
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বাসনা থেকে ইচ্ছাকৃতভাবে বিমান বিধ্বস্ত করায় এক ইউটিউবারের ছয় মাসের কারাদণ্ড হয়েছে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালত এ রায় দেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইচ্ছাকৃতভাবে বিমান বিধ্বস্ত করায় এবং এ বিষয়ে মার্কিন তদন্ত কর্মকর্তাদের মিথ্যা বলার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক অলিম্পিক স্নোবোর্ডার ট্রেভর জ্যাকব।
ট্রেভর জ্যাকব ২০২১ সালে ডিসেম্বরে ছোট একটি বিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও পোস্ট করেন। সেখানে প্যারাস্যুট পরে হাতে সেলফিস্টিক বিমান থেকে তাঁকে লাফ দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লাখ মানুষ এ ভিডিও দেখেছে।
এ ঘটনায় চলতি বছরের শুরুতে জ্যাকবের বিরুদ্ধে বিমান ধ্বংস ও আদালতের তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।
তবে গতকাল সোমবার আদালতে দোষ স্বীকার করে জ্যাকব বলেন, তিনি একটি পণ্যের বিজ্ঞাপন হিসেবে ওই ভিডিওটি ধারণ করেছেন।
ক্যালিফোর্নিয়ার ফেডারেল কৌঁসুলিরা বলছেন, সম্ভবত সামাজিক যোগাযোগমাধ্যমে ও সংবাদমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার জন্য এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এ ধরনের কাজ করেছেন। যাই হোক, এ ধরনের দুঃসাহসী কাজ সহ্য করা হবে না।
এক বিবৃতিতে আদালতের রায়কে ‘সঠিক সিদ্ধান্ত’ হিসেবে মেনে নিয়ে জ্যাকব বলেন, তাঁর জন্য এটি একটি লজ্জাজনক অভিজ্ঞতা ছিল।
২০২১ সালে নভেম্বরে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা বিমানবন্দর থেকে একাই একটি ছোট বিমানে করে উড়াল দেন। ওই বিমানে ক্যামেরা লাগানো ছিল। ক্যামেরা ছাড়াও জ্যাকব নিজের সঙ্গে সেলফিস্টিক ও প্যারাস্যুট নিয়ে যান।
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি কার্যালয় থেকে বলা হয়, তাঁর গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য ছিল না। তিনি মাঝপথে ফ্লাইটে বিমান থেকে প্যারাস্যুটসহ লাফ দেওয়ার ও তা বিধ্বস্ত হওয়ার মুহূর্ত ভিডিও করার পরিকল্পনা করেন।
বিমানটি বিমানবন্দর ছেড়ে যাওয়ার ৩৫ মিনিট পর লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্টে গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলে পৌঁছে জ্যাকব প্লেনটির আছড়ে পড়ার ফুটেজ সংগ্রহ করেন।
এরপর একই বছর ২৩ ডিসেম্বর ইউটিউবে তিনি ‘আমি আমার উড়োজাহাজ ভূপাতিত করেছি’—এমন শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। এ ভিডিওতে একটি ওয়ালেট কোম্পানির বিজ্ঞাপন ছিল বলে জানান আদালত কৌঁসুলি।
অনেক দর্শকই এ দুর্ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁরা উল্লেখ করেন, জ্যাকব আগে থেকেই প্যারাস্যুট পরেছিলেন এবং উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করানোর কোনো চেষ্টাই করেননি। ভিডিওটি সরিয়ে নেওয়ার আগে এটি প্রায় ৩০ লাখ মানুষ দেখেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বাসনা থেকে ইচ্ছাকৃতভাবে বিমান বিধ্বস্ত করায় এক ইউটিউবারের ছয় মাসের কারাদণ্ড হয়েছে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালত এ রায় দেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইচ্ছাকৃতভাবে বিমান বিধ্বস্ত করায় এবং এ বিষয়ে মার্কিন তদন্ত কর্মকর্তাদের মিথ্যা বলার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক অলিম্পিক স্নোবোর্ডার ট্রেভর জ্যাকব।
ট্রেভর জ্যাকব ২০২১ সালে ডিসেম্বরে ছোট একটি বিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও পোস্ট করেন। সেখানে প্যারাস্যুট পরে হাতে সেলফিস্টিক বিমান থেকে তাঁকে লাফ দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লাখ মানুষ এ ভিডিও দেখেছে।
এ ঘটনায় চলতি বছরের শুরুতে জ্যাকবের বিরুদ্ধে বিমান ধ্বংস ও আদালতের তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।
তবে গতকাল সোমবার আদালতে দোষ স্বীকার করে জ্যাকব বলেন, তিনি একটি পণ্যের বিজ্ঞাপন হিসেবে ওই ভিডিওটি ধারণ করেছেন।
ক্যালিফোর্নিয়ার ফেডারেল কৌঁসুলিরা বলছেন, সম্ভবত সামাজিক যোগাযোগমাধ্যমে ও সংবাদমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার জন্য এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এ ধরনের কাজ করেছেন। যাই হোক, এ ধরনের দুঃসাহসী কাজ সহ্য করা হবে না।
এক বিবৃতিতে আদালতের রায়কে ‘সঠিক সিদ্ধান্ত’ হিসেবে মেনে নিয়ে জ্যাকব বলেন, তাঁর জন্য এটি একটি লজ্জাজনক অভিজ্ঞতা ছিল।
২০২১ সালে নভেম্বরে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা বিমানবন্দর থেকে একাই একটি ছোট বিমানে করে উড়াল দেন। ওই বিমানে ক্যামেরা লাগানো ছিল। ক্যামেরা ছাড়াও জ্যাকব নিজের সঙ্গে সেলফিস্টিক ও প্যারাস্যুট নিয়ে যান।
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি কার্যালয় থেকে বলা হয়, তাঁর গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য ছিল না। তিনি মাঝপথে ফ্লাইটে বিমান থেকে প্যারাস্যুটসহ লাফ দেওয়ার ও তা বিধ্বস্ত হওয়ার মুহূর্ত ভিডিও করার পরিকল্পনা করেন।
বিমানটি বিমানবন্দর ছেড়ে যাওয়ার ৩৫ মিনিট পর লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্টে গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলে পৌঁছে জ্যাকব প্লেনটির আছড়ে পড়ার ফুটেজ সংগ্রহ করেন।
এরপর একই বছর ২৩ ডিসেম্বর ইউটিউবে তিনি ‘আমি আমার উড়োজাহাজ ভূপাতিত করেছি’—এমন শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। এ ভিডিওতে একটি ওয়ালেট কোম্পানির বিজ্ঞাপন ছিল বলে জানান আদালত কৌঁসুলি।
অনেক দর্শকই এ দুর্ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁরা উল্লেখ করেন, জ্যাকব আগে থেকেই প্যারাস্যুট পরেছিলেন এবং উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করানোর কোনো চেষ্টাই করেননি। ভিডিওটি সরিয়ে নেওয়ার আগে এটি প্রায় ৩০ লাখ মানুষ দেখেছিল।

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৩ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৪ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৫ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
৭ দিন আগে