
ঢাকা: টোকিও অলিম্পিকের আর বাকি ৩২ দিন। সময় ঘনিয়ে এলেও টুর্নামেন্ট হওয়া নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। টুর্নামেন্ট আয়োজন করতে শুরু থেকেই বদ্ধপরিকর আয়োজক কমিটি। এর মধ্যে জানা গেছে, দর্শকও থাকছে টোকিও অলিম্পিকে। আজ এক বিবৃতিতে গ্যালারিতে দর্শক থাকার বিষয়টি জানিয়েছে অলিম্পিক আয়োজক কমিটি।
করোনায় স্বাস্থ্যঝুঁকিতে ফেলে টোকিও অলিম্পিক আয়োজনে শুরু থেকেই বিরোধিতা করে আসছিলেন জাপানের চিকিৎসকেরা। টোকিও শহরে আন্দোলনে নামতে দেখা গেছে চিকিৎসকদের। সরকারকে চিঠি দিয়ে স্বাস্থ্যঝুঁকির কথা জানিয়েছিলেন তাঁরা। স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখেই বিদেশি দর্শকদের ঢুকতে না দেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিল জাপান সরকার। টুর্নামেন্টের সময় যতই কাছে আসছিল, গ্যালারিতে দর্শক থাকতে পারবে কি না প্রশ্ন উঠছিল। আজ টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি শেইকো হাসমিতো জানিয়েছেন, একটি ভেন্যুতে গ্যালারির ধারণক্ষমতার ৫০ শতাংশ কিংবা সর্বোচ্চ ১০ হাজার জাপানি দর্শক থাকতে পারবেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, টোকিও অলিম্পিক কমিটি, আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি, টোকিও মেট্রোপলিটন সরকার ও জাপান সরকার মিলে আজ এক বৈঠকে বসেছিল। এই বৈঠকেই সব ভেন্যুতে ৫০ শতাংশ দর্শক ও সর্বোচ্চ ১০ হাজার মানুষ ঢোকার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দর্শক ঢুকতে দিলেও কঠোর স্বাস্থ্যসতর্কতার নির্দেশনা দিয়েছে জাপান সরকার। সব ভেন্যুতে দর্শকদের মাস্ক পরতে হবে। চিৎকার করা বা জোরে কথা বলার ব্যাপারে সাবধান থাকার কথা বলা হয়েছে। যেকোনোভাবেই হোক ভিড় এড়িয়ে চলতে হবে। বিধি মেনে ভেন্যু ত্যাগ করতে হবে। দর্শকদের সরাসরি ভেন্যুতে যেতে এবং ভেন্যু থেকে সরাসরি বাসায় ফিরতে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতায়াতের সময়ও সর্বোচ্চ সতর্ক থাকার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা: টোকিও অলিম্পিকের আর বাকি ৩২ দিন। সময় ঘনিয়ে এলেও টুর্নামেন্ট হওয়া নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। টুর্নামেন্ট আয়োজন করতে শুরু থেকেই বদ্ধপরিকর আয়োজক কমিটি। এর মধ্যে জানা গেছে, দর্শকও থাকছে টোকিও অলিম্পিকে। আজ এক বিবৃতিতে গ্যালারিতে দর্শক থাকার বিষয়টি জানিয়েছে অলিম্পিক আয়োজক কমিটি।
করোনায় স্বাস্থ্যঝুঁকিতে ফেলে টোকিও অলিম্পিক আয়োজনে শুরু থেকেই বিরোধিতা করে আসছিলেন জাপানের চিকিৎসকেরা। টোকিও শহরে আন্দোলনে নামতে দেখা গেছে চিকিৎসকদের। সরকারকে চিঠি দিয়ে স্বাস্থ্যঝুঁকির কথা জানিয়েছিলেন তাঁরা। স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখেই বিদেশি দর্শকদের ঢুকতে না দেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিল জাপান সরকার। টুর্নামেন্টের সময় যতই কাছে আসছিল, গ্যালারিতে দর্শক থাকতে পারবে কি না প্রশ্ন উঠছিল। আজ টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি শেইকো হাসমিতো জানিয়েছেন, একটি ভেন্যুতে গ্যালারির ধারণক্ষমতার ৫০ শতাংশ কিংবা সর্বোচ্চ ১০ হাজার জাপানি দর্শক থাকতে পারবেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, টোকিও অলিম্পিক কমিটি, আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি, টোকিও মেট্রোপলিটন সরকার ও জাপান সরকার মিলে আজ এক বৈঠকে বসেছিল। এই বৈঠকেই সব ভেন্যুতে ৫০ শতাংশ দর্শক ও সর্বোচ্চ ১০ হাজার মানুষ ঢোকার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দর্শক ঢুকতে দিলেও কঠোর স্বাস্থ্যসতর্কতার নির্দেশনা দিয়েছে জাপান সরকার। সব ভেন্যুতে দর্শকদের মাস্ক পরতে হবে। চিৎকার করা বা জোরে কথা বলার ব্যাপারে সাবধান থাকার কথা বলা হয়েছে। যেকোনোভাবেই হোক ভিড় এড়িয়ে চলতে হবে। বিধি মেনে ভেন্যু ত্যাগ করতে হবে। দর্শকদের সরাসরি ভেন্যুতে যেতে এবং ভেন্যু থেকে সরাসরি বাসায় ফিরতে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতায়াতের সময়ও সর্বোচ্চ সতর্ক থাকার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
৪ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে