Ajker Patrika

‘২৩’ করে সবার ওপরে জোকোভিচ

‘২৩’ করে সবার ওপরে জোকোভিচ

প্রথম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন ক্যাসপার রুড। সেটির বিপরীতে অভিজ্ঞ নোভাক জোকোভিচ অভিজ্ঞতার পুরোটা দিয়ে নিজেকে নিংড়ে দিলেন। দ্বিতীয় সেট জিতে নিলেন সহজেই। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেছিলেন রুড। তবে সেটি টাইব্রেকারে যাওয়ার আগেই জোকোভিচ জিতে যান ৭-৬ (৭-১),৬-৪, ৭-৫ গেমে। 

এই এক জয়েই ইতিহাসে নাম লেখালেন জোকোভিচ। ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ে ছাড়িয়ে গেলেন সবাইকে। ২২টি করে ট্রফি নিয়ে এত দিন এই রেকর্ডের যৌথ মালিক ছিলেন রাফায়েল নাদালের সঙ্গে তিনি। গতকালের জয়ে নিজের শিরোপাসংখ্যা ২৩-এ উন্নীত করে রেকর্ডটি নিজের করে নিলেন। ফ্রেঞ্চ ওপেনে এটি জোকোভিচের তৃতীয় শিরোপা। এর আগে তিনি রোঁলা গারোয় ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ২০১৬ ও ২০২১ সালে। 

সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পর আরও এক অনন্য রেকর্ডের হাতছানি ৩৬ বছর বয়সী জোকোভিচের সামনে। ১৯৬৯ সালের পর ছেলেদের টেনিসে কোনো প্রতিযোগীই বছরের চারটি গ্র্যান্ড স্লামের সব কটিই কেউ জিততে পারেননি। অস্ট্রেলিয়ান ওপেনের পর ফ্রেঞ্চ ওপেন জিতে এবার সে পথেই এগোচ্ছেন সার্বিয়ান তারকা। বছরের বাকি দুটি গ্র্যান্ড স্লাম উইম্বলডন ও ইউএস ওপেন জিতলেই গড়বেন ‘ক্যালেন্ডার স্লামে’র রেকর্ডও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

সাফল্য পেতে বছরের শুরু থেকে বাদ দিন এই ৭ অভ্যাস

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

লিটারে ২ টাকা করে কমল ডিজেল অকটেন পেট্রল ও কেরোসিনের দাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত