পেঁয়াজ খেলে শক্তি বৃদ্ধি পায়।
মধ্যযুগে পেঁয়াজ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ইউরোপীয়রা মূল্যবান কিছুর দাম পরিশোধের জন্য বা খাজনা পরিশোধের জন্য এটিকে বিকল্প মুদ্রা হিসেবে ব্যবহার করত। আবার অনেকে উপহার হিসেবেও পেঁয়াজ দিতেন। সাইবেরিয়ায় আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত পেঁয়াজকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো।
কামোদ্দীপক হিসেবেও পেঁয়াজের বেশ সুনাম রয়েছে। বেশ কয়েকটি হিন্দু পুরাণে একে কামোদ্দীপক খাবার হিসেবে উল্লেখ করে বিধবাদের পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যৌনকামনা তৈরি হতে পারে বলে মিসরে চিরকুমার ধর্মযাজকদের পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকার বিধান ছিল।
ফ্রান্সেও একসময় নবদম্পতিকে বিয়ের পরদিন সকালে পেঁয়াজের স্যুপ খেতে দেওয়া হতো।
প্রাচীন গ্রিস ও রোমে ঔষধি গুণের জন্য খাবারে বেশি পেঁয়াজ ব্যবহার করা হতো।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
১ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
১ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৮ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৮ দিন আগে