ক্রীড়া ডেস্ক
২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনের বাছাইপর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে নোভাক জোকোভিচ মাঠে নামছেন পরশু। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় নামার আগে তিনি ৩ বছর আগের ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেছেন। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষক্রিয়ার’ অভিযোগ তুলেছেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত জিকিউ ম্যাগাজিন গতকাল জোকোভিচের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়ে খাবার নিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, সেটা জিকিউ ম্যাগাজিনে তাঁর সাক্ষাৎকারে জানা গেছে। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা সেই সময়ের ভয়ংকর এক তথ্য সামনে এনেছেন। জোকোভিচ বলেন,‘স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলাম (২০২২ সালে)। মেলবোর্নের হোটেলে এটা বুঝতে পারি। যে খাবার দেওয়া হয়েছিল, সেটা খেয়ে বিষক্রিয়ায় ভুগছিলাম। সার্বিয়ায় ফেরার পর সেটা ধরতে পেরেছি। সবার সামনে কখনো সেটা বলিনি। তবে তখন শরীরে উচ্চমাত্রার ধাতব ছিল বলে টের পেয়েছিল।সিসা ও পারদ ছিল উচ্চমাত্রায়।’
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের এক মুখপাত্র জোকোভিচের খাবার নিয়ে বিষক্রিয়ার অভিযোগের ব্যাপারে জানিয়েছেন, ব্যাপারটি গোপনীয় হওয়ায় ব্যক্তিগত এসব ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়। জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের ‘ফুড পলিসি’ নিয়ে কাজ করা ড্যামিয়ান ম্যাগাঞ্জা বলেন, ‘এটা খুব বাজে অভিযোগ। এটা হতে পারে (বিষক্রিয়া)। তবে সম্ভাবনা খুব। যতটা দীর্ঘ সময় তিনি সেখানে ছিলেন, তখন সেই খাবারগুলো বানানো হয়েছিল। আমার জানা মতে অন্যান্য রিপোর্টও আর হয়নি পরে।’ জোকোভিচ যে হোটেলে ২০২২ সালে, সেই পার্ক হোটেলের সঙ্গে লিজ চুক্তি হয়েছিল। আটকে থাকা ব্যক্তিদের জন্য তখন দুপুর ও রাতে সতেজ খাবার দেওয়া হয়েছিল।
২০২২ সালে করোনার টিকে নিতে চাননি জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর তাঁর ভিসা বাতিল করা হয়েছিল। জোকোভিচকে একটি ডিটেনশন হোটেলে আটকেও রাখা হয়েছিল। তখন আইনি লড়াইয়ে নামলেও সেটা কোনো কাজে আসেনি। টুর্নামেন্ট শুরুর আগেই দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল।
ক্যারিয়ারে ২৪ গ্র্যান্ড স্লামের মধ্যে সর্বোচ্চ ১০ বার জোকোভিচ জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। এই টুর্নামেন্টে সবশেষ এককভাবে জিতেছেন ২০২৩ সালে। যুক্তরাষ্ট্রের নিশেষ বাসাভারেড্ডির বিপক্ষে পরশু খেলতে নামেন জোকোভিচ।
২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনের বাছাইপর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে নোভাক জোকোভিচ মাঠে নামছেন পরশু। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় নামার আগে তিনি ৩ বছর আগের ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেছেন। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষক্রিয়ার’ অভিযোগ তুলেছেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত জিকিউ ম্যাগাজিন গতকাল জোকোভিচের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়ে খাবার নিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, সেটা জিকিউ ম্যাগাজিনে তাঁর সাক্ষাৎকারে জানা গেছে। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা সেই সময়ের ভয়ংকর এক তথ্য সামনে এনেছেন। জোকোভিচ বলেন,‘স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলাম (২০২২ সালে)। মেলবোর্নের হোটেলে এটা বুঝতে পারি। যে খাবার দেওয়া হয়েছিল, সেটা খেয়ে বিষক্রিয়ায় ভুগছিলাম। সার্বিয়ায় ফেরার পর সেটা ধরতে পেরেছি। সবার সামনে কখনো সেটা বলিনি। তবে তখন শরীরে উচ্চমাত্রার ধাতব ছিল বলে টের পেয়েছিল।সিসা ও পারদ ছিল উচ্চমাত্রায়।’
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের এক মুখপাত্র জোকোভিচের খাবার নিয়ে বিষক্রিয়ার অভিযোগের ব্যাপারে জানিয়েছেন, ব্যাপারটি গোপনীয় হওয়ায় ব্যক্তিগত এসব ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়। জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের ‘ফুড পলিসি’ নিয়ে কাজ করা ড্যামিয়ান ম্যাগাঞ্জা বলেন, ‘এটা খুব বাজে অভিযোগ। এটা হতে পারে (বিষক্রিয়া)। তবে সম্ভাবনা খুব। যতটা দীর্ঘ সময় তিনি সেখানে ছিলেন, তখন সেই খাবারগুলো বানানো হয়েছিল। আমার জানা মতে অন্যান্য রিপোর্টও আর হয়নি পরে।’ জোকোভিচ যে হোটেলে ২০২২ সালে, সেই পার্ক হোটেলের সঙ্গে লিজ চুক্তি হয়েছিল। আটকে থাকা ব্যক্তিদের জন্য তখন দুপুর ও রাতে সতেজ খাবার দেওয়া হয়েছিল।
২০২২ সালে করোনার টিকে নিতে চাননি জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর তাঁর ভিসা বাতিল করা হয়েছিল। জোকোভিচকে একটি ডিটেনশন হোটেলে আটকেও রাখা হয়েছিল। তখন আইনি লড়াইয়ে নামলেও সেটা কোনো কাজে আসেনি। টুর্নামেন্ট শুরুর আগেই দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল।
ক্যারিয়ারে ২৪ গ্র্যান্ড স্লামের মধ্যে সর্বোচ্চ ১০ বার জোকোভিচ জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। এই টুর্নামেন্টে সবশেষ এককভাবে জিতেছেন ২০২৩ সালে। যুক্তরাষ্ট্রের নিশেষ বাসাভারেড্ডির বিপক্ষে পরশু খেলতে নামেন জোকোভিচ।
ব্যাটিংয়ে লিটন-তামিমের তাণ্ডবের পর বোলিংয়ে মুগ্ধ-রাহিদের ছন্দ। ঢাকা ক্যাপিটালের দেওয়া ২৫৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫.২ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় রাজশাহী। রেকর্ডের ছড়াছড়ির ম্যাচে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডও গড়ল ঢাকা। টানা ছয় হারের পর ১৪৯ রানের বড় জয় পেয়েছে খালেদ মাহমুদ সুজনের দল। রাজশাহীর রায়ান বার্ল
৭ ঘণ্টা আগেএকই ইনিংসে রেকর্ড দুই সেঞ্চুরি, রেকর্ড ২৫০ পেরোনো স্কোর। সিলেটে দুর্বার রাজশাহী-ঢাকার ম্যাচে আর কি কি রেকর্ড দেখল বিপিএল, জেনে নেওয়া যাক
৮ ঘণ্টা আগেলিটন দাস নাকি লিটন ঠাস ঠাস! সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত লিটনের ব্যাট তো ঠাস ঠাসই করেছে আজ। সেটিও আবার অস্বস্তিকর এক দিনে! কয়েক দিন ধরে আলোচনায় লিটন, দুপুরেই শুনেছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়নি তাঁকে। ভেঙে পড়ার চেয়ে ফেরার পথটাই বেছে নিলেন এই উইকেটরক্ষক ব্যাটার
৯ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আরও কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু দল ঘোষণার আগে তাদের বড় দুশ্চিন্তায় ফেলেছেন জসপ্রীত বুমরা!
১০ ঘণ্টা আগে