Ajker Patrika

শিরোপা ধরে রাখলেন বার্টি

স্পোর্টস ডেস্ক
আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৫: ৪৯
শিরোপা ধরে রাখলেন বার্টি

আবারও মায়ামি ওপেনের শিরোপা জিতেছেন অ্যাশলে বার্টি। আজ শনিবার মায়ামি ওপেনের ফাইনালে বিয়াঙ্কা আন্দ্রেস্কু যখন চোটে পড়েন তিনি তখন ৬-৩, ২-০  গেমে পিছিয়ে। পরে কানাডিয়ান টেনিস তারকা বেশিক্ষণ খেলা চালাতে না পারায় ৬-৩ ,৪-০ গেমে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিশ্চিত হয় বার্টির। 

মায়ামি ওপেনের ফাইনালে অসাধারণ শুরু করেন বার্টি। দুর্দান্ত সার্ভ, ফোরহ্যান্ড শটে  প্রতিপক্ষ আন্দ্রেস্কুর ওপর এক ঘণ্টা খুব ভালোই আধিপত্য বিস্তার করেন। আন্দ্রেস্কুর চেয়ে ৬-৩, ২-০ গেমে এগিয়ে ছিলেন অস্ট্রেলীয় টেনিস তারকা।

দ্বিতীয় সেটে আন্দ্রেস্কু ডাবল ব্রেক করতে গিয়েই ঘটে বিপত্তি। বল তাড়া করতে গিয়ে বসে পড়েন। চোট পান  ডান পায়ের গোঁড়ালিতে। চিকিৎসা নেওয়ার পরও দীর্ঘক্ষণ খেলতে না পারায় ৬-৩, ৪-০ গেমে এগিয়ে শিরোপা জেতেন বার্টি। জয়ের পর উচ্ছ্বসিত অস্ট্রেলীয় তারকা বলেছেন, ‘নতুন করে প্রমাণের কিছু নেই। আমি শীর্ষস্থানে থাকার যোগ্য।’

আন্দ্রেস্কুর চোট নিয়ে অবশ্য খারাপ লাগছে বার্টির, ‘এভাবে খেলা শেষ হওয়ায় খুব খারাপ লাগছে। আন্দ্রেস্কুর কথা ভেবে খারাপ লাগছে। ক্যারিয়ারের শুরু থেকেই সে অনেক চোটে ভুগছিল।’

এই হারে স্বাভাবিকভাবেই মনটা খারাপ আন্দ্রেস্কুর। কঠিন সময়ে নিজের আত্মবিশ্বাস ধরে রাখার ব্যাপারে কানাডিয়ান টেনিস তারকা বলেছেন, ‘এভাবে কেউ খেলা শেষ করতে চাইবে না। প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে খেলেছি। হাঁটুর চোট কাটিয়ে খেলা সহজ ছিল না কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম এবং হাল ছাড়িনি। সব সময় মাথা উঁচু করে রাখবেন। কখনো হাল ছাড়বেন না।’

বিষয়:

টেনিস
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত