
নিরাপত্তার জন্য নিজের অবস্থান প্রিয়জনদের সঙ্গে শেয়ার করেন অনেকেই। বার্তা আদান-প্রদান ছাড়াও লাইভ লোকেশন শেয়ার করার সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। বিশেষ করে নারীরা এই ফিচার ব্যবহার করে উপকার পেতে পারেন।
হোয়াটসঅ্যাপে আপনার বর্তমান অবস্থান শেয়ার করা বেশ সহজ। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে এই সুবিধা পাওয়া যায়।
ফিচারটি ব্যবহার আগে অ্যান্ড্রয়েড ডিভাইসে বা আইফোনের সেটিংসে ‘লোকেশন সার্ভিস’ সক্রিয় করতে হবে। এ ছাড়া ফিচারটি ব্যবহারে সময় অবস্থান শেয়ারের অনুমতি চাওয়ার পপআপ নোটিফিকেশন এলে ‘অ্যালাউ ওয়ান্স’ বা ‘অ্যালাউ হোয়াইল ইউজিং অ্যাপ’ অপশন নির্বাচন করতে হবে।
অ্যান্ড্রয়েড ফোনে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করুন।
২. যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট নির্বাচন করুন।
৩. এবার নিচের দিকে থাকা ‘পেপার ক্লিপ’ আইকোনে ট্যাপ করুন। অপশনটি ক্যামেরা আইকোনের পাশে থাকবে।
৪. ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘লোকেশন’ অপশনে ট্যাপ করুন। ফোনের লোকেশন চালু না থাকলে এই পর্যায়ে তা চালু করতে হবে।
ফিচারটি ব্যবহারে সময় অবস্থান শেয়ারের অনুমতি চাওয়ার পপ আপ নোটিফিকেশন এলে ‘অ্যালাউ ওয়ান্স’ বা ‘অ্যালাউ হোয়াইল ইউজিং অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৫. এরপর ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশন নির্বাচন করুন।
৬. নিচের দিকে ইচ্ছামতো সময়সীমাও বেছে নেওয়ার অপশনও রয়েছে। ১৫ মিনিট, ১ ঘণ্টা বা ৮ ঘণ্টার মধ্যে থেকে পছন্দের সময়সীমা বেছে নিন।
সেই সময় পর্যন্ত আপনার লোকেশন প্রাপক জানতে পারবে।
৭. শেয়ার করা লোকেশনের সঙ্গে কোনো কিছু লিখতে চাইলে নিচের টেক্সট বক্সে লিখুন।
৮. এরপর নিচের ডান দিকে থাকা সবুজ রঙের ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
আইফোনে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করুন।
২. যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট নির্বাচন করুন।
৩. চ্যাট স্ক্রিনের নিচে বাম পাশে + আইকনে ট্যাপ করুন।
৪. একটি মেনু চালু হলে লোকেশন অপশনে ট্যাপ করুন। ফোনের লোকেশন চালু না থাকলে এই পর্যায়ে তা চালু করতে হবে। ফিচারটি ব্যবহারে সময় অবস্থান শেয়ারের অনুমতি চাওয়ার পপ আপ নোটিফিকেশন এলে ‘অ্যালাউ ওয়ান্স’ বা ‘অ্যালাউ হোয়াইল ইউজিং অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৫. এখন ‘শেয়ার লাইভ লোকেশন’ নির্বাচন করুন।
৬. লোকেশন শেয়ারের একটি সময়সীমা নির্বাচন করুন–১৫ মিনিট, ১ ঘণ্টা বা ৮ ঘণ্টা।
৭. যদি প্রয়োজন হয় নিচের টেক্সট বক্সের মাধ্যমে একটি মন্তব্য যোগ করুন। তারপর ‘সেন্ড’ বাটনে ট্যাপ করে লোকেশন শেয়ার করুন।
লাইভ লোকেশন শেয়ার বন্ধ করবেন যেভাবে
যখন আপনার গন্তব্যে নিরাপদে পৌঁছে যাবেন, তখন আপনি প্রাপকের সঙ্গে আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করতে পারেন। এ ছাড়া নির্ধারিত সময়ের আগেও লোকেশন শেয়ার করা বন্ধ করে দিতেও পারা যায়। এজন্য হোয়াটসঅ্যাপের এ লাইভ লোকেশন মেসেজের নিচে থাকা ‘স্টপ শেয়ারিং’ বাটনে ট্যাপ করুন। এর মাধ্যমে সঙ্গে সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ। প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড ও আইওএসে প্রায় একই।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও বিবম

নিরাপত্তার জন্য নিজের অবস্থান প্রিয়জনদের সঙ্গে শেয়ার করেন অনেকেই। বার্তা আদান-প্রদান ছাড়াও লাইভ লোকেশন শেয়ার করার সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। বিশেষ করে নারীরা এই ফিচার ব্যবহার করে উপকার পেতে পারেন।
