নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খেলা হচ্ছে মাঠে কিন্তু উত্তেজনা গ্যালারিতে! খেলা দেখতে আসা মোহামেডান সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে গেলেন এক আবাহনী সমর্থক। ম্যাচের চরম উত্তেজনার ধাক্কাটা গ্যালারিতে এসে পড়ায় স্নায়ুচাপ সইতে পারেননি এই সমর্থকেরা। এক ঘণ্টার ম্যাচটা মাঠে থাকল প্রায় আড়াই ঘণ্টা ধরে। এদিকে মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা হলো সমানে সমান। কিন্তু শেষটায় আবাহনীর কাছে ৪-২ গোলে হেরে লিগ শিরোপা জয়ের স্বপ্নে বড় এক ধাক্কা খেল মোহামেডান।
প্রিমিয়ার ডিভিশন হকি লিগের গ্রুপ পর্বে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মোহামেডানের কাছে ৪-০ গোলে হেরেছিল আবাহনী। আজ সুপার ফাইভে এসে সেই হারের মধুর প্রতিশোধ নিল আকাশি-নীলরা। ফল বলবে বেশ এগিয়ে থেকে ম্যাচটা জিতেছে আবাহনী। তবে বাস্তবতা হলো পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখলেও একের পর এক পেনাল্টি কর্নার আর পেনাল্টি স্ট্রোক হাতছাড়া করার মাশুল গুণে ম্যাচ হেরে গেছে মোহামেডান।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারে দায় আছে মোহামেডানের দুই আর্জেন্টাইন গঞ্জালো পেইলাত ও হোয়াকিন মেনিনিরও। আগের তিন ম্যাচে দারুণ খেলা দুই আর্জেন্টাইনের ওপর এতটাই নির্ভর হয়ে পড়েছিল সাদা-কালো খেলোয়াড়েরা যে বল পেলেই ঠেলেছেন এই দুই বিদেশির দিকে। ১৪ পেনাল্টি কর্নার বা পিসির অধিকাংশেই ড্র্যাগ করেছেন পেইলাত, নিয়েছেন পেনাল্টি স্ট্রোকও। সব মিলিয়ে ১৫ সুযোগের দুটিকে কাজে লাগাতে পেরেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক খেলোয়াড় পেইলাত।
আবাহনীর কাছে হেরে ষষ্ঠ লিগ জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে মোহামেডান। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট সাদা-কালোদের। এক ম্যাচ বেশি খেলা আবাহনীর পয়েন্টও ৩৩। কাগজে কলমে এখনো লিগ জয়ের সম্ভাবনা বেঁচে আছে দুই দলের। ১২ ম্যাচে ৩৬ পয়েন্ট মেরিনার ইয়াংসের। মেরিনার্স শেষ দুই ম্যাচ খেলবে আবাহনী-মোহামেডানের বিপক্ষে। শেষ দুই ম্যাচে মেরিনার্স হারলেই লিগ জয়ের সম্ভাবনা থাকবে আবাহনী-মোহামেডানের।
মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ খেলার ৫ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে খোরশেদের গোলে লিড নেয় আবাহনী। ডাচ হর্ন কেলারম্যানের পুশ থেকে রোমান সরকারের স্টপে খোরশেদের হিটে বল জড়ায় জালে।
পরের চার মিনিটে চারবার পেনাল্টি কর্নার পায় মোহামেডান। ৯ মিনিটে চতুর্থ পেনাল্টি কর্নার থেকেই আসে সমতা। ভারতীয় সুনীল সোমারপেতের পুশ থেকে সারোয়ার হোসেনের স্টিক ঘুরে বলে হিট নেন আর্জেন্টাইন গঞ্জালো পেইলাত। আগের তিন পেনাল্টি কর্নারে হিট নিয়েছিলেন পেইলাতই। কিন্তু চতুর্থবারের মতো এই আর্জেন্টাইনের শট ঠেকাতে পারেননি আবাহনী গোলরক্ষক নিপ্পন।
প্রথমার্ধে আবারও লিড পায় আবাহনী। একক নৈপুণ্যে মোহামেডানের রক্ষণে ঢুকে যান ডাচ হর্ন কেলারম্যান। তার বাড়ানো বলে স্টিকের সঙ্গে সংযোগ ঘটিয়ে ২৮ মিনিটে আকাশি-নীলদের এগিয়ে দেন আরশাদ হোসেন। ৩৩ পেনাল্টি কর্নার থেকে ম্যাচের নিজের দ্বিতীয় গোলে আবাহনীকে তৃতীয়বারের মতো এগিয়ে নেন খোরশেদুর রহমান।
৩৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল মোহামেডান। আর্জেন্টাইন পেইলাতের পেনাল্টি স্ট্রোক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আবাহনী গোলরক্ষক নিপ্পন। পেনাল্টি মিস সুযোগ হাতছাড়া করা পেইলাতই শেষ পর্যন্ত ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান।
ম্যাচের দুই মিনিট মোহামেডানের সমতা ফেরানোর স্বপ্নে জল ঢেলে দেন কেলারম্যান। ৫৮ মিনিটে মাঝ মাঠ থেকে দৌড়ে রিভার্স হিটে গোল করে আবাহনীর জয় নিশ্চিত করেন ডাচ খেলোয়াড়।

