প্রযুক্তি ডেস্ক

টুইটারের সান ফ্রান্সিসকো হেডকোয়ার্টারের সব পরিচ্ছন্নতা কর্মীর ছাঁটাই করেছে টুইটার। জানা যায়, পরিচ্ছন্নতা কর্মীদের বদলে ‘রোবট’ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীরা জানান, তাঁদের কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। ইলন মাস্কের একজন সহযোগী টুইটারের বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীদের বলেছিলেন, তাঁদের বদলে টুইটারে কাজ করবে রোবট।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, মাস্ক আইন ভঙ্গ করেছেন কি না তা খতিয়ে দেখতে সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি ডেভিড চিউ ছাঁটাইয়ের ঘটনা তদন্ত করছেন। চিউ বলেন, ‘ইলন মাস্কের শ্রম আইন লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ঘটনায় আমি মোটেই অবাক না হলেও শ্রমিকদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব।’
পরিচ্ছন্নতা কর্মীদের সংগঠনকে গত সপ্তাহে জানানো হয়েছিল যে তাঁদের চাকরি হুমকির মধ্যে রয়েছে। এর প্রতিবাদে সংগঠনের কর্মীরা ৫ ডিসেম্বর ধর্মঘটের আয়োজন করে। এর পরেই তাঁদের চাকরিচ্যুত করার ঘোষণা দেয় টুইটার কর্তৃপক্ষ। সংগঠনের সভাপতি ওলগা মিরান্ডা বলেন, ‘ক্রিসমাসের মাত্র তিন সপ্তাহ আগে আমাদের ছাঁটাই করা হয়। আমার মতে, বরখাস্তের কারণ—আমাদের একটি জোট রয়েছে।’
আরেক পরিচ্ছন্নতা কর্মী জুলিও আলভারাদো ১০ বছর টুইটারে কাজ করেছেন। তিনি বলেন, ‘মাস্কের পক্ষের একজন আমাকে বলেছিল, আমার কাজ শিগগিরই সেকেলে হয়ে যাবে। কারণ রোবট আমাদের জায়গা দখল করবে।’
চলতি বছরের অক্টোবরে টুইটারের দায়িত্ব নেওয়ার পর অবিলম্বে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেন ইলন মাস্ক। এর এক সপ্তাহ পরেই কোম্পানির মোট ৭ হাজার ৫০০ জন কর্মীর প্রায় অর্ধেকই ছাঁটাই করেন তিনি।

টুইটারের সান ফ্রান্সিসকো হেডকোয়ার্টারের সব পরিচ্ছন্নতা কর্মীর ছাঁটাই করেছে টুইটার। জানা যায়, পরিচ্ছন্নতা কর্মীদের বদলে ‘রোবট’ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীরা জানান, তাঁদের কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। ইলন মাস্কের একজন সহযোগী টুইটারের বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীদের বলেছিলেন, তাঁদের বদলে টুইটারে কাজ করবে রোবট।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, মাস্ক আইন ভঙ্গ করেছেন কি না তা খতিয়ে দেখতে সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি ডেভিড চিউ ছাঁটাইয়ের ঘটনা তদন্ত করছেন। চিউ বলেন, ‘ইলন মাস্কের শ্রম আইন লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ঘটনায় আমি মোটেই অবাক না হলেও শ্রমিকদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব।’
পরিচ্ছন্নতা কর্মীদের সংগঠনকে গত সপ্তাহে জানানো হয়েছিল যে তাঁদের চাকরি হুমকির মধ্যে রয়েছে। এর প্রতিবাদে সংগঠনের কর্মীরা ৫ ডিসেম্বর ধর্মঘটের আয়োজন করে। এর পরেই তাঁদের চাকরিচ্যুত করার ঘোষণা দেয় টুইটার কর্তৃপক্ষ। সংগঠনের সভাপতি ওলগা মিরান্ডা বলেন, ‘ক্রিসমাসের মাত্র তিন সপ্তাহ আগে আমাদের ছাঁটাই করা হয়। আমার মতে, বরখাস্তের কারণ—আমাদের একটি জোট রয়েছে।’
আরেক পরিচ্ছন্নতা কর্মী জুলিও আলভারাদো ১০ বছর টুইটারে কাজ করেছেন। তিনি বলেন, ‘মাস্কের পক্ষের একজন আমাকে বলেছিল, আমার কাজ শিগগিরই সেকেলে হয়ে যাবে। কারণ রোবট আমাদের জায়গা দখল করবে।’
চলতি বছরের অক্টোবরে টুইটারের দায়িত্ব নেওয়ার পর অবিলম্বে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেন ইলন মাস্ক। এর এক সপ্তাহ পরেই কোম্পানির মোট ৭ হাজার ৫০০ জন কর্মীর প্রায় অর্ধেকই ছাঁটাই করেন তিনি।

চলতি বছরকে এআইয়ের জন্য ‘স্কেল-আপ ইয়ার’ বললে ভুল হবে না। স্টার্টআপ ফান্ডিং থেকে শুরু করে ডেটা সেন্টার, বিদ্যুৎ এনার্জি অবকাঠামো, জাতীয় নীতি—সবখানে এআই এখন ভূরাজনীতির খেলা।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু বন্ধুদের সঙ্গে কথা বলার জায়গা নয়; ব্যক্তিগত কিংবা পেশাগত অনেক গুরুত্বপূর্ণ কাজ, তথ্য আদান-প্রদান, এমনকি সংবেদনশীল আলোচনা পর্যন্ত এসব প্ল্যাটফর্মে হয়। ফলে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কী হবে, এই প্রশ্ন স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
৩ দিন আগে
নতুন বছর মানেই প্রযুক্তির নতুন দিক। ২০২৬ সালেও প্রযুক্তির জগতে কিছু নতুন, আবার কিছু পরিচিত প্রযুক্তি বড় আলোচনায় থাকবে। বিশ্বের শীর্ষ প্রযুক্তিবিদ ও বিখ্যাত ম্যাগাজিনগুলোর বিশ্লেষণ অনুযায়ী, আগামী বছরে যেসব প্রযুক্তি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, সেগুলো ধীরে ধীরে বাস্তব জীবনের অংশ হয়ে উঠছে।
৩ দিন আগেগুগল ক্রোম ব্রাউজার আমরা প্রতিদিন ব্যবহার করলেও এর অ্যাড্রেসবার কিংবা ওমনিবক্সে থাকা অনেক দরকারি ফিচার জানার বাইরে থাকে। শুধু সার্চিং নয়, এই অ্যাড্রেসবার থেকে অনেক কাজ দ্রুততম সময়ে করা সম্ভব। এটি অফিস কিংবা অনলাইন মিটিংয়ে সময় বাঁচাতে সাহায্য করে।
৩ দিন আগে