হোয়াটসঅ্যাপে আপনার বর্তমান অবস্থান শেয়ার করা বেশ সহজ। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে এই সুবিধা পাওয়া যায়।
ফিচারটি ব্যবহার আগে অ্যান্ড্রয়েড ডিভাইসে বা আইফোনের সেটিংসে ‘লোকেশন সার্ভিস’ সক্রিয় করতে হবে। এ ছাড়া ফিচারটি ব্যবহারে সময় অবস্থান শেয়ারের অনুমতি চাওয়ার পপআপ নোটিফিকেশন এলে ‘অ্যালাউ ওয়ান্স’ বা ‘অ্যালাউ হোয়াইল ইউজিং অ্যাপ’ অপশন নির্বাচন করতে হবে।
অ্যান্ড্রয়েড ফোনে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করুন।
২. যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট নির্বাচন করুন।
৩. এবার নিচের দিকে থাকা ‘পেপার ক্লিপ’ আইকোনে ট্যাপ করুন। অপশনটি ক্যামেরা আইকোনের পাশে থাকবে।
৪. ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘লোকেশন’ অপশনে ট্যাপ করুন। ফোনের লোকেশন চালু না থাকলে এই পর্যায়ে তা চালু করতে হবে।
ফিচারটি ব্যবহারে সময় অবস্থান শেয়ারের অনুমতি চাওয়ার পপ আপ নোটিফিকেশন এলে ‘অ্যালাউ ওয়ান্স’ বা ‘অ্যালাউ হোয়াইল ইউজিং অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৫. এরপর ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশন নির্বাচন করুন।
৬. নিচের দিকে ইচ্ছামতো সময়সীমাও বেছে নেওয়ার অপশনও রয়েছে। ১৫ মিনিট, ১ ঘণ্টা বা ৮ ঘণ্টার মধ্যে থেকে পছন্দের সময়সীমা বেছে নিন।
সেই সময় পর্যন্ত আপনার লোকেশন প্রাপক জানতে পারবে।
৭. শেয়ার করা লোকেশনের সঙ্গে কোনো কিছু লিখতে চাইলে নিচের টেক্সট বক্সে লিখুন।
৮. এরপর নিচের ডান দিকে থাকা সবুজ রঙের ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
আইফোনে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করুন।
২. যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট নির্বাচন করুন।
৩. চ্যাট স্ক্রিনের নিচে বাম পাশে + আইকনে ট্যাপ করুন।
৪. একটি মেনু চালু হলে লোকেশন অপশনে ট্যাপ করুন। ফোনের লোকেশন চালু না থাকলে এই পর্যায়ে তা চালু করতে হবে। ফিচারটি ব্যবহারে সময় অবস্থান শেয়ারের অনুমতি চাওয়ার পপ আপ নোটিফিকেশন এলে ‘অ্যালাউ ওয়ান্স’ বা ‘অ্যালাউ হোয়াইল ইউজিং অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৫. এখন ‘শেয়ার লাইভ লোকেশন’ নির্বাচন করুন।
৬. লোকেশন শেয়ারের একটি সময়সীমা নির্বাচন করুন–১৫ মিনিট, ১ ঘণ্টা বা ৮ ঘণ্টা।
৭. যদি প্রয়োজন হয় নিচের টেক্সট বক্সের মাধ্যমে একটি মন্তব্য যোগ করুন। তারপর ‘সেন্ড’ বাটনে ট্যাপ করে লোকেশন শেয়ার করুন।
লাইভ লোকেশন শেয়ার বন্ধ করবেন যেভাবে
যখন আপনার গন্তব্যে নিরাপদে পৌঁছে যাবেন, তখন আপনি প্রাপকের সঙ্গে আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করতে পারেন। এ ছাড়া নির্ধারিত সময়ের আগেও লোকেশন শেয়ার করা বন্ধ করে দিতেও পারা যায়। এজন্য হোয়াটসঅ্যাপের এ লাইভ লোকেশন মেসেজের নিচে থাকা ‘স্টপ শেয়ারিং’ বাটনে ট্যাপ করুন। এর মাধ্যমে সঙ্গে সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ। প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড ও আইওএসে প্রায় একই।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও বিবম

নিউইয়র্কে করা এই মামলায় বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাঁদের যৌন নিপীড়ন করে।
১ দিন আগে
কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৩ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
৪ দিন আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
৪ দিন আগে