
উইম্বলডনে নতুন এক বিতর্কের সৃষ্টি হয়েছে। এক টেনিস কোচ একাই ২৭ প্যাকেট দই নেওয়ায় শোরগোল পড়ে গেছে। এ নিয়ে উইম্বলডন কর্তৃপক্ষ কোচ ও খেলোয়াড়দের ই-মেইলে সতর্কবাতা পাঠিয়েছে।
কোন কোচ এক দিনে ২৭ প্যাকেট দই খাচ্ছেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি। কোচ অবশ্য এত বেশি দই নিয়ে ভুল করেননি। তাঁর দৈনিক ভাতার সমপরিমাণ খাবারই কিনেছেন আউটলেট থেকে। তবে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব কর্তৃপক্ষ কোচের কাজটি ভালো মনে করেনি। কারণ, বর্তমানে ইংল্যান্ড দৈনন্দিন জীবনযাত্রায় সংকটের মধ্যে আছে। ভবিষ্যতে যেন কেউ এমনটা না করেন, সে বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক করেছে।
রাফায়েল নাদাল-নেভাক জোকোভিচসহ সবাইকে তাই ই-মেইলে জানানো হয়েছে ‘সুবিবেচনা’ করে খাবার কিনতে। যদিও কর্তৃপক্ষ বলছে, ই-মেইলের সঙ্গে দেশের জীবনযাত্রার সংকটের কোনো সম্পর্ক নেই।
উইম্বলডনে প্রত্যেক খেলোয়াড় খাবারের জন্য পান ১০ হাজার ৪২ টাকা (৯০ পাউন্ড) করে। কোচেরা পান এর অর্ধেক। এ টাকার সমমূল্যে তাঁরা যেকোনো খাবার কিনতে পারবেন।
উইম্বলডন কর্তৃপক্ষ খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য ছয়টি আউটলেট নির্দিষ্ট করে দিয়েছে। যেখানে দুটি কফি শপ, স্যান্ডউইচ ও রেস্টুরেন্টের নাম উল্লেখ করা হয়েছে। আর মাদক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।
গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে খাবার নিয়ে বিতর্ক এটিই প্রথম নয়। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনেও এ ধরনের সমস্যা হয়েছিল। সেবার পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছিল যে, কর্তৃপক্ষ খাবার খরচ দেওয়া বন্ধ করতে বাধ্য হয়েছিল।

উইম্বলডনে নতুন এক বিতর্কের সৃষ্টি হয়েছে। এক টেনিস কোচ একাই ২৭ প্যাকেট দই নেওয়ায় শোরগোল পড়ে গেছে। এ নিয়ে উইম্বলডন কর্তৃপক্ষ কোচ ও খেলোয়াড়দের ই-মেইলে সতর্কবাতা পাঠিয়েছে।
কোন কোচ এক দিনে ২৭ প্যাকেট দই খাচ্ছেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি। কোচ অবশ্য এত বেশি দই নিয়ে ভুল করেননি। তাঁর দৈনিক ভাতার সমপরিমাণ খাবারই কিনেছেন আউটলেট থেকে। তবে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব কর্তৃপক্ষ কোচের কাজটি ভালো মনে করেনি। কারণ, বর্তমানে ইংল্যান্ড দৈনন্দিন জীবনযাত্রায় সংকটের মধ্যে আছে। ভবিষ্যতে যেন কেউ এমনটা না করেন, সে বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক করেছে।
রাফায়েল নাদাল-নেভাক জোকোভিচসহ সবাইকে তাই ই-মেইলে জানানো হয়েছে ‘সুবিবেচনা’ করে খাবার কিনতে। যদিও কর্তৃপক্ষ বলছে, ই-মেইলের সঙ্গে দেশের জীবনযাত্রার সংকটের কোনো সম্পর্ক নেই।
উইম্বলডনে প্রত্যেক খেলোয়াড় খাবারের জন্য পান ১০ হাজার ৪২ টাকা (৯০ পাউন্ড) করে। কোচেরা পান এর অর্ধেক। এ টাকার সমমূল্যে তাঁরা যেকোনো খাবার কিনতে পারবেন।
উইম্বলডন কর্তৃপক্ষ খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য ছয়টি আউটলেট নির্দিষ্ট করে দিয়েছে। যেখানে দুটি কফি শপ, স্যান্ডউইচ ও রেস্টুরেন্টের নাম উল্লেখ করা হয়েছে। আর মাদক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।
গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে খাবার নিয়ে বিতর্ক এটিই প্রথম নয়। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনেও এ ধরনের সমস্যা হয়েছিল। সেবার পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছিল যে, কর্তৃপক্ষ খাবার খরচ দেওয়া বন্ধ করতে বাধ্য হয়েছিল।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৩ ঘণ্টা আগে