অনলাইন ডেস্ক
চলতি বছরে আরেকটি বড় পদক্ষেপ নিল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। কয়েক দিন আগে ও৩ মিনি মডেল প্রকাশের পর গত রোববার রাতে নতুন একটি ফিচার উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ফিচারটি নাম হলো ‘ডিপ রিসার্চ’। এই নতুন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি এখন হাজারো ওয়েবসাইট এবং অনলাইন উৎস থেকে তথ্য সংগ্রহ করে গবেষণামূলক বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি করে দেবে। পেশাদার গবেষক দলের কাজের সমতুল্য হবে এসব প্রতিবেদন।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু টেক্সটভিত্তিক প্রশ্নই করতে পারবেন না, তাঁরা পিডিএফ বা স্প্রেডশিট ফাইলও আপলোড করতে পারবেন। তারপর, এই তথ্য বিশ্লেষণে ৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত সময় নিবে চ্যাটজিপিটি এবং একটি সাইড প্যানেলে তার কাজের অগ্রগতি ও উৎস সম্পর্কে ব্যবহারকারীকে অবহিত করবে। ওপেনএআই দাবি করে জানায়, ফিচারটি এমন কাজ সম্পন্ন করে যা একজন মানুষ সম্পাদনে বহু ঘণ্টা সময় নেবে, কিন্তু এটি কেবল কয়েক মিনিটেই তা করে ফেলে।
ওপেনএআইর প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো—একটি মডেল তৈরি করা যা নিজে থেকে নতুন জ্ঞান আবিষ্কার করতে সক্ষম হবে। এটি আমাদের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) রোডম্যাপের একটি মূল উপাদান।’
তবে, এই ফিচারের কিছু সীমাবদ্ধতা এখনো রয়েছে। চ্যাটজিপিটি গভীর গবেষণা করার সময় কখনো কখনো ভুল তথ্য বা অদ্ভুত সিদ্ধান্ত নিতে পারে। তবে বাজারে থাকা অন্যান্য মডেলগুলোর তুলনায় চ্যাটজিপিটিতে এই ধরনের ভুল কম হয়। এ ছাড়া, কখনো কখনো তা প্রামাণিক তথ্য এবং গুজবের মধ্যে পার্থক্য করতে পারবে না, এবং কিছু ফরম্যাটিং ত্রুটি থাকতে পারে। তবে ওপেনএআই আশা করছে যে, আরও ব্যবহার এবং সময়ের সঙ্গে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।
গুগলের অ্যাডভান্সড স্যুটের সঙ্গে ডিপ রিসার্চ ফিচারের কিছু মিল রয়েছে। তবে, একটি বড় পার্থক্য হল গুগল এর এই ফিচারটির জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে ২০ ডলার খরচ করতে হয়। অপরদিকে ওপেনএআইয়ের এই ফিচার ব্যবহারের জন্য প্রতি মাসে ২০০ ডলার দামের প্রো প্ল্যানে সাবস্ক্রিপশনের প্রয়োজন।
ওপেনএআই আরও জানায়, বর্তমানে এই ফিচারটি চ্যাটজিপিটিতে কম্পিউটেশনের জন্য অত্যন্ত ভারী, এ জন্য প্রো ব্যবহারকারীদের জন্য ১০০টি প্রশ্নের সীমা আরোপ করা হয়েছে।
তবে, ভবিষ্যতে আরও সাশ্রয়ী মডেল নিয়ে আসার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের জন্য কম খরচে সীমা বৃদ্ধি করা সম্ভব হবে।
ডিপ রিসার্চ ফিচারটি এখনো ইউরোপের দেশগুলোর জন্য চালু হয়নি। বিশেষ করে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত দেশগুলোতে এটি চালু হয়নি। ওপেনএআই জানিয়েছে, আগামী মাসে প্লাস ব্যবহারকারীদের জন্য এই টুলটি পরীক্ষামূলকভাবে চালু হবে, তবে এর আগে নিরাপত্তাবিষয়ক পরীক্ষা–নিরীক্ষা পরিচালনা করা হবে।
তথ্যসূত্র: এনগেজেট
চলতি বছরে আরেকটি বড় পদক্ষেপ নিল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। কয়েক দিন আগে ও৩ মিনি মডেল প্রকাশের পর গত রোববার রাতে নতুন একটি ফিচার উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ফিচারটি নাম হলো ‘ডিপ রিসার্চ’। এই নতুন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি এখন হাজারো ওয়েবসাইট এবং অনলাইন উৎস থেকে তথ্য সংগ্রহ করে গবেষণামূলক বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি করে দেবে। পেশাদার গবেষক দলের কাজের সমতুল্য হবে এসব প্রতিবেদন।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু টেক্সটভিত্তিক প্রশ্নই করতে পারবেন না, তাঁরা পিডিএফ বা স্প্রেডশিট ফাইলও আপলোড করতে পারবেন। তারপর, এই তথ্য বিশ্লেষণে ৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত সময় নিবে চ্যাটজিপিটি এবং একটি সাইড প্যানেলে তার কাজের অগ্রগতি ও উৎস সম্পর্কে ব্যবহারকারীকে অবহিত করবে। ওপেনএআই দাবি করে জানায়, ফিচারটি এমন কাজ সম্পন্ন করে যা একজন মানুষ সম্পাদনে বহু ঘণ্টা সময় নেবে, কিন্তু এটি কেবল কয়েক মিনিটেই তা করে ফেলে।
