
মানুষ কতভাবেই না বন্যপ্রাণী পাচারের চেষ্টা করে! যেমন হংকংয়ের এক ব্যক্তি কয়েকটি মোজার ভেতর পুরে ৪০টি কচ্ছপ পাচার করতে চেয়েছিলেন। যদিও শেষ রক্ষা হয়নি এতে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। ৫৩ বছর বয়স্ক সাই কুং তিনকে গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার প্রসিকিউটররা আইন অমান্য করে পণ্য রপ্তানির চেষ্টা করায় অভিযুক্ত করে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার ইউএস অ্যাটর্নি অফিস জানিয়েছে, ৪০টি ইস্টার্ন বক্স টার্টলকে সাই কুং তিন তাঁর মোজার ভেতরে পুরে রেখেছিলেন, যেন এদের শব্দ চাপা পড়ে।
অবশ্য সম্প্রতি দোষী প্রমাণিত হলেও ঘটনাটি ২০২৩ সালের জুনের। ১০০ বছর পর্যন্ত বাঁচা এই কচ্ছপদের পার্সেলের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে চীনে পাঠানোর চেষ্টা করছিলেন সাই কুই তিন।
জি ইয়ারলং নামের একজনের নামে চারটি পার্সেলে পাঠানো হচ্ছিল কচ্ছপগুলো। ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টররা লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় শহর টরেন্সের একটি ডাক ফ্যাসিলিটি থেকে এগুলো জব্দ করেন।
মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার আগে কুং তিনের হংকংয়ের বাড়িতে বাক্সগুলো পাঠানো হচ্ছিল। স্বাভাবিকভাবেই কচ্ছপ হিসেবে এদের পার্সেলে পোরা হয়নি, পাঠানো হচ্ছিল বাদাম এবং চকলেট কুকিজ পরিচয়ে।
অ্যাটর্নির অফিস বলেছে, আদালতের কাগজপত্র অনুসারে আট থেকে ১২টি করে জ্যান্ত ইস্টার্ন বক্স কচ্ছপ তিনটি পার্সেলে ছিল। সবগুলোকে পার্সেলের মধ্যে মোজায় পুরে রাখা হয়। চতুর্থ পার্সেলে সাতটি জীবিত ইস্টার্ন বক্স কচ্ছপ এবং একটি মৃত কচ্ছপ ছিল।
ইস্টার্ন বক্স কচ্ছপের জলপাই-বাদামি খোলে হলুদ এবং কমলা দাগের জন্য বিখ্যাত। পূর্ব যুক্তরাষ্ট্রের জলাভূমি এবং বনভূমিতে এদের পাওয়া যায়।
প্রজাতিটি ফেডারেল আইন এবং বিপন্ন প্রজাতির বন্য উদ্ভিদ ও প্রাণীর আন্তর্জাতিক বাণিজ্যের কনভেনশনের (সিআইটিইএস) অধীনে সংরক্ষিত।

মানুষ কতভাবেই না বন্যপ্রাণী পাচারের চেষ্টা করে! যেমন হংকংয়ের এক ব্যক্তি কয়েকটি মোজার ভেতর পুরে ৪০টি কচ্ছপ পাচার করতে চেয়েছিলেন। যদিও শেষ রক্ষা হয়নি এতে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। ৫৩ বছর বয়স্ক সাই কুং তিনকে গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার প্রসিকিউটররা আইন অমান্য করে পণ্য রপ্তানির চেষ্টা করায় অভিযুক্ত করে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার ইউএস অ্যাটর্নি অফিস জানিয়েছে, ৪০টি ইস্টার্ন বক্স টার্টলকে সাই কুং তিন তাঁর মোজার ভেতরে পুরে রেখেছিলেন, যেন এদের শব্দ চাপা পড়ে।
অবশ্য সম্প্রতি দোষী প্রমাণিত হলেও ঘটনাটি ২০২৩ সালের জুনের। ১০০ বছর পর্যন্ত বাঁচা এই কচ্ছপদের পার্সেলের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে চীনে পাঠানোর চেষ্টা করছিলেন সাই কুই তিন।
জি ইয়ারলং নামের একজনের নামে চারটি পার্সেলে পাঠানো হচ্ছিল কচ্ছপগুলো। ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টররা লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় শহর টরেন্সের একটি ডাক ফ্যাসিলিটি থেকে এগুলো জব্দ করেন।
মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার আগে কুং তিনের হংকংয়ের বাড়িতে বাক্সগুলো পাঠানো হচ্ছিল। স্বাভাবিকভাবেই কচ্ছপ হিসেবে এদের পার্সেলে পোরা হয়নি, পাঠানো হচ্ছিল বাদাম এবং চকলেট কুকিজ পরিচয়ে।
অ্যাটর্নির অফিস বলেছে, আদালতের কাগজপত্র অনুসারে আট থেকে ১২টি করে জ্যান্ত ইস্টার্ন বক্স কচ্ছপ তিনটি পার্সেলে ছিল। সবগুলোকে পার্সেলের মধ্যে মোজায় পুরে রাখা হয়। চতুর্থ পার্সেলে সাতটি জীবিত ইস্টার্ন বক্স কচ্ছপ এবং একটি মৃত কচ্ছপ ছিল।
ইস্টার্ন বক্স কচ্ছপের জলপাই-বাদামি খোলে হলুদ এবং কমলা দাগের জন্য বিখ্যাত। পূর্ব যুক্তরাষ্ট্রের জলাভূমি এবং বনভূমিতে এদের পাওয়া যায়।
প্রজাতিটি ফেডারেল আইন এবং বিপন্ন প্রজাতির বন্য উদ্ভিদ ও প্রাণীর আন্তর্জাতিক বাণিজ্যের কনভেনশনের (সিআইটিইএস) অধীনে সংরক্ষিত।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
১ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
১ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৮ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৮ দিন আগে