অনলাইন ডেস্ক
ম্যাসেজ আদান প্রদানের জন্য ‘শিডিউল মেসেজ’ ফিচার নিয়ে এসেছে মেটা প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কয়েক দিন আগেই তাদের মেসেজ শিডিউল করে রাখতে পারবেন এবং নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে মেসেজগুলো।
এই নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে। যেমন: এখন থেকে বন্ধুর জন্মদিনে সময়মতো শুভেচ্ছা পাঠাতে ভুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। ব্যস্ত সময় বা ভ্রমণের সময়েও নির্ধারিত সময়ে মেসেজ পাঠানো সম্ভব হবে। যারা ইনস্টাগ্রাম পেশাদারি কাজে ব্যবহার করেন, তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী। ব্যবসায়িক বা প্রফেশনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এখন কাস্টমারদের জন্য সময়মতো আপডেট বা প্রোমোশনাল মেসেজ শিডিউল করতে পারবেন। এ ছাড়া বিভিন্ন টাইম জোনে থাকা বন্ধুদের জন্যও এই ফিচার উপকারী।
শিডিউল মেসেজ পাঠানোর পদ্ধতিও বেশ সহজ। প্রথমে যাকে মেসেজ পাঠাতে চান তার চ্যাটথ্রেডটি খুলতে হবে এবং মেসেজ টাইপ করতে হবে। এরপর সেন্ড বাটনের ওপর কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকতে হবে। এর ফলে একটি ক্যালেন্ডার অপশন দেখানো হবে। সেই ক্যালেন্ডার থেকে পছন্দের দিন এবং সময় নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। একবার সময় নির্ধারণ করার পর শিডিউল বাটন ক্লিক করলেই মেসেজটি শিডিউল হয়ে যাবে।
এই নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে। যেমন: এখন থেকে বন্ধুর জন্মদিনে সময়মতো শুভেচ্ছা পাঠাতে ভুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। ব্যস্ত সময় বা ভ্রমণের সময়েও নির্ধারিত সময়ে মেসেজ পাঠানো সম্ভব হবে। যারা ইনস্টাগ্রাম পেশাদারি কাজে ব্যবহার করেন, তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী। ব্যবসায়িক বা প্রফেশনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এখন কাস্টমারদের জন্য সময়মতো আপডেট বা প্রোমোশনাল মেসেজ শিডিউল করতে পারবেন। এ ছাড়া বিভিন্ন টাইম জোনে থাকা বন্ধুদের জন্যও এই ফিচার উপকারী।
কোন মেসেজগুলো শিডিউল করা হয়েছে তা চ্যাট উইন্ডো থেকে দেখা যাবে। এখান থেকে শিডিউল করা সময়ের আগে সেগুলো মুছতেও পারবেন। অবশ্যই একাধিক মেসেজের জন্য এটি করতে পারেন। তবে ২৯ দিন পর্যন্ত আগাম মেসেজ শিডিউল করতে পারবেন ব্যবহারকারীরা। মেটার এই নতুন আপডেট ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের আরও স্মার্ট এবং সময়োপযোগী যোগাযোগের সুযোগ দেবে।
তবে এই ফিচারের মাধ্যমে শুধু টেক্সট মেসেজ শিডিউল করা যাবে। এর মাধ্যমে ছবি, ভিডিও, পোস্ট বা জিআইএফ শিডিউল করে পাঠানো যাবে না। শিডিউল করার ফিচারটি সব ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হচ্ছে। তবে নিজের অ্যাকাউন্টে ফিচারটি না দেখা গেলে পেলে ইনস্টাগ্রামের সর্বশেষ সংস্করণটি ডিভাইসে ইনস্টল করতে হবে।
ব্যবহারকারীরা যেন প্ল্যাটফর্মটিতে বেশি সময় ধরে থাকেন, এ জন্য নিত্যনতুন ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম। এই বছরই অ্যাপটিতে মেটা এআই ব্যবহার করে ইমেজ তৈরি করার ক্ষমতা এবং মেসেজ সম্পাদনা করার অপশন যোগ করেছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
ম্যাসেজ আদান প্রদানের জন্য ‘শিডিউল মেসেজ’ ফিচার নিয়ে এসেছে মেটা প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কয়েক দিন আগেই তাদের মেসেজ শিডিউল করে রাখতে পারবেন এবং নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে মেসেজগুলো।
