প্রযুক্তি ডেস্ক

ব্যবহারকারীদের বিভিন্ন সুবিধা দিতে নিয়মিতই প্ল্যাটফর্মে নতুন নতুন ফিচার আনছে টিকটক কর্তৃপক্ষ। এবার কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ বাড়াতে নতুন সুবিধা নিয়ে আসছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, টিকটক একটি ‘পেওয়াল’ ফিচার বানাচ্ছে। এই ফিচারের ফলে যা কোনো ভিডিওতে প্রবেশের আগে দর্শক এক ডলার (বা নির্মাতার পছন্দের মূল্য) আর্থিক ফি নির্মাতাকে দেওয়ার সুযোগ পাবেন। ফলে প্ল্যাটফর্মের ভিডিও নির্মাতারা বাড়তি আয় করতে পারবেন।
এই ফিচার কীভাবে কাজ করবে, সেটি এখনো পরিষ্কার নয়। তবে, এর মাধ্যমে প্ল্যাটফর্মের নির্মাতারা বিভিন্ন জনপ্রিয় ভিডিও থেকে সরাসরি আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন। প্ল্যাটফর্ম থেকে তুলনামূলক কম আর্থিক ফি পাওয়া নিয়ে অভিযোগ আসায় নিজেদের ‘ক্রিয়েটর ফান্ড’ নতুন করে ঢেলে সাজানো নিয়েও ভাবছে টিকটক কর্তৃপক্ষ।
এর আগে ভিডিও কনটেন্ট নির্মাতাদের আয় বাড়াতে ‘ট্যালেন্ট ম্যানেজার পোর্টাল’ চালু করার কথা জানায় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। পোর্টালটির মাধ্যমে ভিডিও ক্রিয়েটরেরা বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে আরও সহজে বিভিন্ন প্রচারণামূলক চুক্তি করতে পারছেন। ফলে কনটেন্ট নির্মাতাদের আয় বাড়বে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে টিকটক মার্কেটপ্লেসের মাধ্যমে জনপ্রিয় ভিডিও নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে চুক্তি করে থাকে বিভিন্ন ব্র্যান্ড বা প্রতিষ্ঠান। ‘ট্যালেন্ট ম্যানেজার পোর্টাল’ চালু হলে টিকটকে ভিডিও নির্মাতাদের বিভিন্ন কাজের মানও পরখ করার সুযোগ পাবে প্রতিষ্ঠানগুলো।
এ ছাড়া, টিকটকের নীতিমালা অনুযায়ী চুক্তি মোতাবেক ভিডিও নির্মাতা ঠিকমতো কাজ করেছেন কি না বা প্রাপ্য অর্থ পেয়েছেন কি না, তা–ও জানা যাবে নতুন এই পোর্টালের মাধ্যমে। ফলে ভিডিও নির্মাতা ও প্রতিষ্ঠানগুলো কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সহজে চুক্তি করতে পারবে। পোর্টালে প্রতিষ্ঠানগুলো ভিডিও নির্মাতাদের মার্কেটপ্লেসের অ্যাকাউন্টই দেখতে পাবেন, আসল টিকটক অ্যাকাউন্ট নয়।

ব্যবহারকারীদের বিভিন্ন সুবিধা দিতে নিয়মিতই প্ল্যাটফর্মে নতুন নতুন ফিচার আনছে টিকটক কর্তৃপক্ষ। এবার কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ বাড়াতে নতুন সুবিধা নিয়ে আসছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, টিকটক একটি ‘পেওয়াল’ ফিচার বানাচ্ছে। এই ফিচারের ফলে যা কোনো ভিডিওতে প্রবেশের আগে দর্শক এক ডলার (বা নির্মাতার পছন্দের মূল্য) আর্থিক ফি নির্মাতাকে দেওয়ার সুযোগ পাবেন। ফলে প্ল্যাটফর্মের ভিডিও নির্মাতারা বাড়তি আয় করতে পারবেন।
এই ফিচার কীভাবে কাজ করবে, সেটি এখনো পরিষ্কার নয়। তবে, এর মাধ্যমে প্ল্যাটফর্মের নির্মাতারা বিভিন্ন জনপ্রিয় ভিডিও থেকে সরাসরি আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন। প্ল্যাটফর্ম থেকে তুলনামূলক কম আর্থিক ফি পাওয়া নিয়ে অভিযোগ আসায় নিজেদের ‘ক্রিয়েটর ফান্ড’ নতুন করে ঢেলে সাজানো নিয়েও ভাবছে টিকটক কর্তৃপক্ষ।
এর আগে ভিডিও কনটেন্ট নির্মাতাদের আয় বাড়াতে ‘ট্যালেন্ট ম্যানেজার পোর্টাল’ চালু করার কথা জানায় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। পোর্টালটির মাধ্যমে ভিডিও ক্রিয়েটরেরা বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে আরও সহজে বিভিন্ন প্রচারণামূলক চুক্তি করতে পারছেন। ফলে কনটেন্ট নির্মাতাদের আয় বাড়বে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে টিকটক মার্কেটপ্লেসের মাধ্যমে জনপ্রিয় ভিডিও নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে চুক্তি করে থাকে বিভিন্ন ব্র্যান্ড বা প্রতিষ্ঠান। ‘ট্যালেন্ট ম্যানেজার পোর্টাল’ চালু হলে টিকটকে ভিডিও নির্মাতাদের বিভিন্ন কাজের মানও পরখ করার সুযোগ পাবে প্রতিষ্ঠানগুলো।
এ ছাড়া, টিকটকের নীতিমালা অনুযায়ী চুক্তি মোতাবেক ভিডিও নির্মাতা ঠিকমতো কাজ করেছেন কি না বা প্রাপ্য অর্থ পেয়েছেন কি না, তা–ও জানা যাবে নতুন এই পোর্টালের মাধ্যমে। ফলে ভিডিও নির্মাতা ও প্রতিষ্ঠানগুলো কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সহজে চুক্তি করতে পারবে। পোর্টালে প্রতিষ্ঠানগুলো ভিডিও নির্মাতাদের মার্কেটপ্লেসের অ্যাকাউন্টই দেখতে পাবেন, আসল টিকটক অ্যাকাউন্ট নয়।

দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
৩ ঘণ্টা আগে
ইরানের চলমান বিক্ষোভ তীব্র হতে শুরু করলেই দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এরপরও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক ব্যবহার করে অনেকে বিক্ষোভের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিল।
৫ ঘণ্টা আগে
প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বড় আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)। এটি হলো প্রযুক্তির বাণিজ্যিক প্রদর্শনী, যা প্রতিবছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়। পুরো বিশ্বের প্রযুক্তি উদ্ভাবকেরা এখানে আসেন তাঁদের অভিনব সব উদ্ভাবন নিয়ে।
৬ ঘণ্টা আগে
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কোনো ধরনের সামান্য অসতর্কতায় ঘটতে পারে বিপর্যয়। ভুয়া লিংকে ক্লিক, প্রতারণামূলক ফোন কল কিংবা বিভ্রান্তিকর বার্তায় মুহূর্তে হারিয়ে যেতে পারে ব্যক্তিগত ও অফিশিয়াল নথিপত্র, জীবনের সঞ্চয় কিংবা মোবাইল ফোন, মানিব্যাগ কিংবা ল্যাপটপের মতো গুরুত্বপূর্ণ জিনিসপত্র।
৭ ঘণ্টা আগে