খেলা হচ্ছে মাঠে কিন্তু উত্তেজনা গ্যালারিতে! খেলা দেখতে আসা মোহামেডান সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে গেলেন এক আবাহনী সমর্থক। ম্যাচের চরম উত্তেজনার ধাক্কাটা গ্যালারিতে এসে পড়ায় স্নায়ুচাপ সইতে পারেননি এই সমর্থকেরা। এক ঘণ্টার ম্যাচটা মাঠে থাকল প্রায় আড়াই ঘণ্টা ধরে। এদিকে মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা হলো সমানে সমান। কিন্তু শেষটায় আবাহনীর কাছে ৪-২ গোলে হেরে লিগ শিরোপা জয়ের স্বপ্নে বড় এক ধাক্কা খেল মোহামেডান।
প্রিমিয়ার ডিভিশন হকি লিগের গ্রুপ পর্বে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মোহামেডানের কাছে ৪-০ গোলে হেরেছিল আবাহনী। আজ সুপার ফাইভে এসে সেই হারের মধুর প্রতিশোধ নিল আকাশি-নীলরা। ফল বলবে বেশ এগিয়ে থেকে ম্যাচটা জিতেছে আবাহনী। তবে বাস্তবতা হলো পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখলেও একের পর এক পেনাল্টি কর্নার আর পেনাল্টি স্ট্রোক হাতছাড়া করার মাশুল গুণে ম্যাচ হেরে গেছে মোহামেডান।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারে দায় আছে মোহামেডানের দুই আর্জেন্টাইন গঞ্জালো পেইলাত ও হোয়াকিন মেনিনিরও। আগের তিন ম্যাচে দারুণ খেলা দুই আর্জেন্টাইনের ওপর এতটাই নির্ভর হয়ে পড়েছিল সাদা-কালো খেলোয়াড়েরা যে বল পেলেই ঠেলেছেন এই দুই বিদেশির দিকে। ১৪ পেনাল্টি কর্নার বা পিসির অধিকাংশেই ড্র্যাগ করেছেন পেইলাত, নিয়েছেন পেনাল্টি স্ট্রোকও। সব মিলিয়ে ১৫ সুযোগের দুটিকে কাজে লাগাতে পেরেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক খেলোয়াড় পেইলাত।
আবাহনীর কাছে হেরে ষষ্ঠ লিগ জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে মোহামেডান। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট সাদা-কালোদের। এক ম্যাচ বেশি খেলা আবাহনীর পয়েন্টও ৩৩। কাগজে কলমে এখনো লিগ জয়ের সম্ভাবনা বেঁচে আছে দুই দলের। ১২ ম্যাচে ৩৬ পয়েন্ট মেরিনার ইয়াংসের। মেরিনার্স শেষ দুই ম্যাচ খেলবে আবাহনী-মোহামেডানের বিপক্ষে। শেষ দুই ম্যাচে মেরিনার্স হারলেই লিগ জয়ের সম্ভাবনা থাকবে আবাহনী-মোহামেডানের।
মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ খেলার ৫ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে খোরশেদের গোলে লিড নেয় আবাহনী। ডাচ হর্ন কেলারম্যানের পুশ থেকে রোমান সরকারের স্টপে খোরশেদের হিটে বল জড়ায় জালে।
পরের চার মিনিটে চারবার পেনাল্টি কর্নার পায় মোহামেডান। ৯ মিনিটে চতুর্থ পেনাল্টি কর্নার থেকেই আসে সমতা। ভারতীয় সুনীল সোমারপেতের পুশ থেকে সারোয়ার হোসেনের স্টিক ঘুরে বলে হিট নেন আর্জেন্টাইন গঞ্জালো পেইলাত। আগের তিন পেনাল্টি কর্নারে হিট নিয়েছিলেন পেইলাতই। কিন্তু চতুর্থবারের মতো এই আর্জেন্টাইনের শট ঠেকাতে পারেননি আবাহনী গোলরক্ষক নিপ্পন।
প্রথমার্ধে আবারও লিড পায় আবাহনী। একক নৈপুণ্যে মোহামেডানের রক্ষণে ঢুকে যান ডাচ হর্ন কেলারম্যান। তার বাড়ানো বলে স্টিকের সঙ্গে সংযোগ ঘটিয়ে ২৮ মিনিটে আকাশি-নীলদের এগিয়ে দেন আরশাদ হোসেন। ৩৩ পেনাল্টি কর্নার থেকে ম্যাচের নিজের দ্বিতীয় গোলে আবাহনীকে তৃতীয়বারের মতো এগিয়ে নেন খোরশেদুর রহমান।
৩৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল মোহামেডান। আর্জেন্টাইন পেইলাতের পেনাল্টি স্ট্রোক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আবাহনী গোলরক্ষক নিপ্পন। পেনাল্টি মিস সুযোগ হাতছাড়া করা পেইলাতই শেষ পর্যন্ত ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান।
ম্যাচের দুই মিনিট মোহামেডানের সমতা ফেরানোর স্বপ্নে জল ঢেলে দেন কেলারম্যান। ৫৮ মিনিটে মাঝ মাঠ থেকে দৌড়ে রিভার্স হিটে গোল করে আবাহনীর জয় নিশ্চিত করেন ডাচ খেলোয়াড়।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩৫ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে