
ম্যাচটি শুরু হয়েছিল রোববার রাতে। শেষ হলো সোমবারে। দুই দিন খেলে পোল্যান্ডের হুবার্ট হারকাজকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা জিতেছেন ৭-৬ (৮-৬),৭-৬ (৮-৬),৫-৭, ৬-৪ গেমে।
সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রথম তিন সেটের পর অমীমাংসিত ফল নিয়ে গতকাল সেন্টার কোর্ট ছাড়েন জোকোভিচ। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টার পর ম্যাচ চালানোর নিয়ম নেই। জোকো প্রথম দুই সেট জেতেন টাইব্রেকারে। পরের সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন হারকাজ। তবে আজ রাতে চতুর্থ সেটে কোনো লড়াই দেখাতে পারেননি তিনি। সেটটি ৬-৪ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেন ফ্রেঞ্চ ওপেন দিয়ে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ।
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩৬ বছর বয়সী তারকা আগামীকাল সেন্টার কোর্টে মুখোমুখি হবেন আন্দ্রে রুবলেভের। প্রথমবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রুশ তারকা। চেক প্রতিপক্ষ জিরি লিচেকা সরে দাঁড়ানোয় বিনা বাধায় প্রথমবার শেষ আটের টিকিট পেয়েছেন তৃতীয় বাছাই আরেক রুশ দেনিল মেদভেদেভও। কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ আমেরিকার অবাছাই ক্রিস্তোফার ইউবাঙ্কস। পঞ্চম বাছাই ‘গ্রীক বীর’ স্তেফানোস সিৎসিফাসকে হারিয়ে শেষ আটে জায়গা পেয়েছেন তিনি।
মেয়েদের এককে চমক দেখানো ১৬ বছর বয়সী রাশিয়ার মিরা আন্দ্রিভার দৌড় থেমেছে শেষ ষোলোয়। বিতর্কিতভাবে র্যাকেট ছোড়ার অভিযোগে তাঁর এক পয়েন্ট কেটে নেওয়া হয়। এই অবাছাইকে র্যাকেট ছোড়ার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। তবে এমন কাজটি আবার করায় দ্বিতীয় সেটে পেনাল্টি পয়েন্ট পান তিনি। আর সেটিই হয়ে দাঁড়ায় তাঁর প্রতিপক্ষ ম্যাডিসন কিসের ম্যাচ পয়েন্ট। এক সেট পর হাদ্দাদ মাইয়া ‘ওয়াকওভার’ করায় শেষ আট নিশ্চিত করেছেন এলেনা রাইবাকিনাও।

ম্যাচটি শুরু হয়েছিল রোববার রাতে। শেষ হলো সোমবারে। দুই দিন খেলে পোল্যান্ডের হুবার্ট হারকাজকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা জিতেছেন ৭-৬ (৮-৬),৭-৬ (৮-৬),৫-৭, ৬-৪ গেমে।
সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রথম তিন সেটের পর অমীমাংসিত ফল নিয়ে গতকাল সেন্টার কোর্ট ছাড়েন জোকোভিচ। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টার পর ম্যাচ চালানোর নিয়ম নেই। জোকো প্রথম দুই সেট জেতেন টাইব্রেকারে। পরের সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন হারকাজ। তবে আজ রাতে চতুর্থ সেটে কোনো লড়াই দেখাতে পারেননি তিনি। সেটটি ৬-৪ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেন ফ্রেঞ্চ ওপেন দিয়ে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ।
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩৬ বছর বয়সী তারকা আগামীকাল সেন্টার কোর্টে মুখোমুখি হবেন আন্দ্রে রুবলেভের। প্রথমবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রুশ তারকা। চেক প্রতিপক্ষ জিরি লিচেকা সরে দাঁড়ানোয় বিনা বাধায় প্রথমবার শেষ আটের টিকিট পেয়েছেন তৃতীয় বাছাই আরেক রুশ দেনিল মেদভেদেভও। কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ আমেরিকার অবাছাই ক্রিস্তোফার ইউবাঙ্কস। পঞ্চম বাছাই ‘গ্রীক বীর’ স্তেফানোস সিৎসিফাসকে হারিয়ে শেষ আটে জায়গা পেয়েছেন তিনি।
মেয়েদের এককে চমক দেখানো ১৬ বছর বয়সী রাশিয়ার মিরা আন্দ্রিভার দৌড় থেমেছে শেষ ষোলোয়। বিতর্কিতভাবে র্যাকেট ছোড়ার অভিযোগে তাঁর এক পয়েন্ট কেটে নেওয়া হয়। এই অবাছাইকে র্যাকেট ছোড়ার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। তবে এমন কাজটি আবার করায় দ্বিতীয় সেটে পেনাল্টি পয়েন্ট পান তিনি। আর সেটিই হয়ে দাঁড়ায় তাঁর প্রতিপক্ষ ম্যাডিসন কিসের ম্যাচ পয়েন্ট। এক সেট পর হাদ্দাদ মাইয়া ‘ওয়াকওভার’ করায় শেষ আট নিশ্চিত করেছেন এলেনা রাইবাকিনাও।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৩ ঘণ্টা আগে