অনলাইন ডেস্ক
অনলাইনে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে বিশাল আয়োজন করেছেন সংযুক্ত আরব আমিরাতের সরকার। শনিবার (১১ জানুয়ারি) আমিরাতের উপ–রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’ শীর্ষক আয়োজনের তৃতীয় আসরে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন, ‘সংযুক্ত আরব আমিরাত তৃতীয়বারের মতো ‘‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’’–এর আয়োজন করছে। প্রায় ২৩০ কোটি ফলোয়ারের সঙ্গে যুক্ত ১৫ হাজার কনটেন্ট ক্রিয়েটর এখানে অংশ নেবেন।’
তিনি আরও লেখেন, ‘আমরা সেই সব সৃজনশীল মানুষদের স্বাগত জানাই, যারা অর্থবহ কনটেন্ট তৈরির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা দেন। যা সুন্দর জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়ক।’
শেখ মোহাম্মদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমাদের অঙ্গীকার হলো, কনটেন্ট তৈরির এই শিল্পের জন্য একটি টেকসই অর্থনৈতিক খাত গড়ে তোলা, যা কনটেন্ট ক্রিয়েটর এবং তাঁদের কমিউনিটির মধ্যে সমৃদ্ধি ও সুযোগ নিয়ে আসবে।’
শনিবার সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া অফিস ‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট ২০২৫ ’–এর আয়োজন করেছে।
এই সামিট দুবাইয়ের এমিরেটস টাওয়ারস, দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার এবং মিউজিয়াম অব দ্য ফিউচারে অনুষ্ঠিত হচ্ছে। এ বছরের সামিটের মূল থিম ‘কনটেন্ট ফর গুড’।
‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’ বিশ্বব্যাপী কনটেন্ট অর্থনীতির বিকাশে প্রথম এবং বৃহত্তম সম্মেলন। এ বছরের আয়োজনে ১৫ হাজারের বেশি কনটেন্ট ক্রিয়েটর এবং ৪২০ জন বিশিষ্ট বক্তা উপস্থিত থাকবেন। যাদের মধ্যে আছেন প্রভাবশালী ব্যক্তি এবং বিশেষজ্ঞ।
এবারের আয়োজনে বিশ্বখ্যাত ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ও কোম্পানিগুলোর পরিচালনায় ৩০০ টির বেশি বিশেষ লাইভ সেশন অনুষ্ঠিত হচ্ছে।
এই সম্মেলনে বিভিন্ন দেশ ও বয়সের ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং তাঁদের অনুসারীদের সমাগম ঘটেছে।
অনলাইনে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে বিশাল আয়োজন করেছেন সংযুক্ত আরব আমিরাতের সরকার। শনিবার (১১ জানুয়ারি) আমিরাতের উপ–রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’ শীর্ষক আয়োজনের তৃতীয় আসরে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন, ‘সংযুক্ত আরব আমিরাত তৃতীয়বারের মতো ‘‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’’–এর আয়োজন করছে। প্রায় ২৩০ কোটি ফলোয়ারের সঙ্গে যুক্ত ১৫ হাজার কনটেন্ট ক্রিয়েটর এখানে অংশ নেবেন।’
তিনি আরও লেখেন, ‘আমরা সেই সব সৃজনশীল মানুষদের স্বাগত জানাই, যারা অর্থবহ কনটেন্ট তৈরির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা দেন। যা সুন্দর জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়ক।’
শেখ মোহাম্মদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমাদের অঙ্গীকার হলো, কনটেন্ট তৈরির এই শিল্পের জন্য একটি টেকসই অর্থনৈতিক খাত গড়ে তোলা, যা কনটেন্ট ক্রিয়েটর এবং তাঁদের কমিউনিটির মধ্যে সমৃদ্ধি ও সুযোগ নিয়ে আসবে।’
শনিবার সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া অফিস ‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট ২০২৫ ’–এর আয়োজন করেছে।
এই সামিট দুবাইয়ের এমিরেটস টাওয়ারস, দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার এবং মিউজিয়াম অব দ্য ফিউচারে অনুষ্ঠিত হচ্ছে। এ বছরের সামিটের মূল থিম ‘কনটেন্ট ফর গুড’।
‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’ বিশ্বব্যাপী কনটেন্ট অর্থনীতির বিকাশে প্রথম এবং বৃহত্তম সম্মেলন। এ বছরের আয়োজনে ১৫ হাজারের বেশি কনটেন্ট ক্রিয়েটর এবং ৪২০ জন বিশিষ্ট বক্তা উপস্থিত থাকবেন। যাদের মধ্যে আছেন প্রভাবশালী ব্যক্তি এবং বিশেষজ্ঞ।
এবারের আয়োজনে বিশ্বখ্যাত ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ও কোম্পানিগুলোর পরিচালনায় ৩০০ টির বেশি বিশেষ লাইভ সেশন অনুষ্ঠিত হচ্ছে।
এই সম্মেলনে বিভিন্ন দেশ ও বয়সের ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং তাঁদের অনুসারীদের সমাগম ঘটেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিরা। তবে এই অনুষ্ঠানে আসন ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। কারণ মন্ত্রিসভার প্রস্তাবিত সদস্যদের সামনে আসন দেওয়া হয়েছিল এসব প্রযুক্তি বিলিনিয়ারদের। এই ঘটনাকে অলিগার্কি (রাষ্ট্রীয় ক্ষমতা গুটিকয়েক
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করার প্রথম দিনেই টিকটকের ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত রাখার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আদেশের মাধ্যমে টিকটককে বিক্রি বা বন্ধ করার জন্য গত বছর মার্কিন কংগ্রেসে পাস হওয়া আইনের কার্যকর ৭৫ দিনের জন্য স্থগিত করা হয়
৪ ঘণ্টা আগেশহরবাসী অনেকে ঘরের বারান্দায় কিংবা ছাদে বাগান করেন। তবে ব্যস্ত জীবনে এর যত্ন নিয়ে পড়তে হয় বিপত্তিতে। কখনো বেশি সময়ের জন্য কোথাও ঘুরতে গেলে গাছে পানি দেওয়া নিয়ে চিন্তার শেষ থাকে না। ফলে শখের গাছগুলো মারা যায়। এমনই এক ঘটনা ঘটেছিল জুবায়ের হোসেনের সঙ্গে। তিন সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রে বেড়াতে যান তিনি।
৬ ঘণ্টা আগেএই গেমিং চেয়ারের ডিজাইন আপনার গেমিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। গেমের পরিবেশের সঙ্গে চেয়ারটিও নড়াচড়া করবে। এ ছাড়া এর মধ্যে ইনবিল্ট স্পিকার রয়েছে। এটি গেমের অডিওকে বাস্তবের মতো শোনার অভিজ্ঞতা দেবে। এটি শুধু অডিও নয়, আপনার শরীরেও এটি বিশেষ অনুভূতি দেবে। এর দাম প্রায় ৩০ হাজার টাকা।
৬ ঘণ্টা আগে