ডিজিটাল ছবির কপিরাইট বা মালিকানা চিহ্নিত করতে ছবির ওপর ওয়াটারমার্ক বা জলছাপ যুক্ত করা হয়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ব্যবহারকারী দাবি করছেন, গুগলের নতুন জেমিনি ২.০ মডেল ব্যবহার করে এই জলছাপ সহজেই মুছে ফেলা যায়। এমনকি গেটি ইমেজ থেকে শুরু করে অন্যান্য পরিচিত প্ল্যাটফর্মের স্টক ছবির জলছাপ সহজেই মুছে ফেলে এই মডেল।
সম্প্রতি গুগল তাদের জেমিনি ২.০ ফ্ল্যাশ মডেলের ইমেজ জেনারেশন ফিচারটি আরও সম্প্রসারণ করেছে, যার ফলে এটি ছবি তৈরি ও এডিট করার ক্ষেত্রে বিপুল ক্ষমতা পেয়েছে। তবে, এই মডেলটির মধ্যেও সমস্যা দেখা গেছে। জেমিনি ২.০ ফ্ল্যাশ সহজেই সেলিব্রিটি ও কপিরাইটেড চরিত্রের ছবি তৈরি করতে পারে। সেই সঙ্গে ছবির জলছাপও মুছে ফেলতে পারে।
সোশ্যাল মিডিয়া এক্স ও রেডিটের ব্যবহারকারীরা লক্ষ্য করেন যে, গুগলের জেমিনি ২.০ ফ্ল্যাশ মডেলটি ওয়াটারমার্ক মুছে ফেলার সময় ছবির ওই অংশের ফাঁকা স্থানও নিপুণভাবে পূর্ণ করতে পারে। তবে, এ ক্ষেত্রে মডেলটি সব সময় সফল হয় না। বিশেষ করে কিছু আধা স্বচ্ছ জলছাপ বা বড় আকারের ওয়াটারমার্ক এতটা নিপুণভাবে মুছে ফেলতে পারে না।
অন্যান্য এআই টুলগুলোও জলছাপ মুছে ফেলতে পারলেও জেমিনি ২.০ ফ্ল্যাশ এই কাজে বিশেষভাবে দক্ষ। সেই সঙ্গে এটি বিনা মূল্যে ব্যবহার করা যায়।
এই ফিচারটি বর্তমানে গুগলের ডেভেলপার টুলস, যেমন: এআই স্টুডিও–তে পাওয়া যাচ্ছে। তবে গুগল বলছে, মডেলটির ইমেজ জেনারেশন ফিচারটি বর্তমানে একটি ‘পরীক্ষামূলক’ টুল এবং পূর্ণাঙ্গভাবে ব্যবহারের জন্য প্রস্তুত নয়।
এদিকে, এই ধরনের কার্যকলাপকে কেন্দ্র করে বেশ কিছু কপিরাইট অধিকারী প্রতিষ্ঠানের উদ্বেগ বাড়ছে। যদিও আনথ্রপিকের ‘ক্লড ৩.৭ সনেট’ এবং ওপেনএআই-এর ‘জিপিটি-৪ ও’ মডেলগুলো স্পষ্টভাবে জলছাপ মুছে ফেলতে পারে। তবে কোম্পানি দুটি বিষয়টিকে নৈতিকভাবে সমর্থন করে না। গুগলের জেমিনি ২.০ ফ্ল্যাশ মডেলের এই কাজের প্রতি এখনো কোনো নিষেধাজ্ঞা নেই।
মার্কিন কপিরাইট আইন অনুযায়ী, ছবির মালিকের অনুমতি ছাড়া জলছাপ মুছে ফেলাকে বেআইনি হিসেবে গণ্য হতে পারে এবং বিশেষ কিছু পরিস্থিতির বাইরে এটি অপরাধ হতে পারে।
গুগল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এই প্রযুক্তি নৈতিক ও আইনগত জটিলতার সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
ডিজিটাল ছবির কপিরাইট বা মালিকানা চিহ্নিত করতে ছবির ওপর ওয়াটারমার্ক বা জলছাপ যুক্ত করা হয়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ব্যবহারকারী দাবি করছেন, গুগলের নতুন জেমিনি ২.০ মডেল ব্যবহার করে এই জলছাপ সহজেই মুছে ফেলা যায়। এমনকি গেটি ইমেজ থেকে শুরু করে অন্যান্য পরিচিত প্ল্যাটফর্মের স্টক ছবির জলছাপ সহজেই মুছে ফেলে এই মডেল।
সম্প্রতি গুগল তাদের জেমিনি ২.০ ফ্ল্যাশ মডেলের ইমেজ জেনারেশন ফিচারটি আরও সম্প্রসারণ করেছে, যার ফলে এটি ছবি তৈরি ও এডিট করার ক্ষেত্রে বিপুল ক্ষমতা পেয়েছে। তবে, এই মডেলটির মধ্যেও সমস্যা দেখা গেছে। জেমিনি ২.০ ফ্ল্যাশ সহজেই সেলিব্রিটি ও কপিরাইটেড চরিত্রের ছবি তৈরি করতে পারে। সেই সঙ্গে ছবির জলছাপও মুছে ফেলতে পারে।
