ক্রীড়া ডেস্ক

গলফে সবচেয়ে বেশি, ১৮টি মেজর শিরোপা জয়ের রেকর্ড জ্যাক নিকলাসের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি টাইগার উডসের। তবে একটা জায়গায় এই দুই কিংবদন্তির পাশেই অবস্থান উত্তর আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকইলরয়ের—বয়স ২৫ বছরের আগে তিনজনই জিতেছেন ৪টি মেজর শিরোপা।
অন্য আরেকটা জায়গায় নিকলাস নেই। সেখানে উডসের পাশে কিন্তু আছেন ম্যাকইলরয়। বিবিসি বলছে, পিজিএ ট্যুর তথা পেশাদার গলফ থেকে ১০ কোটি মার্কিন ডলার আয় করা দ্বিতীয় গলফার ম্যাকইলরয়। তাঁর আগে গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের কৃতিত্ব টাইগার উডসের।
গত সপ্তাহে হিউস্টন ওপেন গলফে মিলিতভাবে ৪ জনের সঙ্গে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন ম্যাকইলরয়। এর জন্য অর্থ পুরস্কার পেয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার মার্কিন ডলার। এই অর্থ হিসেবে নিয়েই পিজিএ ট্যুর থেকে ম্যাকইলরয়ের আয় ১০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে।
৩৫ বছর বয়সী ম্যাকইলরয় ২০১০ সালে পেশাদার গলফে পা রাখার পর ২৬২টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শিরোপা জিতেছেন ২৮টি।
আর ৪৮ বছর বয়সী টাইগার উডস ২০১২ সালেই গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েন। বর্তমানে উডসের আয় ১২ কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি ১৮টি গলফের মেজর শিরোপা জিতলেও এই তালিকার তৃতীয় স্থানে নেই জ্যাক নিকলাস। তৃতীয় স্থানে রয়েছেন ফিল মিকেলসন। ৯ কোটি ৭০ লাখ ডলার আয় তাঁর।

গলফে সবচেয়ে বেশি, ১৮টি মেজর শিরোপা জয়ের রেকর্ড জ্যাক নিকলাসের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি টাইগার উডসের। তবে একটা জায়গায় এই দুই কিংবদন্তির পাশেই অবস্থান উত্তর আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকইলরয়ের—বয়স ২৫ বছরের আগে তিনজনই জিতেছেন ৪টি মেজর শিরোপা।
অন্য আরেকটা জায়গায় নিকলাস নেই। সেখানে উডসের পাশে কিন্তু আছেন ম্যাকইলরয়। বিবিসি বলছে, পিজিএ ট্যুর তথা পেশাদার গলফ থেকে ১০ কোটি মার্কিন ডলার আয় করা দ্বিতীয় গলফার ম্যাকইলরয়। তাঁর আগে গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের কৃতিত্ব টাইগার উডসের।
গত সপ্তাহে হিউস্টন ওপেন গলফে মিলিতভাবে ৪ জনের সঙ্গে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন ম্যাকইলরয়। এর জন্য অর্থ পুরস্কার পেয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার মার্কিন ডলার। এই অর্থ হিসেবে নিয়েই পিজিএ ট্যুর থেকে ম্যাকইলরয়ের আয় ১০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে।
৩৫ বছর বয়সী ম্যাকইলরয় ২০১০ সালে পেশাদার গলফে পা রাখার পর ২৬২টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শিরোপা জিতেছেন ২৮টি।
আর ৪৮ বছর বয়সী টাইগার উডস ২০১২ সালেই গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েন। বর্তমানে উডসের আয় ১২ কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি ১৮টি গলফের মেজর শিরোপা জিতলেও এই তালিকার তৃতীয় স্থানে নেই জ্যাক নিকলাস। তৃতীয় স্থানে রয়েছেন ফিল মিকেলসন। ৯ কোটি ৭০ লাখ ডলার আয় তাঁর।

দেশের ক্রিকেটে ক্রিকেটারদের ধর্মঘট আগেও দেখা গেছে। তবে এবার যেন ছাড়িয়ে গেল অতীতের সবকিছু। আন্তর্জাতিক পর্যায়ের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলের ম্যাচ হয়নি ক্রিকেটারদের বয়কটের সিদ্ধান্তে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা আপাতত দূর হয়েছে। রাতে বিসিবি-ক্রিকেটারদের সভায় বিপিএল শুক্রবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সংবাদমাধ্যমকে বলেন...
১০ ঘণ্টা আগে
খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
১৪ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে