অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছেন আগামী সোমবার অথবা মঙ্গলবার। তাঁর দাবি, অ্যাপটির মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্র ‘প্রায় একটি চুক্তিতে’ পৌঁছে গেছে।
গতকাল শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা সোমবার বা মঙ্গলবার শুরু করব। হয়তো চীনের প্রেসিডেন্ট শি বা তাঁর কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলব। তবে আমাদের চুক্তিটি প্রায় হয়েই গেছে।’
গত মাসে টিকটকের যুক্তরাষ্ট্রের অংশ বিক্রির সময়সীমা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেন ট্রাম্প। এ বছরের শুরুতে এমন একটি পরিকল্পনা করা হয়েছিল, যাতে টিকটকের যুক্তরাষ্ট্র শাখাকে আলাদা করে নতুন একটি মার্কিন কোম্পানি বানানো হতো। এই কোম্পানির মালিকানা ও নিয়ন্ত্রণ থাকত পুরোপুরি মার্কিন বিনিয়োগকারীদের হাতে। তবে ট্রাম্প চীনা পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন জানায়, তারা এই চুক্তি অনুমোদন করবে না। ফলে পুরো প্রক্রিয়াটিই থেমে যায়।
ট্রাম্প বলেন, চুক্তিটি চূড়ান্ত করতে হলে সম্ভবত চীনের অনুমোদন লাগবে।
চীন কি এতে রাজি হবে—এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আত্মবিশ্বাসী নই, তবে আমি মনে করি তারা রাজি হবে। প্রেসিডেন্ট শি ও আমার মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে এবং আমি মনে করি এটি চীনের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো।’
এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিল, টিকটক কিনতে চান ‘অত্যন্ত ধনী একদল মানুষ’। সে সময় ট্রাম্প বলেন, ‘টিকটকের জন্য আমাদের একজন ক্রেতা রয়েছে। আমি মনে করি, এর জন্য চীনের অনুমোদন প্রয়োজন হবে এবং প্রেসিডেন্ট সি চিন পিং তা দেবেন বলেই মনে করি।’
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছিল টিকটক। কারণ, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভাইজারি কনট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।
তবে বন্ধের ১২ ঘণ্টা পরেই আবার টিকটকে প্রবেশ করতে পেরেছিলেন মার্কিন নাগরিকেরা।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে টিকটকের মেয়াদ প্রথমে এপ্রিলের শুরুতে বাড়িয়েছিলেন তিনি, এরপর দ্বিতীয় দফায় আবারও ১৯ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেন।
তথ্যসূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছেন আগামী সোমবার অথবা মঙ্গলবার। তাঁর দাবি, অ্যাপটির মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্র ‘প্রায় একটি চুক্তিতে’ পৌঁছে গেছে।
গতকাল শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা সোমবার বা মঙ্গলবার শুরু করব। হয়তো চীনের প্রেসিডেন্ট শি বা তাঁর কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলব। তবে আমাদের চুক্তিটি প্রায় হয়েই গেছে।’
গত মাসে টিকটকের যুক্তরাষ্ট্রের অংশ বিক্রির সময়সীমা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেন ট্রাম্প। এ বছরের শুরুতে এমন একটি পরিকল্পনা করা হয়েছিল, যাতে টিকটকের যুক্তরাষ্ট্র শাখাকে আলাদা করে নতুন একটি মার্কিন কোম্পানি বানানো হতো। এই কোম্পানির মালিকানা ও নিয়ন্ত্রণ থাকত পুরোপুরি মার্কিন বিনিয়োগকারীদের হাতে। তবে ট্রাম্প চীনা পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন জানায়, তারা এই চুক্তি অনুমোদন করবে না। ফলে পুরো প্রক্রিয়াটিই থেমে যায়।
ট্রাম্প বলেন, চুক্তিটি চূড়ান্ত করতে হলে সম্ভবত চীনের অনুমোদন লাগবে।
চীন কি এতে রাজি হবে—এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আত্মবিশ্বাসী নই, তবে আমি মনে করি তারা রাজি হবে। প্রেসিডেন্ট শি ও আমার মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে এবং আমি মনে করি এটি চীনের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো।’
এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিল, টিকটক কিনতে চান ‘অত্যন্ত ধনী একদল মানুষ’। সে সময় ট্রাম্প বলেন, ‘টিকটকের জন্য আমাদের একজন ক্রেতা রয়েছে। আমি মনে করি, এর জন্য চীনের অনুমোদন প্রয়োজন হবে এবং প্রেসিডেন্ট সি চিন পিং তা দেবেন বলেই মনে করি।’
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছিল টিকটক। কারণ, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভাইজারি কনট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।
তবে বন্ধের ১২ ঘণ্টা পরেই আবার টিকটকে প্রবেশ করতে পেরেছিলেন মার্কিন নাগরিকেরা।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে টিকটকের মেয়াদ প্রথমে এপ্রিলের শুরুতে বাড়িয়েছিলেন তিনি, এরপর দ্বিতীয় দফায় আবারও ১৯ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেন।
তথ্যসূত্র: রয়টার্স
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
১৫ ঘণ্টা আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
১৮ ঘণ্টা আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
২০ ঘণ্টা আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১ দিন আগে