
আপিলে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ান ওপেন খেলার আর কোনো সম্ভাবনা নেই রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের। বাস্তবতা বুঝতে পেরে জোকোভিচও আর সময় নষ্ট করেননি। অস্ট্রেলিয়া ছেড়ে উড়াল দিয়েছেন দুবাইয়ের উদ্দেশ্যে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় এমিরেটসের একটি ফ্লাইটে মেলবোর্ন ত্যাগ করেন তিনি।
এর আগে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক বিশেষ ক্ষমতা বলে দ্বিতীয়বার জোকোভিচের ভিসা বাতিল করেছিলেন। করোনার টিকা ছাড়া অস্ট্রেলিয়ায় অবস্থান করা যাবে না-অস্ট্রেলিয়ান সরকারের এমন সিদ্ধান্তের ওপর বহাল থাকার সিদ্ধান্ত দেয় অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টও।
এক বিবৃতিতে অ্যালেক্স হক জানান, জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত জনস্বার্থেই নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর এবার তো বটেই পরের তিন বছর অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না তিনি। জোকোভিচ অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন।
আইনি লড়াইয়ে হারের পর এক প্রতিক্রিয়ায় জোকোভিচ বলেন, ‘আদালতের ফলাফলের শুনানি নিয়ে আমি সংক্ষিপ্ত একটি বিবৃতি দিতে চাই। পরবর্তী মন্তব্য করার আগে আমি বিশ্রাম নিতে চাইব এবং সেরে উঠতে নিজেকে সময় দেব।’
রায় নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে জোকোভিচ আরও বলেন, ‘মন্ত্রীর দেওয়া আমার ভিসা বাতিলের সিদ্ধান্তের বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য আমার করা আবেদন খারিজ হওয়াতে আমি অত্যন্ত হতাশ। যার অর্থ হচ্ছে, আমি আর অস্ট্রেলিয়ায় থাকতে পারব না এবং অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে পারব না। আমি আদালতের রায়ের প্রতি সম্মান জানাচ্ছি এবং এই দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করব।’

আপিলে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ান ওপেন খেলার আর কোনো সম্ভাবনা নেই রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের। বাস্তবতা বুঝতে পেরে জোকোভিচও আর সময় নষ্ট করেননি। অস্ট্রেলিয়া ছেড়ে উড়াল দিয়েছেন দুবাইয়ের উদ্দেশ্যে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় এমিরেটসের একটি ফ্লাইটে মেলবোর্ন ত্যাগ করেন তিনি।
এর আগে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক বিশেষ ক্ষমতা বলে দ্বিতীয়বার জোকোভিচের ভিসা বাতিল করেছিলেন। করোনার টিকা ছাড়া অস্ট্রেলিয়ায় অবস্থান করা যাবে না-অস্ট্রেলিয়ান সরকারের এমন সিদ্ধান্তের ওপর বহাল থাকার সিদ্ধান্ত দেয় অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টও।
এক বিবৃতিতে অ্যালেক্স হক জানান, জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত জনস্বার্থেই নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর এবার তো বটেই পরের তিন বছর অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না তিনি। জোকোভিচ অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন।
আইনি লড়াইয়ে হারের পর এক প্রতিক্রিয়ায় জোকোভিচ বলেন, ‘আদালতের ফলাফলের শুনানি নিয়ে আমি সংক্ষিপ্ত একটি বিবৃতি দিতে চাই। পরবর্তী মন্তব্য করার আগে আমি বিশ্রাম নিতে চাইব এবং সেরে উঠতে নিজেকে সময় দেব।’
রায় নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে জোকোভিচ আরও বলেন, ‘মন্ত্রীর দেওয়া আমার ভিসা বাতিলের সিদ্ধান্তের বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য আমার করা আবেদন খারিজ হওয়াতে আমি অত্যন্ত হতাশ। যার অর্থ হচ্ছে, আমি আর অস্ট্রেলিয়ায় থাকতে পারব না এবং অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে পারব না। আমি আদালতের রায়ের প্রতি সম্মান জানাচ্ছি এবং এই দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করব।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর ঝড় উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনে। পরশু নাজমুলের সংবাদমাধ্যমকে বলা কথা ছড়িয়ে পড়লে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তাঁর (নাজমুল) পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন। সেদিন যা ঘোষণ
১৬ মিনিট আগে
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর ওপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে, সেটা তিনিই ভালো যাচ্ছেন। পরশু রাতে ক্রিকেটারদের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ক্রিকেট বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন, সেদিন রাতেই মিঠু ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে
১ ঘণ্টা আগে
বছরের শুরুতে দেশের ক্রিকেটে টালমাটাল অবস্থা এমন কবে দেখা গেছে, সেটা জানতে অনেকে নিশ্চয়ই গুগল করা শুরু করেছেন। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তো রয়েছেই। পাশাপাশি যোগ হয়েছে মোহাম্মদ মিঠুন-মেহেদী হাসান মিরাজদের সাময়িক খেলা স্থগিত।
১ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে ক্রিকেটারদের ধর্মঘট আগেও দেখা গেছে। তবে এবার যেন ছাড়িয়ে গেল অতীতের সবকিছু। আন্তর্জাতিক পর্যায়ের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলের ম্যাচ হয়নি ক্রিকেটারদের বয়কটের সিদ্ধান্তে।
৮ ঘণ্টা আগে