
চোটের কারণে রাফায়েল নাদালের উইম্বলডন খেলা নিয়েই ছিল শঙ্কা। সেই তিনিই কাল কোয়ার্টার ফাইনালে ৪ ঘণ্টা ২০ মিনিটের রোমাঞ্চ উপহার দিয়ে উঠে গেলেন সেমিফাইনালে। ২৪ বছর বয়সী টেলর ফ্রিজের বিপক্ষে দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত লড়ে নাদাল জিতেছেন ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬(১০-৪) গেমে।
চোটগ্রস্ত নাদালকে ম্যাচের মধ্যেও চোট চোখ রাঙাচ্ছিল। প্রথম সেটে তাই সুবিধা করতে পারেননি। দ্বিতীয় সেটের মাঝপথে চোটের কারণে কোর্ট ছেড়ে গিয়ে মেডিকেল টাইম-আউট নিতে হয় ৩৬ বছর বয়সী এই স্প্যানিশ তারকাকে। এমনকি তাঁর বাবা তাঁকে খেলা চালিয়ে না যাওয়ার অনুরোধও করেছিলেন। কিন্তু নাদাল তাঁর বাবার অনুরোধ কানে নেননি। দর্শকদের বিপুল করতালির মধ্যে ফিরে আসেন কোর্টে। দ্বিতীয় সেট জিতে সমতা টানেন ম্যাচে।
চোট নিয়ে লড়াইয়ের মানসিকতা নাদালের জন্য নতুন কিছু নয়। ম্যাচ শেষে তিনি বলেন, ‘তারা আমাকে ম্যাচের মধ্যেই জানিয়েছিল আমার অবসর নেওয়া প্রয়োজন। কিন্তু ম্যাচের মধ্যে অবসরের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন ছিল। আর এটা এমন নয় যে, এমন পরামর্শ আমি নতুন পেলাম। আমার টেনিস-জীবনে অনেকবারই এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। এটা এমন এক বিষয়, যা আমি ঘৃণা করি। তাই আমি চালিয়ে যেতে চেয়েছি এবং সেটাই করেছি।’
এ অবস্থায় খেলা চালিয়ে যান নাদাল। তৃতীয় সেট হেরে আবারও পিছিয়ে পড়েন। চতুর্থ সেটেও পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ম্যাচে ফিরে লড়াইটা শেষ সেটে নেন নাদাল। প্রায় সাড়ে ৪ ঘণ্টা ম্যারাথনের শেষ সেটেও শেষ হাসি হাসেন নাদাল। তবে কাজটা তাঁর জন্য সহজ ছিল না। ম্যাচ শেষে নিজের অভিজ্ঞতা নিয়ে নাদাল বলেন, ‘সত্যি বলতে, চিকিৎসা বিরতিতে খুব একটা কিছু করার ছিল না চিকিৎসকদের। তারা আমার কাছে এসে কিছু ব্যথানাশক ওষুধ দিল, ফিজিও পেশিকে কিছুটা শিথিল রাখার চেষ্টা করল, তবে এটা কঠিন ছিল। কোনো কিছুই চূড়ান্ত নয়, যখন আপনি এমন একটি সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। আমি শুধু নিজেকে একটি সুযোগ দিতে চেয়েছি। কারণ টুর্নামেন্টটা ছেড়ে দেওয়া আমার জন্য সহজ নয়। উইম্বলডন ছাড়া আমার জন্য সহজ নয়, ব্যথা যতই তীব্র হোক না কেন।’

চোটের কারণে রাফায়েল নাদালের উইম্বলডন খেলা নিয়েই ছিল শঙ্কা। সেই তিনিই কাল কোয়ার্টার ফাইনালে ৪ ঘণ্টা ২০ মিনিটের রোমাঞ্চ উপহার দিয়ে উঠে গেলেন সেমিফাইনালে। ২৪ বছর বয়সী টেলর ফ্রিজের বিপক্ষে দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত লড়ে নাদাল জিতেছেন ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬(১০-৪) গেমে।
চোটগ্রস্ত নাদালকে ম্যাচের মধ্যেও চোট চোখ রাঙাচ্ছিল। প্রথম সেটে তাই সুবিধা করতে পারেননি। দ্বিতীয় সেটের মাঝপথে চোটের কারণে কোর্ট ছেড়ে গিয়ে মেডিকেল টাইম-আউট নিতে হয় ৩৬ বছর বয়সী এই স্প্যানিশ তারকাকে। এমনকি তাঁর বাবা তাঁকে খেলা চালিয়ে না যাওয়ার অনুরোধও করেছিলেন। কিন্তু নাদাল তাঁর বাবার অনুরোধ কানে নেননি। দর্শকদের বিপুল করতালির মধ্যে ফিরে আসেন কোর্টে। দ্বিতীয় সেট জিতে সমতা টানেন ম্যাচে।
