
ফ্রেঞ্চ ওপেনের নারী এককের কোয়ার্টার ফাইনালে জেতার পরও যেন হেরে গেলেন আরিয়ানা সাবালেঙ্কা। সেমিফাইনাল নিশ্চিত করার পর কোর্টে নেট ধরে তাঁর দাঁড়িয়ে থাকার হতাশ চেহারা যেন সেটাই ইঙ্গিত করল।
এলিনা সভিতোলিনাকে সরাসরি ৬-৪,৬-৪ সেটে হারানোর পর ইউক্রেনীয় টেনিস তারকার সঙ্গে নিয়ম অনুযায়ী হাত মেলানোর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সাবালেঙ্কা। কিন্তু নিয়ম মানার কোনো সৌজন্য দেখাননি সভিতোলিনা। হারের পর সাবেলেঙ্কার সঙ্গে হাত না মিলিয়ে কোর্ট ছাড়েন তিনি।
হাত না মেলানোর জন্য অবশ্য রুশ-ইউক্রেন যুদ্ধ দায়ী। সভিতোলিনার দেশে রাশিয়া সামরিক আক্রমণ চালানোর প্রতিবাদ হিসেবে রুশ ও বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেলারুশ আক্রমণ না চালালেও সমর্থন দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনিসহ স্বদেশি খেলোয়াড়রা। যার ফলেই সাবালেঙ্কার সঙ্গে হাত মেলাননি ইউক্রেনীয় নারী টেনিস তারকা। এর আগেও মাটির কোর্টে এমন অভিজ্ঞতা হয়েছে দ্বিতীয় বাছাই বেলারুশ তারকার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তাঁর সঙ্গে হাত মেলাননি আরেক ইউক্রেনীয় টেনিস তারকা মার্তা কস্তিয়ুক।
এমন কাণ্ডে ম্যাচে শেষে দর্শকের দুয়ো শুনতে হয়েছে সভিতোলিনাকে। হাত না মেলানোর বিষয়ে তিনি বলেছেন, ‘জানি না কেন সে (সাবালেঙ্কা) অপেক্ষা করেছিল। কারণ হাত মেলানোর বিষয়ে আমার বক্তব্য আগে থেকেই পরিষ্কার ছিল।’
সে যাই হোক এ জয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের আরও কাছে পৌঁছালেন সাবালেঙ্কা। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ক্যারোলিনা মুচোভা। আগামী ৮ জুন প্রতিপক্ষকে হারাতে পারলেই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আরেকটি শিরোপা জয়ের সুযোগ পাবেন তিনি।

ফ্রেঞ্চ ওপেনের নারী এককের কোয়ার্টার ফাইনালে জেতার পরও যেন হেরে গেলেন আরিয়ানা সাবালেঙ্কা। সেমিফাইনাল নিশ্চিত করার পর কোর্টে নেট ধরে তাঁর দাঁড়িয়ে থাকার হতাশ চেহারা যেন সেটাই ইঙ্গিত করল।
এলিনা সভিতোলিনাকে সরাসরি ৬-৪,৬-৪ সেটে হারানোর পর ইউক্রেনীয় টেনিস তারকার সঙ্গে নিয়ম অনুযায়ী হাত মেলানোর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সাবালেঙ্কা। কিন্তু নিয়ম মানার কোনো সৌজন্য দেখাননি সভিতোলিনা। হারের পর সাবেলেঙ্কার সঙ্গে হাত না মিলিয়ে কোর্ট ছাড়েন তিনি।
হাত না মেলানোর জন্য অবশ্য রুশ-ইউক্রেন যুদ্ধ দায়ী। সভিতোলিনার দেশে রাশিয়া সামরিক আক্রমণ চালানোর প্রতিবাদ হিসেবে রুশ ও বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেলারুশ আক্রমণ না চালালেও সমর্থন দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনিসহ স্বদেশি খেলোয়াড়রা। যার ফলেই সাবালেঙ্কার সঙ্গে হাত মেলাননি ইউক্রেনীয় নারী টেনিস তারকা। এর আগেও মাটির কোর্টে এমন অভিজ্ঞতা হয়েছে দ্বিতীয় বাছাই বেলারুশ তারকার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তাঁর সঙ্গে হাত মেলাননি আরেক ইউক্রেনীয় টেনিস তারকা মার্তা কস্তিয়ুক।
এমন কাণ্ডে ম্যাচে শেষে দর্শকের দুয়ো শুনতে হয়েছে সভিতোলিনাকে। হাত না মেলানোর বিষয়ে তিনি বলেছেন, ‘জানি না কেন সে (সাবালেঙ্কা) অপেক্ষা করেছিল। কারণ হাত মেলানোর বিষয়ে আমার বক্তব্য আগে থেকেই পরিষ্কার ছিল।’
সে যাই হোক এ জয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের আরও কাছে পৌঁছালেন সাবালেঙ্কা। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ক্যারোলিনা মুচোভা। আগামী ৮ জুন প্রতিপক্ষকে হারাতে পারলেই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আরেকটি শিরোপা জয়ের সুযোগ পাবেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের ত
২২ মিনিট আগে
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
২ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩ ঘণ্টা আগে