নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইয়ানিক সিনারের শেষ সার্ভটি ফেরানোর চেষ্টা করেও নেট পার করতে পারলেন না কার্লোস আলকারাস। তাতেই উইম্বলডন পেল নতুন রাজা। প্রথম সেট পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে গতকাল ৪-৬,৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতলেন সিনার। ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামে এটিই কোনো ইতালিয়ান খেলোয়াড়ের প্রথম শিরোপা।
প্রথম সেট ৬-৪ গেমে জিতে গেলেন কার্লোস আলকারাস। তখন মনে হয়েছিল এবারও উইম্বলডনের শিরোপা জিতবেন বাইশ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। জায়গা করে নেবেন রজার ফেদেরার, বিয়ন বোর্গ, পিট সাম্প্রাসদের কাতারে। যারা কমপক্ষে টানা তিনটি করে উইম্বলডন জিতেছেন। কিন্তু প্রতিপক্ষ এই প্রজন্মের ‘ঝঞ্ঝার মতো উদ্দাম’ ২৩ বছর বয়সী ইয়ানিক সিনার, তখন ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যায় না।
গত ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও লড়েছিলেন কার্লোস আলকারাস ও ইয়ানিক সিনার। সেই টুর্নামেন্টের রেকর্ড ৫ ঘণ্টা ২৯ মিনিট লম্বা লড়াইয়ে শেষ কাব্যিক সে ফাইনালটি জিতেছিলেন আলকারাসই। কিন্তু গতকাল সেন্টার কোর্টে এগিয়ে গিয়েও জিততে পারলেন না স্প্যানিশ তারকা। এদিন অবশ্য এই প্রজন্মের সেরা দুই তারকার লড়াইটি স্থায়ী হয়েছিল ৩ ঘণ্টা ৪মিনিট।
প্রথম সেটে পিছিয়ে পড়া সিনার পরের দুটি সেট জেতেন ৬-৪,৬-৪ গেমে। সিনারের প্রবল প্রতিরোধের মুখে কিছু অপ্রস্তুতও হয়ে পড়েন আলকালাস। শেষ পর্যন্ত তিনি হেরে যান। এই হারে উইম্বলডনে টানা তিনটি শিরোপা জেতা হলো না। তবে তাঁর বয়স খুব কম। কে জানে একদিন হয়তো হতেও পারে।
আলকারাসের এই হার কিংবা সিনারের এই জয় ছাপিয়ে সামনে এসেছে দুজনের ব্যক্তি দ্বৈরথ। ব্যক্তি দ্বৈরথ সব সময়ই সব খেলারই প্রাণ। ফুটবলে লিওনেল মেসি-ক্রিস্টিয়ানোর দ্বৈরথ এক সময় ছিল ফুটবলের বড় আকর্ষন। অ্যাথলেটিকসে এক সময় ছিল কার্ল লুইস-বেন জনসন, কিংবা উসাইন বোল্ট-জাস্টিন গ্যাটলিন দ্বৈরথ। টেনিসেও ফেদেরার-নাদাল, নাদাল-জোকোভিচ মাতিয়ে রাখত টেনিসকে। বিশ্ব টেনিসে এখন এসে গেছে সিনার-আলকারাস দ্বৈরথ।
উন্মুক্ত যুগের টেনিসে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের পর দ্বিতীয় জুটি হিসেবে একই মৌসুমের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালে উঠে এসেছিলেন সিনার-আলকারাস।
এখন থেকে আরও গ্র্যান্ড স্লামের ফাইনালে এই জুটিকে দেখার আশা করাটা একটু বাড়াবাড়ি হবে না।

ইয়ানিক সিনারের শেষ সার্ভটি ফেরানোর চেষ্টা করেও নেট পার করতে পারলেন না কার্লোস আলকারাস। তাতেই উইম্বলডন পেল নতুন রাজা। প্রথম সেট পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে গতকাল ৪-৬,৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতলেন সিনার। ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামে এটিই কোনো ইতালিয়ান খেলোয়াড়ের প্রথম শিরোপা।
প্রথম সেট ৬-৪ গেমে জিতে গেলেন কার্লোস আলকারাস। তখন মনে হয়েছিল এবারও উইম্বলডনের শিরোপা জিতবেন বাইশ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। জায়গা করে নেবেন রজার ফেদেরার, বিয়ন বোর্গ, পিট সাম্প্রাসদের কাতারে। যারা কমপক্ষে টানা তিনটি করে উইম্বলডন জিতেছেন। কিন্তু প্রতিপক্ষ এই প্রজন্মের ‘ঝঞ্ঝার মতো উদ্দাম’ ২৩ বছর বয়সী ইয়ানিক সিনার, তখন ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যায় না।
গত ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও লড়েছিলেন কার্লোস আলকারাস ও ইয়ানিক সিনার। সেই টুর্নামেন্টের রেকর্ড ৫ ঘণ্টা ২৯ মিনিট লম্বা লড়াইয়ে শেষ কাব্যিক সে ফাইনালটি জিতেছিলেন আলকারাসই। কিন্তু গতকাল সেন্টার কোর্টে এগিয়ে গিয়েও জিততে পারলেন না স্প্যানিশ তারকা। এদিন অবশ্য এই প্রজন্মের সেরা দুই তারকার লড়াইটি স্থায়ী হয়েছিল ৩ ঘণ্টা ৪মিনিট।
প্রথম সেটে পিছিয়ে পড়া সিনার পরের দুটি সেট জেতেন ৬-৪,৬-৪ গেমে। সিনারের প্রবল প্রতিরোধের মুখে কিছু অপ্রস্তুতও হয়ে পড়েন আলকালাস। শেষ পর্যন্ত তিনি হেরে যান। এই হারে উইম্বলডনে টানা তিনটি শিরোপা জেতা হলো না। তবে তাঁর বয়স খুব কম। কে জানে একদিন হয়তো হতেও পারে।
আলকারাসের এই হার কিংবা সিনারের এই জয় ছাপিয়ে সামনে এসেছে দুজনের ব্যক্তি দ্বৈরথ। ব্যক্তি দ্বৈরথ সব সময়ই সব খেলারই প্রাণ। ফুটবলে লিওনেল মেসি-ক্রিস্টিয়ানোর দ্বৈরথ এক সময় ছিল ফুটবলের বড় আকর্ষন। অ্যাথলেটিকসে এক সময় ছিল কার্ল লুইস-বেন জনসন, কিংবা উসাইন বোল্ট-জাস্টিন গ্যাটলিন দ্বৈরথ। টেনিসেও ফেদেরার-নাদাল, নাদাল-জোকোভিচ মাতিয়ে রাখত টেনিসকে। বিশ্ব টেনিসে এখন এসে গেছে সিনার-আলকারাস দ্বৈরথ।
উন্মুক্ত যুগের টেনিসে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের পর দ্বিতীয় জুটি হিসেবে একই মৌসুমের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালে উঠে এসেছিলেন সিনার-আলকারাস।
এখন থেকে আরও গ্র্যান্ড স্লামের ফাইনালে এই জুটিকে দেখার আশা করাটা একটু বাড়াবাড়ি হবে না।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে