Ajker Patrika

দর্শক ঢুকতে পারবেন টোকিও অলিম্পিকে

আপডেট : ২৩ জুন ২০২১, ১৫: ০৯
দর্শক ঢুকতে পারবেন টোকিও অলিম্পিকে

ঢাকা: টোকিও অলিম্পিকের আর বাকি ৩২ দিন। সময় ঘনিয়ে এলেও টুর্নামেন্ট হওয়া নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। টুর্নামেন্ট আয়োজন করতে শুরু থেকেই বদ্ধপরিকর আয়োজক কমিটি। এর মধ্যে জানা গেছে, দর্শকও থাকছে টোকিও অলিম্পিকে। আজ এক বিবৃতিতে গ্যালারিতে দর্শক থাকার বিষয়টি জানিয়েছে অলিম্পিক আয়োজক কমিটি।

করোনায় স্বাস্থ্যঝুঁকিতে ফেলে টোকিও অলিম্পিক আয়োজনে শুরু থেকেই বিরোধিতা করে আসছিলেন জাপানের চিকিৎসকেরা। টোকিও শহরে আন্দোলনে নামতে দেখা গেছে চিকিৎসকদের। সরকারকে চিঠি দিয়ে স্বাস্থ্যঝুঁকির কথা জানিয়েছিলেন তাঁরা। স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখেই বিদেশি দর্শকদের ঢুকতে না দেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিল জাপান সরকার। টুর্নামেন্টের সময় যতই কাছে আসছিল, গ্যালারিতে দর্শক থাকতে পারবে কি না প্রশ্ন উঠছিল। আজ টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি শেইকো হাসমিতো জানিয়েছেন, একটি ভেন্যুতে গ্যালারির ধারণক্ষমতার ৫০ শতাংশ কিংবা সর্বোচ্চ ১০ হাজার জাপানি দর্শক থাকতে পারবেন।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, টোকিও অলিম্পিক কমিটি, আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি, টোকিও মেট্রোপলিটন সরকার ও জাপান সরকার মিলে আজ এক বৈঠকে বসেছিল। এই বৈঠকেই সব ভেন্যুতে ৫০ শতাংশ দর্শক ও সর্বোচ্চ ১০ হাজার মানুষ ঢোকার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দর্শক ঢুকতে দিলেও কঠোর স্বাস্থ্যসতর্কতার নির্দেশনা দিয়েছে জাপান সরকার। সব ভেন্যুতে দর্শকদের মাস্ক পরতে হবে। চিৎকার করা বা জোরে কথা বলার ব্যাপারে সাবধান থাকার কথা বলা হয়েছে। যেকোনোভাবেই হোক ভিড় এড়িয়ে চলতে হবে। বিধি মেনে ভেন্যু ত্যাগ করতে হবে। দর্শকদের সরাসরি ভেন্যুতে যেতে এবং ভেন্যু থেকে সরাসরি বাসায় ফিরতে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতায়াতের সময়ও সর্বোচ্চ সতর্ক থাকার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়:

অন্য খেলা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত