অয়ন রায়

ঢাকা: বার্সেলোনা ওপেন, ইতালিয়ান ওপেন জিতে রাফায়েল নাদাল এখন হুংকার ছেড়ে বলতেই পারেন—খেলা হবে! ৩০ মে থেকে খেলা হবে!
নাদালের বলাটা অস্বাভাবিকও নয়! বার্সেলোনা, রোমে নাদাল খেলে এসেছেন ক্লে (মাটির) কোর্টে। যা তাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছে ৩০ মে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেন জিততে। আর মাটির কোর্ট মানেই নাদালের বিজয়ের হাসি—এই তো গত দুই দশকে নিয়মিত দেখে আসছে টেনিস বিশ্ব। রোলাঁ গাঁরোতে ধারাবাহিক বিজয় নিশান উড়িয়ে রাফা নিজেকে প্রতিষ্ঠা করেছেন মাটির কোর্টের রাজা হিসেবে। কেন তিনি মাটির কোর্টে সফল—এ নিয়ে গবেষণা কম হয়নি। আরেকটি ফ্রেঞ্চ ওপেনের আগে প্রসঙ্গটা তাই আবার আসছে।
অভ্যস্ততা
স্পেনের অধিকাংশ টেনিস কোর্টই মাটির। পুরো স্পেনে এক লাখের ওপর লাল মাটির কোর্ট রয়েছে! রাফার জন্ম–বেড়ে ওঠা স্পেনে, তিনি শৈশব থেকেই ক্লে কোর্টে খেলে অভ্যস্ত। স্পেনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মাটির কোর্টে নিয়মিত টেনিস আয়োজনেরও উপযোগী। এ ধরনের আবহাওয়ায় সারা বছরই টেনিস খেলা সম্ভব।
ফোরহ্যান্ড শটে অনন্য
রাফার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ফোরহ্যান্ড শট। সঙ্গে দ্রুত নড়াচড়া করার সক্ষমতা তাঁকে মাটির কোর্টে সফল হতে সহায়তা করেছে। তিনি যেমন আগ্রাসী, তেমনি তাঁর ধৈর্যও প্রশংসনীয়। ফোরহ্যান্ড শট খেলে রাফা খুব সহজেই প্রতিপক্ষকে বোকা বানাতে পারেন। দ্রুত ফিরতি শট খেলা ঘাসের কোর্টের চেয়ে মাটির কোর্টে বলের গতি একটু কম থাকে। যেটা নাদালের বাড়তি একটা সুবিধা। যেহেতু তিনি ফোরহ্যান্ড শট ভালো খেলেন, ক্লে কোর্টে বাড়তি বাউন্স পাওয়া যায়, যেটা রাফাকে ফিরতি শট খুব দ্রুত খেলতে সহায়তা করে।
বাঁহাতি হওয়ার সুবিধা
নাদালের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাঁহাতি। ব্যাকহ্যান্ড শট খেলতে বাড়তি সুবিধা পান তিনি। যেটা তাঁকে বল দ্রুত স্পিন করতে সাহায্য করে, যা খুব সহজেই প্রতিপক্ষকে ধোঁকা দিতে সহায়তা করে। ডান হাতি হলে রাফা হয়তো এই সুবিধা কম পেতেন।

ঢাকা: বার্সেলোনা ওপেন, ইতালিয়ান ওপেন জিতে রাফায়েল নাদাল এখন হুংকার ছেড়ে বলতেই পারেন—খেলা হবে! ৩০ মে থেকে খেলা হবে!
নাদালের বলাটা অস্বাভাবিকও নয়! বার্সেলোনা, রোমে নাদাল খেলে এসেছেন ক্লে (মাটির) কোর্টে। যা তাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছে ৩০ মে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেন জিততে। আর মাটির কোর্ট মানেই নাদালের বিজয়ের হাসি—এই তো গত দুই দশকে নিয়মিত দেখে আসছে টেনিস বিশ্ব। রোলাঁ গাঁরোতে ধারাবাহিক বিজয় নিশান উড়িয়ে রাফা নিজেকে প্রতিষ্ঠা করেছেন মাটির কোর্টের রাজা হিসেবে। কেন তিনি মাটির কোর্টে সফল—এ নিয়ে গবেষণা কম হয়নি। আরেকটি ফ্রেঞ্চ ওপেনের আগে প্রসঙ্গটা তাই আবার আসছে।
অভ্যস্ততা
স্পেনের অধিকাংশ টেনিস কোর্টই মাটির। পুরো স্পেনে এক লাখের ওপর লাল মাটির কোর্ট রয়েছে! রাফার জন্ম–বেড়ে ওঠা স্পেনে, তিনি শৈশব থেকেই ক্লে কোর্টে খেলে অভ্যস্ত। স্পেনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মাটির কোর্টে নিয়মিত টেনিস আয়োজনেরও উপযোগী। এ ধরনের আবহাওয়ায় সারা বছরই টেনিস খেলা সম্ভব।
ফোরহ্যান্ড শটে অনন্য
রাফার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ফোরহ্যান্ড শট। সঙ্গে দ্রুত নড়াচড়া করার সক্ষমতা তাঁকে মাটির কোর্টে সফল হতে সহায়তা করেছে। তিনি যেমন আগ্রাসী, তেমনি তাঁর ধৈর্যও প্রশংসনীয়। ফোরহ্যান্ড শট খেলে রাফা খুব সহজেই প্রতিপক্ষকে বোকা বানাতে পারেন। দ্রুত ফিরতি শট খেলা ঘাসের কোর্টের চেয়ে মাটির কোর্টে বলের গতি একটু কম থাকে। যেটা নাদালের বাড়তি একটা সুবিধা। যেহেতু তিনি ফোরহ্যান্ড শট ভালো খেলেন, ক্লে কোর্টে বাড়তি বাউন্স পাওয়া যায়, যেটা রাফাকে ফিরতি শট খুব দ্রুত খেলতে সহায়তা করে।
বাঁহাতি হওয়ার সুবিধা
নাদালের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাঁহাতি। ব্যাকহ্যান্ড শট খেলতে বাড়তি সুবিধা পান তিনি। যেটা তাঁকে বল দ্রুত স্পিন করতে সাহায্য করে, যা খুব সহজেই প্রতিপক্ষকে ধোঁকা দিতে সহায়তা করে। ডান হাতি হলে রাফা হয়তো এই সুবিধা কম পেতেন।

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
২৬ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৮ ঘণ্টা আগে