
মন্টে কার্লো মাস্টার্স থেকে এত দ্রুত বিদায় নেবেন নোভাক জোকোভিচ, হয়তো কল্পনাও করেনি কেউ। কিন্তু গতকাল ফ্রান্সের টুর্নামেন্টটি তা-ই হয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন টেনিসের এক নম্বর তারকা।
জোকোভিচ ম্যাচটি হেরেছেন লরেঞ্জো মুসেত্তি নামে একজন অখ্যাত টেনিস খেলোয়াড়ের কাছে। যাঁর পেশাদার ক্যারিয়ারে কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কোনো নজির নেই। এমনকি এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টের ফাইনালেও উঠতে পারেননি ২১ বছর বয়সী উদীয়মান তারকা।
বয়স যেহেতু কম, সেহেতু ভবিষ্যতে নিশ্চয়ই চ্যাম্পিয়নের স্বপ্ন পূরণ হবে মুসেত্তির। কেননা, রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচকে হারিয়ে টেনিস বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সার্বিয়ান তারকাকে হারিয়ে নিজেরও স্বপ্ন পূরণ করেছেন ইতালিয়ান টেনিস তারকা। শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল জোকোভিচকে হারানোর।
মুসেত্তির চেয়ে শক্তি, সামর্থ্য ও অভিজ্ঞতা—সব দিক থেকেই এগিয়ে জোকোভিচ। শেষ ষোলোর প্রথম সেটেও তারই প্রমাণ পাওয়া যাচ্ছিল। ৪-৬ গেমে হারিয়ে দুর্দান্ত শুরু করেন সার্বিয়ান তারকা। কিন্তু ফিরতি দুই সেটে লড়াই করে প্রতিপক্ষের কাছে হেরে বসেন তিনি। দ্বিতীয় সেটে ৭-৫ গেমে জিতে সমতায় ফেরেন র্যাঙ্কিংয়ের ২১ নম্বর তারকা মুসেত্তি। আর ম্যাচ নির্ধারণী সেটে ৬-৪ গেমে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করেন।
ম্যাচ জয়ের পর মুসেত্তি বলেছেন, ‘কান্না না করার জন্য সংগ্রাম করছি। এটি একটি আবেগপূর্ণ জয়। কারণ এটি সত্যি দীর্ঘ ম্যাচ ছিল। নিজেকে নিয়ে গর্বিত এবং পর্দায় দেখতে পাচ্ছি কান্না না করার জন্য সংগ্রাম করছি। এটি আমার জন্য একটি স্বপ্ন।’
অন্যদিকে টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন জোকোভিচ প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মনে করি না, হারটা বিপর্যয়ের ছিল। তবে এই মুহূর্তে আমার অনুভূতি খারাপ, কারণ ম্যাচ হেরেছি। তাকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ সময়ে সে শক্ত ছিল, এতটুকুই বলতে পারি।’

মন্টে কার্লো মাস্টার্স থেকে এত দ্রুত বিদায় নেবেন নোভাক জোকোভিচ, হয়তো কল্পনাও করেনি কেউ। কিন্তু গতকাল ফ্রান্সের টুর্নামেন্টটি তা-ই হয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন টেনিসের এক নম্বর তারকা।
জোকোভিচ ম্যাচটি হেরেছেন লরেঞ্জো মুসেত্তি নামে একজন অখ্যাত টেনিস খেলোয়াড়ের কাছে। যাঁর পেশাদার ক্যারিয়ারে কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কোনো নজির নেই। এমনকি এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টের ফাইনালেও উঠতে পারেননি ২১ বছর বয়সী উদীয়মান তারকা।
বয়স যেহেতু কম, সেহেতু ভবিষ্যতে নিশ্চয়ই চ্যাম্পিয়নের স্বপ্ন পূরণ হবে মুসেত্তির। কেননা, রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচকে হারিয়ে টেনিস বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সার্বিয়ান তারকাকে হারিয়ে নিজেরও স্বপ্ন পূরণ করেছেন ইতালিয়ান টেনিস তারকা। শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল জোকোভিচকে হারানোর।
মুসেত্তির চেয়ে শক্তি, সামর্থ্য ও অভিজ্ঞতা—সব দিক থেকেই এগিয়ে জোকোভিচ। শেষ ষোলোর প্রথম সেটেও তারই প্রমাণ পাওয়া যাচ্ছিল। ৪-৬ গেমে হারিয়ে দুর্দান্ত শুরু করেন সার্বিয়ান তারকা। কিন্তু ফিরতি দুই সেটে লড়াই করে প্রতিপক্ষের কাছে হেরে বসেন তিনি। দ্বিতীয় সেটে ৭-৫ গেমে জিতে সমতায় ফেরেন র্যাঙ্কিংয়ের ২১ নম্বর তারকা মুসেত্তি। আর ম্যাচ নির্ধারণী সেটে ৬-৪ গেমে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করেন।
ম্যাচ জয়ের পর মুসেত্তি বলেছেন, ‘কান্না না করার জন্য সংগ্রাম করছি। এটি একটি আবেগপূর্ণ জয়। কারণ এটি সত্যি দীর্ঘ ম্যাচ ছিল। নিজেকে নিয়ে গর্বিত এবং পর্দায় দেখতে পাচ্ছি কান্না না করার জন্য সংগ্রাম করছি। এটি আমার জন্য একটি স্বপ্ন।’
অন্যদিকে টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন জোকোভিচ প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মনে করি না, হারটা বিপর্যয়ের ছিল। তবে এই মুহূর্তে আমার অনুভূতি খারাপ, কারণ ম্যাচ হেরেছি। তাকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ সময়ে সে শক্ত ছিল, এতটুকুই বলতে পারি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২৫ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
৩৩ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে