
টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলেন রজার ফেদেরার। ফিটনেসের কারণে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী এই টেনিস মহাতারকা।
এর আগে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন টেনিসের বর্তমান সময়ের আরেক বড় নাম রাফায়েল নাদাল। টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সেরেনা উইলিয়ামসও। সেরেনা অলিম্পিকে না থাকার কারণ স্পষ্টভাবে জাননি। নাদাল বলেছিলেন ক্যারিয়ার লম্বা করতেই টোকিও অলিম্পিক না খেলে ওই সময়টায় ফিটনেস নিয়ে কাজ করতে চান তিনি। ফেদেরারের বিষয়টা অবশ্য তিনি নিজেই পরিষ্কার করেছেন। ইনস্টাগ্রামে ফেড এক্সপ্রেস লিখেছেন, ‘ঘাসের কোর্টে খেলার সময় আমার হাঁটুতে চোট লাগে। এই মুহূর্তে তাই টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানো ছাড়া উপায় নেই।’
অলিম্পিক খেলতে না পারায় নিজের হতাশার কথাও জানিয়েছেন ফেদেরার। অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করার এই সুযোগ দারুণভাবে মিস করবেন তিনি। তবে আশা করছেন দ্রুত ফিট হয়ে কোর্টে ফিরতে পারবেন। ফেদেরার বলেছেন, `সুইজারল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে গৌরবের। আমি যখনই দেশের হয়ে খেলতে নামি, সেটি আমার ক্যারিয়ারের উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়। আমি ইতিমধ্যে সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আছি। আশা করি এই গ্রীষ্মের শেষ দিকে কোর্টে ফিরতে পারব। সুইজারল্যান্ডের গোটা দলের জন্য আমার শুভকামনা রইল।’
উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে অপ্রত্যাশিতভাবে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছিলেন রজার ফেদেরার। সেন্টার কোর্টে তিনি নিজের স্বাভাবিক খেলা যে খেলতে পারছেন না, সেটি বোঝা গিয়েছিল টুর্নামেন্টের শেষ আটের ফলাফল দেখেই। খালি চোখেই তখন তার ফিটনেস দুর্বলতা স্পষ্টভাবে ধরা পড়েছিল।

টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলেন রজার ফেদেরার। ফিটনেসের কারণে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী এই টেনিস মহাতারকা।
এর আগে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন টেনিসের বর্তমান সময়ের আরেক বড় নাম রাফায়েল নাদাল। টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সেরেনা উইলিয়ামসও। সেরেনা অলিম্পিকে না থাকার কারণ স্পষ্টভাবে জাননি। নাদাল বলেছিলেন ক্যারিয়ার লম্বা করতেই টোকিও অলিম্পিক না খেলে ওই সময়টায় ফিটনেস নিয়ে কাজ করতে চান তিনি। ফেদেরারের বিষয়টা অবশ্য তিনি নিজেই পরিষ্কার করেছেন। ইনস্টাগ্রামে ফেড এক্সপ্রেস লিখেছেন, ‘ঘাসের কোর্টে খেলার সময় আমার হাঁটুতে চোট লাগে। এই মুহূর্তে তাই টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানো ছাড়া উপায় নেই।’
অলিম্পিক খেলতে না পারায় নিজের হতাশার কথাও জানিয়েছেন ফেদেরার। অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করার এই সুযোগ দারুণভাবে মিস করবেন তিনি। তবে আশা করছেন দ্রুত ফিট হয়ে কোর্টে ফিরতে পারবেন। ফেদেরার বলেছেন, `সুইজারল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে গৌরবের। আমি যখনই দেশের হয়ে খেলতে নামি, সেটি আমার ক্যারিয়ারের উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়। আমি ইতিমধ্যে সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আছি। আশা করি এই গ্রীষ্মের শেষ দিকে কোর্টে ফিরতে পারব। সুইজারল্যান্ডের গোটা দলের জন্য আমার শুভকামনা রইল।’
উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে অপ্রত্যাশিতভাবে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছিলেন রজার ফেদেরার। সেন্টার কোর্টে তিনি নিজের স্বাভাবিক খেলা যে খেলতে পারছেন না, সেটি বোঝা গিয়েছিল টুর্নামেন্টের শেষ আটের ফলাফল দেখেই। খালি চোখেই তখন তার ফিটনেস দুর্বলতা স্পষ্টভাবে ধরা পড়েছিল।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে