
ঘাসের সন্ধানে বিভিন্ন এলাকার খেত চষে বেড়াচ্ছিল ভেড়ার পাল। একপর্যায়ে তারা না বুঝেই হামলে পড়ে গাঁজার খেতে। প্রায় ২৭২ কেজি গাঁজা খেয়ে টালমাটাল হয়ে পড়ে ভেড়াগুলো। ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ গ্রিসের থেসালিতে।
নিউইয়র্কভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ‘নিউজউইক’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল ও ঘূর্ণিঝড় ড্যানিয়েলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়েছে গ্রিস। বিনষ্ট হয়েছে বিশাল এলাকার কৃষিজমি। দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্যসংকট। এমন পরিস্থিতিতে ঘাসের সন্ধানে বিভিন্ন এলাকার খেত চষে বেড়াচ্ছে গবাদিপশুর পাল।
গ্রিসের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ঘাস খুঁজতে গিয়ে গাঁজাখেতের বিরাট অংশ খেয়ে ফেলেছে ভেড়ার পালটি। এরপর শুরু করে অদ্ভুত আচরণ। এসব গাঁজা গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিল।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রিসের থেসালিতে বন্যার পানিতে প্লাবিত এলাকায় ভেড়ার পাল চষে বেড়াচ্ছিল। এরপর এগুলো অলমিরোস শহরের কাছে গ্রিনহাউসে ঢুকে পড়ে। ভেড়ার পালটি সেখানকার অন্তত ১০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে।
খেতের মালিক বলেন, ‘আমি হাসব নাকি কাঁদব—আসলেই জানি না। এমনিতে দাবদাহ ও বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর যা অবশিষ্ট ছিল তা ভেড়ার পাল ঢুকে সব খেয়ে ফেলেছে। এখন আমি বুঝতে পারছি না আসলেই আমার কী বলা উচিত।’
একজন জানান, হঠাৎ ভেড়ার পালটি অদ্ভুত আচরণ শুরু করে। প্রথমে তারা এর কারণ বুঝতে পারেননি। পরে অবশ্য গাঁজার খেত খেয়ে ফেলায় বিষয়টি সামনে আসে।
গ্রিসে ২০১৭ সাল থেকে গাঁজা ওষুধ তৈরির উদ্দেশ্যে চাষাবাদ করা বৈধ। তবে ২০২৩ সালে প্রথমবারের মতো ঔষধি গাঁজার খেত উদ্বোধন করে। গ্রিসে চিকিৎসার জন্য গাঁজার চাষ অত্যন্ত প্রয়োজনীয় বলেও সংবাদে জানানো হয়েছে।
এদিকে ১৯৩৬ সালে গ্রিসে গাঁজা নিষিদ্ধ হওয়ার আগে চাষাবাদ ও রপ্তানি করা হতো। ব্রিটেন, জার্মানি, ইতালি, ডেনমার্কসহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই ঔষধি স্বার্থে গাঁজা চাষের অনুমতি দিয়েছে। উরুগুয়ের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে কানাডা ৯০ বছরের নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে গাঁজাকে সম্পূর্ণরূপে বৈধ করেছে।

ঘাসের সন্ধানে বিভিন্ন এলাকার খেত চষে বেড়াচ্ছিল ভেড়ার পাল। একপর্যায়ে তারা না বুঝেই হামলে পড়ে গাঁজার খেতে। প্রায় ২৭২ কেজি গাঁজা খেয়ে টালমাটাল হয়ে পড়ে ভেড়াগুলো। ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ গ্রিসের থেসালিতে।
নিউইয়র্কভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ‘নিউজউইক’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল ও ঘূর্ণিঝড় ড্যানিয়েলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়েছে গ্রিস। বিনষ্ট হয়েছে বিশাল এলাকার কৃষিজমি। দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্যসংকট। এমন পরিস্থিতিতে ঘাসের সন্ধানে বিভিন্ন এলাকার খেত চষে বেড়াচ্ছে গবাদিপশুর পাল।
