Ajker Patrika

ভারতের মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করল টুইটার

ভারতের মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করল টুইটার

ভারতের মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এখন থেকে এ দুই অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে টুইটার সদর দপ্তর।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতে টুইটারের তিনটি অফিস ছিল। প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্কের ব্যয় সংকোচন নীতির কারণে মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করে দেওয়ার এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভারতের প্রযুক্তির শহর খ্যাত বেঙ্গালুরুতে কার্যালয় চালু রেখেছে টুইটার। বেঙ্গালুরু শাখার অধিকাংশ কর্মীই প্রকৌশলী।

গত বছরের অক্টোবরে টুইটার অধিগ্রহণের পর অবিলম্বে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছিলেন ইলন মাস্ক। এর এক সপ্তাহ পরেই কোম্পানির মোট ৭ হাজার ৫০০ জন কর্মীর প্রায় অর্ধেকই ছাঁটাই করেন তিনি। মূলত কোম্পানিয় ব্যয় সংকোচনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেন বলে জানান মাস্ক। 

গত বছরের শেষ দিকে বড় ধরনের কর্মী ছাঁটাই করেন মাস্ক। হিসাব অনুযায়ী, টুইটারে কর্মরত ভারতের ৯০ শতাংশ অর্থাৎ দুই শতাধিক কর্মী সেসময় ছাঁটাইয়ের শিকার হন। সবশেষ টুইটারের আয়ারল্যান্ড ও সিঙ্গাপুর অফিসের গ্রাহক সুরক্ষা দলের (ট্রাস্ট অ্যান্ড সেফটি টিম) ১২ জনের বেশি কর্মীকে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...