এই নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে। যেমন: এখন থেকে বন্ধুর জন্মদিনে সময়মতো শুভেচ্ছা পাঠাতে ভুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। ব্যস্ত সময় বা ভ্রমণের সময়েও নির্ধারিত সময়ে মেসেজ পাঠানো সম্ভব হবে। যারা ইনস্টাগ্রাম পেশাদারি কাজে ব্যবহার করেন, তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী। ব্যবসায়িক বা প্রফেশনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এখন কাস্টমারদের জন্য সময়মতো আপডেট বা প্রোমোশনাল মেসেজ শিডিউল করতে পারবেন। এ ছাড়া বিভিন্ন টাইম জোনে থাকা বন্ধুদের জন্যও এই ফিচার উপকারী।
শিডিউল মেসেজ পাঠানোর পদ্ধতিও বেশ সহজ। প্রথমে যাকে মেসেজ পাঠাতে চান তার চ্যাটথ্রেডটি খুলতে হবে এবং মেসেজ টাইপ করতে হবে। এরপর সেন্ড বাটনের ওপর কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকতে হবে। এর ফলে একটি ক্যালেন্ডার অপশন দেখানো হবে। সেই ক্যালেন্ডার থেকে পছন্দের দিন এবং সময় নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। একবার সময় নির্ধারণ করার পর শিডিউল বাটন ক্লিক করলেই মেসেজটি শিডিউল হয়ে যাবে।
এই নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে। যেমন: এখন থেকে বন্ধুর জন্মদিনে সময়মতো শুভেচ্ছা পাঠাতে ভুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। ব্যস্ত সময় বা ভ্রমণের সময়েও নির্ধারিত সময়ে মেসেজ পাঠানো সম্ভব হবে। যারা ইনস্টাগ্রাম পেশাদারি কাজে ব্যবহার করেন, তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী। ব্যবসায়িক বা প্রফেশনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এখন কাস্টমারদের জন্য সময়মতো আপডেট বা প্রোমোশনাল মেসেজ শিডিউল করতে পারবেন। এ ছাড়া বিভিন্ন টাইম জোনে থাকা বন্ধুদের জন্যও এই ফিচার উপকারী।
কোন মেসেজগুলো শিডিউল করা হয়েছে তা চ্যাট উইন্ডো থেকে দেখা যাবে। এখান থেকে শিডিউল করা সময়ের আগে সেগুলো মুছতেও পারবেন। অবশ্যই একাধিক মেসেজের জন্য এটি করতে পারেন। তবে ২৯ দিন পর্যন্ত আগাম মেসেজ শিডিউল করতে পারবেন ব্যবহারকারীরা। মেটার এই নতুন আপডেট ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের আরও স্মার্ট এবং সময়োপযোগী যোগাযোগের সুযোগ দেবে।
তবে এই ফিচারের মাধ্যমে শুধু টেক্সট মেসেজ শিডিউল করা যাবে। এর মাধ্যমে ছবি, ভিডিও, পোস্ট বা জিআইএফ শিডিউল করে পাঠানো যাবে না। শিডিউল করার ফিচারটি সব ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হচ্ছে। তবে নিজের অ্যাকাউন্টে ফিচারটি না দেখা গেলে পেলে ইনস্টাগ্রামের সর্বশেষ সংস্করণটি ডিভাইসে ইনস্টল করতে হবে।
ব্যবহারকারীরা যেন প্ল্যাটফর্মটিতে বেশি সময় ধরে থাকেন, এ জন্য নিত্যনতুন ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম। এই বছরই অ্যাপটিতে মেটা এআই ব্যবহার করে ইমেজ তৈরি করার ক্ষমতা এবং মেসেজ সম্পাদনা করার অপশন যোগ করেছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইসিটি) যৌথ উদ্যোগে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি বুয়েট ক্যাম্পাসে তিন দিনব্যাপী আয়োজিত হয়েছে আইসিটি ফেস্ট ২০২৫। ‘এমপাওয়ারিং সাইবার ট্যালেন্ট অ্যান্ড শোকাসিং
৬ ঘণ্টা আগেএখন শুধু চিপ ডিজাইনার হিসেবে থেমে থাকছে না ব্রিটিশ সেমিকন্ডাক্টর কোম্পানি এআরএম। চলতি বছরে নিজস্ব চিপ উৎপাদন করবে কোম্পানিটি। আর এই টেক জায়ান্টের প্রথম গ্রাহক হবে মেটা।
১ দিন আগেইনস্টাগ্রামের মন্তব্যের পাশে নতুন ‘ডিসলাইক বাটন’ চোখে পড়লে অবাক হওয়ার কিছু নেই। কারণ পরীক্ষামূলকভাবে এই বাটনটি চালু করছে মেটা। এর মাধ্যমে কোনো মন্তব্য পছন্দ না হলে এবং অপ্রাসঙ্গিক হলে তা জানাতে পারবেন ব্যবহারকারীরা। এই ডিসলাইক বাটনটি গোপনভাবে কাজ করবে। অর্থাৎ অন্য কেউ জানবে না যে ওই মন্তব্যটি ডিসলাই
২ দিন আগেচলতি মাসে অ্যাপল একটি নতুন পণ্য নিয়ে আসবে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন কোম্পানিটির সিইও টিম কুক। তিনি নিশ্চিত করেছেন যে, আগামী ১৯ ফেব্রুয়ারি বুধবার একটি নতুন ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। আর কোম্পানিটির পরিবারের নতুন সদস্য হতে পারে সাশ্রয়ী সংস্করণের আইফোন
২ দিন আগে