গ্রিসের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ঘাস খুঁজতে গিয়ে গাঁজাখেতের বিরাট অংশ খেয়ে ফেলেছে ভেড়ার পালটি। এরপর শুরু করে অদ্ভুত আচরণ। এসব গাঁজা গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিল।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রিসের থেসালিতে বন্যার পানিতে প্লাবিত এলাকায় ভেড়ার পাল চষে বেড়াচ্ছিল। এরপর এগুলো অলমিরোস শহরের কাছে গ্রিনহাউসে ঢুকে পড়ে। ভেড়ার পালটি সেখানকার অন্তত ১০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে।
খেতের মালিক বলেন, ‘আমি হাসব নাকি কাঁদব—আসলেই জানি না। এমনিতে দাবদাহ ও বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর যা অবশিষ্ট ছিল তা ভেড়ার পাল ঢুকে সব খেয়ে ফেলেছে। এখন আমি বুঝতে পারছি না আসলেই আমার কী বলা উচিত।’
একজন জানান, হঠাৎ ভেড়ার পালটি অদ্ভুত আচরণ শুরু করে। প্রথমে তারা এর কারণ বুঝতে পারেননি। পরে অবশ্য গাঁজার খেত খেয়ে ফেলায় বিষয়টি সামনে আসে।
গ্রিসে ২০১৭ সাল থেকে গাঁজা ওষুধ তৈরির উদ্দেশ্যে চাষাবাদ করা বৈধ। তবে ২০২৩ সালে প্রথমবারের মতো ঔষধি গাঁজার খেত উদ্বোধন করে। গ্রিসে চিকিৎসার জন্য গাঁজার চাষ অত্যন্ত প্রয়োজনীয় বলেও সংবাদে জানানো হয়েছে।
এদিকে ১৯৩৬ সালে গ্রিসে গাঁজা নিষিদ্ধ হওয়ার আগে চাষাবাদ ও রপ্তানি করা হতো। ব্রিটেন, জার্মানি, ইতালি, ডেনমার্কসহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই ঔষধি স্বার্থে গাঁজা চাষের অনুমতি দিয়েছে। উরুগুয়ের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে কানাডা ৯০ বছরের নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে গাঁজাকে সম্পূর্ণরূপে বৈধ করেছে।

একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, একটা ই-মেইল এসেছে যার ‘সাবজেক্ট’ অপশনে লেখা ‘টার্মিনেশন লেটার’। ঘুম ঘুম চোখে এই ই-মেইল দেখলে স্বাভাবিকভাবেই ঘুম তো থাক, অন্য সব ভাবনাও হারাম হয়ে যাওয়ার কথা! তখন ভাবনায় আসবে ঠিক কি কারণে চাকরি থেকে ছাঁটাই হতে হলো!
৫ দিন আগে
বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া—সবকিছুতেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লিংক্যাং গ্রামের কমিটি এমন নিয়ম জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামের নিয়মাবলি: সবাই সমান’ শিরোনামের একটি নোটিশ ভাইরাল হওয়ার...
৬ দিন আগে
ইতালির আব্রুজ্জো অঞ্চলের মাউন্ট জিরিফালকোর পাদদেশে অবস্থিত এক প্রাচীন গ্রাম পালিয়ারা দে মার্সি। জনশূন্য এই গ্রামে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যাই বেশি। গত কয়েক দশক ধরে গ্রামটি নিস্তব্ধতায় ডুবে ছিল, কিন্তু গত মার্চ মাস থেকে সেখানে বইছে খুশির জোয়ার। কারণ, দীর্ঘ ৩০ বছর পর এই গ্রামে প্রথম কোনো শিশুর জন্ম
৬ দিন আগে
ক্যালিফোর্নিয়ার সুজ লোপেজ যখন তাঁর ছোট ছেলে রিউকে কোলে নিয়ে বসেন, তখন এক অলৌকিক বিস্ময়ে স্তব্ধ হয়ে যান। কারণ, ছোট্ট রিউ তাঁর মায়ের জরায়ুর ভেতরে নয়, বেড়ে উঠেছিল পেটের ভেতরে একটি বিশাল আকৃতির ওভারিয়ান সিস্টের আড়ালে। চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিরল এই ঘটনাকে ‘মিরাকল’ বা অলৌকিক বলছেন চিকিৎ
৮ দিন আগে