
টেনিসের ‘ব্যাড বয়’ নিক কিরগিওস। উইম্বলডনে নিজের প্রথম ম্যাচেই বিতর্কিত এক ঘটনায় বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে নয় লাখ টাকার জরিমানা গুনতে হয়েছে তাঁকে।
গত সপ্তাহে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কিরগিওস এক দর্শককে থুতু মেরেছেন। তিনি দাবি করেছেন, ম্যাচ চলাকালীন দর্শকটি তাঁকে উত্ত্যক্ত করেছিল। পরে বিরক্ত হয়ে তার দিকে থুতু ছোড়েন। পরে তিনি এটি স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। ব্রিটেনের পল জাবেরের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর অস্ট্রেলিয়ান খেলোয়াড় বলেছেন,‘ ম্যাচ শেষে সেই দর্শকের দিকে তাকিয়েছিলাম। তিনি আমার উদ্দেশে অপমানজনক কথা বলেছিলেন। তার প্রতি কোনো ঘৃণা নেই।’
কিরগিওস সমর্থকদের নিয়েও কথা বলেছেন। ২৭ বছর বয়সী খেলোয়াড় বলেছেন,‘ সাধারণত দর্শকদের কোনো কিছু বলি না, যতক্ষণ না তারা কোনো কিছু বলে। এসব লোকদের থেকে দূরে থাকার চেষ্টা করি। অনেকেই আমাকে অসম্মান ও অপমান করে কথা বলে। তবে নিজের সমর্থকের সঙ্গে এমন কিছু করব না।’
ঘটনার দিনে ক্ষমা চেয়েও কিরগিওস জরিমানা এড়িয়ে যেতে পারলেন না। উইম্বলডন কর্তৃপক্ষ তাঁকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করে। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় আর্থিক শাস্তি।
নিক কিরগিওসের বিরুদ্ধে অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগ এবারেই প্রথম নয়। তিনি আগেও বহুবার কোর্টে এমন আচরণ করেছেন। পেশাদার টেনিস কর্তৃপক্ষ (এটিপি) তাঁকে শাস্তি হিসেবে বিশাল অঙ্কের জরিমানাসহ নিষিদ্ধও করেছিল। তিনি ২০১৯ সালের সিনসিনাটি মাস্টার্সে আম্পায়ারের সঙ্গে ঝামেলা করে প্রায় এক কোটি টাকা জরিমানা দিয়েছেন। এর আগে ২০১৫ সালে স্তানিসলাস ভাভারিঙ্কার প্রেমিকাকে নিয়ে স্পর্শকাতর মন্তব্য করেছিলেন। ভালো হওয়ার সুযোগ দেওয়ার পরও নিজেকে বদলাননি। এখন তাই প্রশ্ন জাগে, টেনিসের ‘ব্যাড বয়’ কি আর কখনোই ভালো হবেন না!

টেনিসের ‘ব্যাড বয়’ নিক কিরগিওস। উইম্বলডনে নিজের প্রথম ম্যাচেই বিতর্কিত এক ঘটনায় বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে নয় লাখ টাকার জরিমানা গুনতে হয়েছে তাঁকে।
গত সপ্তাহে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কিরগিওস এক দর্শককে থুতু মেরেছেন। তিনি দাবি করেছেন, ম্যাচ চলাকালীন দর্শকটি তাঁকে উত্ত্যক্ত করেছিল। পরে বিরক্ত হয়ে তার দিকে থুতু ছোড়েন। পরে তিনি এটি স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। ব্রিটেনের পল জাবেরের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর অস্ট্রেলিয়ান খেলোয়াড় বলেছেন,‘ ম্যাচ শেষে সেই দর্শকের দিকে তাকিয়েছিলাম। তিনি আমার উদ্দেশে অপমানজনক কথা বলেছিলেন। তার প্রতি কোনো ঘৃণা নেই।’
কিরগিওস সমর্থকদের নিয়েও কথা বলেছেন। ২৭ বছর বয়সী খেলোয়াড় বলেছেন,‘ সাধারণত দর্শকদের কোনো কিছু বলি না, যতক্ষণ না তারা কোনো কিছু বলে। এসব লোকদের থেকে দূরে থাকার চেষ্টা করি। অনেকেই আমাকে অসম্মান ও অপমান করে কথা বলে। তবে নিজের সমর্থকের সঙ্গে এমন কিছু করব না।’
ঘটনার দিনে ক্ষমা চেয়েও কিরগিওস জরিমানা এড়িয়ে যেতে পারলেন না। উইম্বলডন কর্তৃপক্ষ তাঁকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করে। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় আর্থিক শাস্তি।
নিক কিরগিওসের বিরুদ্ধে অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগ এবারেই প্রথম নয়। তিনি আগেও বহুবার কোর্টে এমন আচরণ করেছেন। পেশাদার টেনিস কর্তৃপক্ষ (এটিপি) তাঁকে শাস্তি হিসেবে বিশাল অঙ্কের জরিমানাসহ নিষিদ্ধও করেছিল। তিনি ২০১৯ সালের সিনসিনাটি মাস্টার্সে আম্পায়ারের সঙ্গে ঝামেলা করে প্রায় এক কোটি টাকা জরিমানা দিয়েছেন। এর আগে ২০১৫ সালে স্তানিসলাস ভাভারিঙ্কার প্রেমিকাকে নিয়ে স্পর্শকাতর মন্তব্য করেছিলেন। ভালো হওয়ার সুযোগ দেওয়ার পরও নিজেকে বদলাননি। এখন তাই প্রশ্ন জাগে, টেনিসের ‘ব্যাড বয়’ কি আর কখনোই ভালো হবেন না!

দেশের ক্রিকেটে ক্রিকেটারদের ধর্মঘট আগেও দেখা গেছে। তবে এবার যেন ছাড়িয়ে গেল অতীতের সবকিছু। আন্তর্জাতিক পর্যায়ের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলের ম্যাচ হয়নি ক্রিকেটারদের বয়কটের সিদ্ধান্তে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা আপাতত দূর হয়েছে। রাতে বিসিবি-ক্রিকেটারদের সভায় বিপিএল শুক্রবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সংবাদমাধ্যমকে বলেন...
১০ ঘণ্টা আগে
খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
১৩ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে