
টিকটক গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা এমন একটি চুক্তিতে উপনীত হয়েছে, যার মাধ্যমে জনপ্রিয় এই শর্ট ভিডিও অ্যাপটি যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
ট্রাম্পের প্রথম মেয়াদে নিরাপত্তার কারণ দেখিয়ে টিকটক নিষিদ্ধ করার যে চেষ্টা শুরু হয়েছিল, দীর্ঘদিনের সেই টানাপোড়েনের অবসান ঘটল এই চুক্তির মাধ্যমে।
২০২৫ সালের জানুয়ারির মধ্যে টিকটকের চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স যদি তাদের মার্কিন কার্যক্রম আমেরিকান বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে ব্যর্থ হতো, তাহলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই আইন কার্যকরের সময়সীমা বারবার পিছিয়ে দিয়েছিলেন।
বাইটড্যান্স চীনা কোম্পানি হওয়ায় ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে কয়েক বছর ধরে ওয়াশিংটন টিকটককে তাদের ব্যবসা বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল।
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের আশঙ্কা ছিল, বেইজিং হয়তো কোম্পানিটিকে ব্যবহারকারীদের তথ্য হস্তান্তরে বাধ্য করতে পারে। তবে টিকটক এবং বাইটড্যান্স শুরু থেকেই এই দাবি অস্বীকার করে আসছে।
২০২০ সালে ট্রাম্প প্রথমবার টিকটক নিষিদ্ধের কথা বলেন, যা জো বাইডেনের আমলে আরও গতি পায়। ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট বাইডেন একটি আইনে স্বাক্ষর করেন, যেখানে বলা হয়, বাইটড্যান্সকে হয় টিকটক বিক্রি করতে হবে, না হয় নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
এরই পরিপ্রেক্ষিতে বাইটড্যান্স ও মার্কিন সরকারের মধ্যে আইনি লড়াই শুরু হয় এবং গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে অ্যাপটি ১২ থেকে ১৪ ঘণ্টার জন্য অফলাইন হয়ে গিয়েছিল। পরে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিলে অ্যাপটি আবার সচল হয়।
গত সেপ্টেম্বরে ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রে অ্যাপটি সচল রাখতে তিনি চীনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন।
টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ জানান, গত ডিসেম্বরে আমেরিকান ও বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে টিকটকের মার্কিন ব্যবসা পরিচালনার জন্য চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। টিকটকের সাম্প্রতিক ঘোষণায় এই চুক্তির আরও বিস্তারিত তুলে ধরা হয়।
চুক্তি অনুযায়ী, টিকটক ‘ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। এই প্রতিষ্ঠান বিশেষ ডেটা প্রাইভেসি এবং সাইবার নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে মার্কিন ব্যবহারকারীদের তথ্য, অ্যাপ এবং অ্যালগরিদম সুরক্ষিত রাখবে।
এই চুক্তি নিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘টিকটককে রক্ষা করতে সাহায্য করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলাম থেকে সরকারের রাজস্বে ২ হাজার ৩৭০ কোটি টাকা আয় হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান ৷
২ দিন আগে
শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এবার সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে যুক্তরাজ্য। ব্রিটেন সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা ও জনমত যাচাই শুরু করেছে।
২ দিন আগে
চার্জিং নিয়ে ব্যবহারকারীদের চিরচেনা দুশ্চিন্তা দূর করতে রিয়েলমি এবার বিশ্ববাজারে নিয়ে আসছে ১০ হাজার ১ মিলিঅ্যাম্পিয়ার লং-লাইফ টাইটান ব্যাটারি।
২ দিন আগে
একসময় যুদ্ধ মানে ছিল সৈন্যের মুখোমুখি লড়াই। যুদ্ধক্ষেত্রে জয়-পরাজয় নির্ভর করত সৈন্যসংখ্যা, শারীরিক শক্তি ও সাহসের ওপর। কিন্তু সময় বদলেছে, বদলেছে যুদ্ধের গতি-প্রকৃতি। আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু রণাঙ্গনে সীমাবদ্ধ নেই; ছড়িয়ে পড়েছে মহাকাশ ও ডিজিটাল জগতে।
৪ দিন আগে