ওপেনএআইর প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো—একটি মডেল তৈরি করা যা নিজে থেকে নতুন জ্ঞান আবিষ্কার করতে সক্ষম হবে। এটি আমাদের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) রোডম্যাপের একটি মূল উপাদান।’
তবে, এই ফিচারের কিছু সীমাবদ্ধতা এখনো রয়েছে। চ্যাটজিপিটি গভীর গবেষণা করার সময় কখনো কখনো ভুল তথ্য বা অদ্ভুত সিদ্ধান্ত নিতে পারে। তবে বাজারে থাকা অন্যান্য মডেলগুলোর তুলনায় চ্যাটজিপিটিতে এই ধরনের ভুল কম হয়। এ ছাড়া, কখনো কখনো তা প্রামাণিক তথ্য এবং গুজবের মধ্যে পার্থক্য করতে পারবে না, এবং কিছু ফরম্যাটিং ত্রুটি থাকতে পারে। তবে ওপেনএআই আশা করছে যে, আরও ব্যবহার এবং সময়ের সঙ্গে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।
গুগলের অ্যাডভান্সড স্যুটের সঙ্গে ডিপ রিসার্চ ফিচারের কিছু মিল রয়েছে। তবে, একটি বড় পার্থক্য হল গুগল এর এই ফিচারটির জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে ২০ ডলার খরচ করতে হয়। অপরদিকে ওপেনএআইয়ের এই ফিচার ব্যবহারের জন্য প্রতি মাসে ২০০ ডলার দামের প্রো প্ল্যানে সাবস্ক্রিপশনের প্রয়োজন।
ওপেনএআই আরও জানায়, বর্তমানে এই ফিচারটি চ্যাটজিপিটিতে কম্পিউটেশনের জন্য অত্যন্ত ভারী, এ জন্য প্রো ব্যবহারকারীদের জন্য ১০০টি প্রশ্নের সীমা আরোপ করা হয়েছে।
তবে, ভবিষ্যতে আরও সাশ্রয়ী মডেল নিয়ে আসার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের জন্য কম খরচে সীমা বৃদ্ধি করা সম্ভব হবে।
ডিপ রিসার্চ ফিচারটি এখনো ইউরোপের দেশগুলোর জন্য চালু হয়নি। বিশেষ করে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত দেশগুলোতে এটি চালু হয়নি। ওপেনএআই জানিয়েছে, আগামী মাসে প্লাস ব্যবহারকারীদের জন্য এই টুলটি পরীক্ষামূলকভাবে চালু হবে, তবে এর আগে নিরাপত্তাবিষয়ক পরীক্ষা–নিরীক্ষা পরিচালনা করা হবে।
তথ্যসূত্র: এনগেজেট
চলতি বছর বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় মেহেদী হাসান খানের সঙ্গে আরও তিনজন একুশে পদক পেতে যাচ্ছেন। যাঁরা মেহেদী হাসানের সঙ্গে অভ্র কি বোর্ড তৈরিতে যুক্ত ছিলেন। আজ রোববার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিভায়েড ফেসবুকে এ কথা জানান।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে নিষিদ্ধের হাত থেকে টিকটককে বাঁচিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বরাবর এই চীনা সংস্থার মার্কিন মালিকানা দেশেই রাখার পক্ষে বলে এসেছেন। ধারণা করা হচ্ছিল, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনবেন।
১ দিন আগেতখন কম্পিউটারে বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার বিজয়। কিন্তু ইন্টারনেটে বাংলা লেখার জন্য সেটি কোনো কাজের ছিল না। ইউনিকোড না থাকায় বিজয় ক্রমেই অকেজো হয়ে পড়ছিল। সেই নতুন সময়ের দাবিতেই এল ‘অভ্র’। মেহদী হাসান খান নামের এক তরুণ সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তৈরি করলেন অভ্র সফটওয়্যার।
৩ দিন আগেবিশ্বের প্রযুক্তির ইতিহাসে ২০০০ থেকে ২০০৯ সাল ছিল এক বিশাল পরিবর্তনের যুগ। দৈনন্দিন জীবনকে বদলে দেওয়ার পাশাপাশি সমাজ, সংস্কৃতি এবং অর্থনীতির কাঠামোকেই নতুন করে সাজিয়ে দিয়েছে এই দশকের বেশ কিছু উদ্ভাবন। দুনিয়া কাঁপানো সেই প্রযুক্তিগুলো এক নজরে দেখে নেওয়া যাক...
৩ দিন আগে