
সাংহাই মাস্টার্সের ফাইনালে উঠেছেন দুই প্রজন্মের দুই তারকা, ‘বড় তিন’-এর শেষ প্রতিনিধি সার্বিয়ার নোভাক জোকোভিচ ও বিশ্ব টেনিসের নতুনের কেতন ওড়ানো ইতালির ইয়ানিক সিনার।
গতকাল সেমিফাইনালে সার্বিয়ান নোভাক জোকোভিচ ৬-৪, ৭-৭ (৮/৭) গেমে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়ে সাংহাই মাস্টার্সের ফাইনালে উঠেছেন। অন্য সেমিফাইনালে ইতালির ইয়ানিক সিনার ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাখাককে। আজই টুর্নামেন্টের ফাইনাল।
আজ জিতলে এটিপি শিরোপার ‘সেঞ্চুরি’ করবেন নোভাক জোকোভিচ। এখন তাঁর এটিপি শিরোপা ৯৯টি। তার চেয়ে বেশি শিরোপা আছে শুধু দুজনের—জিমি কনর্সের ১০৯টি ও রজার ফেদেরারের ১০৩টি। ছেলেদের টেনিসের আলোচিত এই একটি রেকর্ড, যেখানে এক কিংবা দুয়ে নেই জোকোভিচ। তবে টেনিসকে বিদায় বলার আগেই যে তিনি রেকর্ড বইয়ের এই পাতাতেও সবার ওপরে নাম লেখাবেন, সেটা আশা করাই যায়। সে পথেই অন্তত এগিয়ে যাচ্ছেন জোকোভিচ; অপেক্ষায় শিরোপার সেঞ্চুরি পূরণের। আর সিনার জিতলে এটা হবে তাঁর ১৮তম এটিপি শিরোপা। ফাইনালে উঠেই অবশ্য একটা সুখবর পেয়েছেন সিনার; র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করা নিশ্চিত হয়েছে তাঁর।
পেশাদার সার্কিটে এ পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছেন জোকোভিচ-সিনার। জয়ের পাল্লাটা হেলে জোকোভিচের দিকে, জিতেছেন ৪ বার। তবে সিনার এই ভেবে তৃপ্তি পেতে পারেন যে সবশেষ ৪ সাক্ষাতের ৩ বারই জিতেছেন তিনি।

সাংহাই মাস্টার্সের ফাইনালে উঠেছেন দুই প্রজন্মের দুই তারকা, ‘বড় তিন’-এর শেষ প্রতিনিধি সার্বিয়ার নোভাক জোকোভিচ ও বিশ্ব টেনিসের নতুনের কেতন ওড়ানো ইতালির ইয়ানিক সিনার।
গতকাল সেমিফাইনালে সার্বিয়ান নোভাক জোকোভিচ ৬-৪, ৭-৭ (৮/৭) গেমে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়ে সাংহাই মাস্টার্সের ফাইনালে উঠেছেন। অন্য সেমিফাইনালে ইতালির ইয়ানিক সিনার ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাখাককে। আজই টুর্নামেন্টের ফাইনাল।
আজ জিতলে এটিপি শিরোপার ‘সেঞ্চুরি’ করবেন নোভাক জোকোভিচ। এখন তাঁর এটিপি শিরোপা ৯৯টি। তার চেয়ে বেশি শিরোপা আছে শুধু দুজনের—জিমি কনর্সের ১০৯টি ও রজার ফেদেরারের ১০৩টি। ছেলেদের টেনিসের আলোচিত এই একটি রেকর্ড, যেখানে এক কিংবা দুয়ে নেই জোকোভিচ। তবে টেনিসকে বিদায় বলার আগেই যে তিনি রেকর্ড বইয়ের এই পাতাতেও সবার ওপরে নাম লেখাবেন, সেটা আশা করাই যায়। সে পথেই অন্তত এগিয়ে যাচ্ছেন জোকোভিচ; অপেক্ষায় শিরোপার সেঞ্চুরি পূরণের। আর সিনার জিতলে এটা হবে তাঁর ১৮তম এটিপি শিরোপা। ফাইনালে উঠেই অবশ্য একটা সুখবর পেয়েছেন সিনার; র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করা নিশ্চিত হয়েছে তাঁর।
পেশাদার সার্কিটে এ পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছেন জোকোভিচ-সিনার। জয়ের পাল্লাটা হেলে জোকোভিচের দিকে, জিতেছেন ৪ বার। তবে সিনার এই ভেবে তৃপ্তি পেতে পারেন যে সবশেষ ৪ সাক্ষাতের ৩ বারই জিতেছেন তিনি।

দীপক চাহারের বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারলেন মেহেদী হাসান মিরাজ। বল সীমানার দড়ি ছোঁয়ার আগেই মেহেদী হাসান মিরাজ শূন্যে উড়লেন। বাংলাদেশ ক্রিকেটের ডাগআউটে তখন উল্লাস। ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের কথা যে বলা হয়েছে, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন।
৩১ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর ঝড় উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনে। পরশু নাজমুলের সংবাদমাধ্যমকে বলা কথা ছড়িয়ে পড়লে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তাঁর (নাজমুল) পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন। সেদিন যা
২ ঘণ্টা আগে
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠুর ওপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে, সেটা তিনিই ভালো জানেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের পর পরশু রাতে ক্রিকেটারদের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন যখন ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছিলেন
২ ঘণ্টা আগে
বছরের শুরুতে দেশের ক্রিকেটে টালমাটাল অবস্থা এমন কবে দেখা গেছে, সেটা জানতে অনেকে নিশ্চয়ই গুগল করা শুরু করেছেন। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তো রয়েছেই। পাশাপাশি যোগ হয়েছে মোহাম্মদ মিঠুন-মেহেদী হাসান মিরাজদের সাময়িক খেলা স্থগিত।
৩ ঘণ্টা আগে