সোশ্যাল মিডিয়া এক্স ও রেডিটের ব্যবহারকারীরা লক্ষ্য করেন যে, গুগলের জেমিনি ২.০ ফ্ল্যাশ মডেলটি ওয়াটারমার্ক মুছে ফেলার সময় ছবির ওই অংশের ফাঁকা স্থানও নিপুণভাবে পূর্ণ করতে পারে। তবে, এ ক্ষেত্রে মডেলটি সব সময় সফল হয় না। বিশেষ করে কিছু আধা স্বচ্ছ জলছাপ বা বড় আকারের ওয়াটারমার্ক এতটা নিপুণভাবে মুছে ফেলতে পারে না।
অন্যান্য এআই টুলগুলোও জলছাপ মুছে ফেলতে পারলেও জেমিনি ২.০ ফ্ল্যাশ এই কাজে বিশেষভাবে দক্ষ। সেই সঙ্গে এটি বিনা মূল্যে ব্যবহার করা যায়।
এই ফিচারটি বর্তমানে গুগলের ডেভেলপার টুলস, যেমন: এআই স্টুডিও–তে পাওয়া যাচ্ছে। তবে গুগল বলছে, মডেলটির ইমেজ জেনারেশন ফিচারটি বর্তমানে একটি ‘পরীক্ষামূলক’ টুল এবং পূর্ণাঙ্গভাবে ব্যবহারের জন্য প্রস্তুত নয়।
এদিকে, এই ধরনের কার্যকলাপকে কেন্দ্র করে বেশ কিছু কপিরাইট অধিকারী প্রতিষ্ঠানের উদ্বেগ বাড়ছে। যদিও আনথ্রপিকের ‘ক্লড ৩.৭ সনেট’ এবং ওপেনএআই-এর ‘জিপিটি-৪ ও’ মডেলগুলো স্পষ্টভাবে জলছাপ মুছে ফেলতে পারে। তবে কোম্পানি দুটি বিষয়টিকে নৈতিকভাবে সমর্থন করে না। গুগলের জেমিনি ২.০ ফ্ল্যাশ মডেলের এই কাজের প্রতি এখনো কোনো নিষেধাজ্ঞা নেই।
মার্কিন কপিরাইট আইন অনুযায়ী, ছবির মালিকের অনুমতি ছাড়া জলছাপ মুছে ফেলাকে বেআইনি হিসেবে গণ্য হতে পারে এবং বিশেষ কিছু পরিস্থিতির বাইরে এটি অপরাধ হতে পারে।
গুগল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এই প্রযুক্তি নৈতিক ও আইনগত জটিলতার সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
একসময় ছিল, যখন শুধু কাগজে লেখা প্রিন্ট করাই ছিল বিরাট ব্যাপার। এরপর প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘরে বসেই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে ছোটখাটো মডেল, খেলনা, এমনকি যন্ত্রাংশ তৈরি করা শুরু হলো। তবে এখন সময় এসেছে ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। ওয়ালমার্টের এক্সটেনশন, মেরিন ব্যারাক
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি উপস্থাপক দিয়ে ছয় মাস ধরে অনুষ্ঠান চালিয়েছে অস্ট্রেলিয়ার এক রেডিও স্টেশন। তবে শ্রোতাদের মধ্যে কেউই বিষয়টি টের পায়নি। ‘ওয়ার্কডেজ উইথ থাই’ নামের অনুষ্ঠানটি সম্প্রচার হয় সিডনিভিত্তিক রেডিও স্টেশন সিএডিএ থেকে। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার...
৬ ঘণ্টা আগেনিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংসের জন্য প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের জন্য বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। এই ফান্ডিং রাউন্ডটি সম্পন্ন হলে এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্ববৃহৎ প্রাইভেট ফান্ডিং রাউন্ড হিসেবে বিবেচিত হবে।
৮ ঘণ্টা আগেচীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালি ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই...
৯ ঘণ্টা আগে