চোট নিয়ে লড়াইয়ের মানসিকতা নাদালের জন্য নতুন কিছু নয়। ম্যাচ শেষে তিনি বলেন, ‘তারা আমাকে ম্যাচের মধ্যেই জানিয়েছিল আমার অবসর নেওয়া প্রয়োজন। কিন্তু ম্যাচের মধ্যে অবসরের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন ছিল। আর এটা এমন নয় যে, এমন পরামর্শ আমি নতুন পেলাম। আমার টেনিস-জীবনে অনেকবারই এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। এটা এমন এক বিষয়, যা আমি ঘৃণা করি। তাই আমি চালিয়ে যেতে চেয়েছি এবং সেটাই করেছি।’
এ অবস্থায় খেলা চালিয়ে যান নাদাল। তৃতীয় সেট হেরে আবারও পিছিয়ে পড়েন। চতুর্থ সেটেও পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ম্যাচে ফিরে লড়াইটা শেষ সেটে নেন নাদাল। প্রায় সাড়ে ৪ ঘণ্টা ম্যারাথনের শেষ সেটেও শেষ হাসি হাসেন নাদাল। তবে কাজটা তাঁর জন্য সহজ ছিল না। ম্যাচ শেষে নিজের অভিজ্ঞতা নিয়ে নাদাল বলেন, ‘সত্যি বলতে, চিকিৎসা বিরতিতে খুব একটা কিছু করার ছিল না চিকিৎসকদের। তারা আমার কাছে এসে কিছু ব্যথানাশক ওষুধ দিল, ফিজিও পেশিকে কিছুটা শিথিল রাখার চেষ্টা করল, তবে এটা কঠিন ছিল। কোনো কিছুই চূড়ান্ত নয়, যখন আপনি এমন একটি সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। আমি শুধু নিজেকে একটি সুযোগ দিতে চেয়েছি। কারণ টুর্নামেন্টটা ছেড়ে দেওয়া আমার জন্য সহজ নয়। উইম্বলডন ছাড়া আমার জন্য সহজ নয়, ব্যথা যতই তীব্র হোক না কেন।’

দীপক চাহারের বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারলেন মেহেদী হাসান মিরাজ। বল সীমানার দড়ি ছোঁয়ার আগেই মেহেদী হাসান মিরাজ শূন্যে উড়লেন। বাংলাদেশ ক্রিকেটের ডাগআউটে তখন উল্লাস। ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের কথা যে বলা হয়েছে, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন।
৩৩ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর ঝড় উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনে। পরশু নাজমুলের সংবাদমাধ্যমকে বলা কথা ছড়িয়ে পড়লে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তাঁর (নাজমুল) পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন। সেদিন যা
২ ঘণ্টা আগে
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠুর ওপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে, সেটা তিনিই ভালো জানেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের পর পরশু রাতে ক্রিকেটারদের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন যখন ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছিলেন
২ ঘণ্টা আগে
বছরের শুরুতে দেশের ক্রিকেটে টালমাটাল অবস্থা এমন কবে দেখা গেছে, সেটা জানতে অনেকে নিশ্চয়ই গুগল করা শুরু করেছেন। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তো রয়েছেই। পাশাপাশি যোগ হয়েছে মোহাম্মদ মিঠুন-মেহেদী হাসান মিরাজদের সাময়িক খেলা স্থগিত।
৩ ঘণ্টা আগে