প্রযুক্তি ডেস্ক

বারবার নানা সংকটের কথা সামনে এলেও অটোমোবাইল কোম্পানিগুলোর গাড়ি বিক্রিতে কিন্তু তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না। বিএমডব্লিউ যেমন, ২০২১ সালে তাদের এ যাবৎকালের সর্বোচ্চসংখ্যক যানবাহন সরবরাহ করেছে। আজ বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে এই জার্মান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। গত বছর বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির সরবরাহ করা যানবাহনের সংখ্যা ২২ লাখ ১০ হাজার।
চিপ সংকটসহ নানা ধরনের সংকটের কথা বেশ কিছু দিন ধরেই বলে আসছিল অটোমোবাইল কোম্পানিগুলো। কিন্তু ২০২১ সালের হিসাব টানার পর দেখা গেছে, পোরশে, রোলস রয়েস থেকে শুরু করে নামজাদা সবগুলো গাড়ির ব্র্যান্ডের গাড়ি বিক্রি গত বছর বেড়েছে। আর বিএমডব্লিউ তো রীতিমতো রেকর্ড করল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ২২ লাখ ১৩ হাজার ৭৯৫টি গাড়ি সরবরাহ করেছে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি। গত বছরের শেষ প্রান্তিকেই শুধু বিক্রি হয়েছে ৫ লাখ ১০ হাজারের বেশি গাড়ি। এর মধ্যে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে আগের বছরের তুলনায় দ্বিগুণ।
বিএমডব্লিউর বিবৃতিতে বলা হয়, গত বছর শুধু যুক্তরাষ্ট্রেই বিএমডব্লিউর বিভিন্ন মডেলের গাড়ি বিক্রি হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৬৪৪টি, যা করোনাভাইরাস শুরুর আগের বছর ২০১৯ সালের তুলনায় ২০ দশমিক ৮ শতাংশ বেশি। গত বছর দেশটিতে বিক্রি হওয়া বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের গাড়িগুলোর মধ্যে এক্স মডেলের গাড়িই বিক্রি হয়েছে ৬০ শতাংশের বেশি। আর বেলজিয়ামে তো বিএমডব্লিউ রীতিমতো বাজিমাত করেছে। ইতিহাসে এই প্রথম ইউরোপের এই দেশের গাড়ির বাজারে শীর্ষ স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।

বারবার নানা সংকটের কথা সামনে এলেও অটোমোবাইল কোম্পানিগুলোর গাড়ি বিক্রিতে কিন্তু তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না। বিএমডব্লিউ যেমন, ২০২১ সালে তাদের এ যাবৎকালের সর্বোচ্চসংখ্যক যানবাহন সরবরাহ করেছে। আজ বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে এই জার্মান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। গত বছর বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির সরবরাহ করা যানবাহনের সংখ্যা ২২ লাখ ১০ হাজার।
চিপ সংকটসহ নানা ধরনের সংকটের কথা বেশ কিছু দিন ধরেই বলে আসছিল অটোমোবাইল কোম্পানিগুলো। কিন্তু ২০২১ সালের হিসাব টানার পর দেখা গেছে, পোরশে, রোলস রয়েস থেকে শুরু করে নামজাদা সবগুলো গাড়ির ব্র্যান্ডের গাড়ি বিক্রি গত বছর বেড়েছে। আর বিএমডব্লিউ তো রীতিমতো রেকর্ড করল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ২২ লাখ ১৩ হাজার ৭৯৫টি গাড়ি সরবরাহ করেছে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি। গত বছরের শেষ প্রান্তিকেই শুধু বিক্রি হয়েছে ৫ লাখ ১০ হাজারের বেশি গাড়ি। এর মধ্যে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে আগের বছরের তুলনায় দ্বিগুণ।
বিএমডব্লিউর বিবৃতিতে বলা হয়, গত বছর শুধু যুক্তরাষ্ট্রেই বিএমডব্লিউর বিভিন্ন মডেলের গাড়ি বিক্রি হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৬৪৪টি, যা করোনাভাইরাস শুরুর আগের বছর ২০১৯ সালের তুলনায় ২০ দশমিক ৮ শতাংশ বেশি। গত বছর দেশটিতে বিক্রি হওয়া বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের গাড়িগুলোর মধ্যে এক্স মডেলের গাড়িই বিক্রি হয়েছে ৬০ শতাংশের বেশি। আর বেলজিয়ামে তো বিএমডব্লিউ রীতিমতো বাজিমাত করেছে। ইতিহাসে এই প্রথম ইউরোপের এই দেশের গাড়ির বাজারে শীর্ষ স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।

অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ার এক মাস পার হয়েছে। দীর্ঘ কয়েক বছরের মধ্যে এই প্রথম নিজেকে মুক্ত অনুভব করছে অ্যামি। ১৪ বছর বয়সী এই কিশোরী জানাল, সে এখন ফোন থেকে বিচ্ছিন্ন থাকতে পারছে এবং তার দৈনন্দিন রুটিন বদলে গেছে।
৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই-এর চ্যাটবট চ্যাটজিপিটির কাছে স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন অনেকেই করে থাকেন। তবে সেই স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ মানার বিষয়ে ওপেনএআই অনেকবারই সতর্ক করেছে। তবে স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের চাহিদা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকায় এবার নতুন এক সেবা নিয়েছে ওপেনএআই।
২ দিন আগে
উবার তাদের বৈশ্বিক রাইড-শেয়ার প্ল্যাটফর্মে যুক্ত করতে যাচ্ছে নতুন প্রজন্মের কাস্টম রোবোট্যাক্সি। সোমবার লাস ভেগাসে এই স্বচালিত যান উন্মোচন করে প্রতিষ্ঠানটি। গুগল-মালিকানাধীন ওয়েমোর ঘাঁটি সান ফ্রান্সিসকো থেকেই রোবোট্যাক্সি সেবা চালুর পরিকল্পনা করেছে উবার।
৪ দিন আগে
একটা সময় ছিল, যখন প্রযুক্তি মানে ছিল শুধু যন্ত্র। আজ সেই ধারণা বদলে গেছে। প্রযুক্তি এখন আমাদের সঙ্গী, সহকর্মী, এমনকি কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণকারীও। ঘুম ভাঙা থেকে শুরু করে অফিসের কাজ, চিকিৎসা, পড়াশোনা, কেনাকাটা—সবখানেই এখন প্রযুক্তির ছোঁয়া।
৫ দিন আগে