Ajker Patrika

নিয়োগ বিভাগের কয়েক শ কর্মী ছাঁটাই করছে গুগল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ২৪
নিয়োগ বিভাগের কয়েক শ কর্মী ছাঁটাই করছে গুগল

গ্লোবাল রিক্রুটমেন্ট টিম বা বিশ্বজুড়ে কর্মী নিয়োগের দায়িত্বরত বিভাগ থেকে কয়েক শ কর্মী ছাঁটাই করছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। কারণ, সামনের দিনে কোম্পানিটি আগের চেয়ে ধীরে কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

এক প্রতিবেদনে বলা হয়, এটা আসলে কোম্পানি থেকে ছাঁটাই নয়। এই বিভাগের প্রায় বেশির ভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োগ করা হবে। তা ছাড়া কোম্পানির ভেতরে-বাইরে কর্মীদের চাকরি খুঁজে পেতেও সহায়তা করবে অ্যালফাবেট। কোম্পানি গতকাল বুধবার এ ঘোষণা দেয়।

‘বড় প্রযুক্তি’র কোম্পানি হিসেবে অ্যালফাবেটই প্রথম এই প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) একসঙ্গে সর্বোচ্চসংখ্যক কর্মী ছাঁটাই করছে। মহামারি-পরবর্তী অর্থনৈতিক সংকটের মধ্যে ২০২৩ সালের শুরুতে বহু কর্মী ছাঁটাই করেছে মেটা, মাইক্রোসফট ও অ্যামাজন।

অ্যালফাবেটের ১২ হাজার কর্মী ছাঁটাই 
ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যালফাবেট গত জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে, যা কোম্পানির মোট জনবলের প্রায় ৬ শতাংশ।

কর্মসংস্থান কোম্পানি ‘চ্যালেঞ্জার, গ্রে ও ক্রিসমাস’ এক প্রতিবেদনে বলেছে, জুলাইয়ের চেয়ে আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই বেড়েছে তিন গুণেরও বেশি, আর গত বছরের তুলনায় বেড়েছে চার গুণ। 

রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বরে শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেকার ভাতার জন্য দাবি প্রায় ৮ শতাংশ বাড়তে পারে। আগের সাত দিনে এই সংখ্যা ছিল নিম্নমুখী। তখন বেকার ভাতার দাবি ১৩ হাজার কমে ২ লাখ ১৬ হাজারে নেমেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...