Ajker Patrika

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ১০ প্রযুক্তি

আয়শা আফরোজা
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৯: ১০
বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ১০ প্রযুক্তি

বর্তমান যুগে প্রায় প্রতিটি ক্ষেত্রে জীবনযাত্রা সহজ ও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রযুক্তি। এই সুবিধা থেকে পিছিয়ে নেই প্রতিবন্ধী ব্যক্তিরাও। প্রযুক্তির ছোঁয়া তাঁদের জীবন এবং প্রতিদিনের বিভিন্ন কাজকে আত্মনির্ভরশীল ও সহজ করে তুলেছে।

স্মার্ট হুইলচেয়ার

হুইলচেয়ার ব্যবহারকারীদের অনেকের জন্য চলাফেরা বড় সমস্যা। তবে স্মার্ট হুইলচেয়ার এসব সমস্যার সমাধান করেছে।

এই হুইলচেয়ারে রয়েছে ভয়েস কন্ট্রোল, অটো-নেভিগেশন এবং স্মার্ট সেন্সর। এর মাধ্যমে ব্যবহারকারী সহজে ও নিরাপদে চলাফেরা করতে পারেন।

googledevice+assistant

ভয়েস অ্যাকটিভেটেড হোম অ্যাসিস্ট্যান্ট

ভয়েস অ্যাকটিভেটেড হোম অ্যাসিস্ট্যান্ট, যেমন গুগল হোম বা আমাজন ইকো, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি দারুণ সহায়ক যন্ত্র। এর মাধ্যমে ভয়েস দিয়ে ঘরের আলো, পাখা, তাপমাত্রা এবং আরও অনেক যন্ত্র নিয়ন্ত্রণ করা যায়।

google-glass1

স্মার্ট গ্লাস

যাঁদের দৃষ্টির সমস্যা বা শ্রবণক্ষমতা কম, তাঁরা স্মার্ট গ্লাস ব্যবহার করতে পারেন। এই গ্লাসগুলোর মধ্যে থাকে টেক্সট-টু-স্পিচ, রিয়েল-টাইম অডিও ডেসক্রিপশন এবং যেকোনো কিছু বড় আকারে দেখার সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারী পরিবেশ এবং অন্য মানুষকে ভালোভাবে পর্যবেক্ষণও করতে পারে।

hq720

ওয়্যারেবল হেলথ মনিটর

প্রতিবন্ধী ব্যক্তির জন্য স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ওয়্যারেবল হেলথ মনিটর এ ক্ষেত্রে অনেক সাহায্য করে। এই ডিভাইসগুলো শরীরের বিভিন্ন অবস্থা; যেমন হৃৎস্পন্দন, শ্বাসপ্রশ্বাস এবং অন্যান্য সমস্যায় স্বাস্থ্যের পরিস্থিতি বুঝতে পারে।

automated-medication-dispenser

অটোমেটেড মেডিকেশন ডিসপেনসার

ওষুধ খাওয়ার সময় ভুলে যাওয়া কিংবা ভুল ডোজ নেওয়া স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। অটোমেটেড মেডিকেশন ডিসপেনসার এই সমস্যার সমাধান দেয়। এই ডিভাইস নির্দিষ্ট সময় অনুযায়ী ওষুধ দেয় এবং যদি ব্যবহারকারী কোনো ডোজ মিস করেন, তাহলে তাঁকে সতর্ক করে। এটি বিশেষভাবে একা থাকা বা স্মৃতিভ্রংশের সমস্যায় থাকা মানুষের জন্য উপকারী।

communication-assistence

অ্যাসিস্টিভ কমিউনিকেশন ডিভাইস

যাঁরা কথা বলতে পারেন না, তাঁদের জন্য রয়েছে অ্যাসিস্টিভ কমিউনিকেশন ডিভাইস। এই ডিভাইসগুলোর মধ্যে থাকে টেক্সট-টু-স্পিচ প্রযুক্তি। ফলে ব্যবহারকারীরা তাঁদের অনুভূতি এবং প্রয়োজনীয়তা সহজে অন্যদের কাছে প্রকাশ করতে পারেন।

walker-smart

ওয়াকার ও স্মার্ট ক্যান

আজকাল প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরা আরও নিরাপদ এবং সহজ করতে ব্যবহার করা হয় স্মার্ট ক্যান ও ওয়াকার। এই ডিভাইসগুলোতে থাকে জিপিএস ট্র্যাকিং। ফলে নিরাপদে চলাচল করা সহজ হয়।

door-opener
door-opener

স্বয়ংক্রিয় দরজা ওপেনার

এই স্বয়ংক্রিয় দরজা ওপেনার একটি সেন্সরের মাধ্যমে কাজ করে। এটি শরীরের গতি শনাক্ত করে। প্রতিবন্ধী ব্যক্তি দরজার কাছে পৌঁছানোমাত্র স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে যায়। এর মাধ্যমে তাঁদের বাড়ির মধ্যে চলাফেরা অনেক সহজ হয়।

Untitled-1

ব্রেইল স্মার্টফোন

দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য ব্রেইল স্মার্টফোন একটি যুগান্তকারী উদ্ভাবন। এই স্মার্টফোনের মাধ্যমে তাঁরা সহজে যোগাযোগ করতে পারেন এবং তাঁদের দৈনন্দিন কাজকর্ম করতে পারেন।

robotic

রোবোটিক হাত ও পা

যাঁরা দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেছেন, তাঁদের জন্য রোবোটিক হাত ও পা আশার আলো দেখিয়েছে। এটি স্বাভাবিক হাত বা পায়ের মতো কাজ করতে সক্ষম।

এই প্রযুক্তিগুলোর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা আরও সহজ জীবনযাপন করতে এবং নিজেকে সক্ষম করে তুলতে পারেন।

সূত্র: বার্ড হোম হেলথ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক প্রকাশ্যে জানালেন, ধূমপান করতে চাচ্ছেন তামিম

রেকর্ড রেমিট্যান্স, তবু প্রবৃদ্ধি নেই রিজার্ভে

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

৪টি জাহাজ কিনতে বাংলাদেশকে ঋণ দেবে চীন: প্রধান উপদেষ্টার কার্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত