নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশের হকির স্বর্ণযুগের প্রধান কারিগর ছিলেন তিনি। দেশের হকি আজ যে ভিত্তির ওপর দাঁড়িয়ে, স্বপ্নদ্রষ্টাও বলা যায় তাঁকে। এক প্রকার নীরবেই পৃথিবীকে বিদায় জানালেন বাংলাদেশ হকির কিংবদন্তি শামসুল বারী।
আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে শেষ নিশ্বাস ত্যাগ করেন শামসুল বারী। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। নেগেটিভও হয়েছিলেন। তবে পুরোপুরি সুস্থ হওয়া হয়নি। দুপুরে জোহরের নামাজের পর প্রিয় প্রাঙ্গণ মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে হয়েছে তাঁর জানাজা।
স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানের হয়ে খেলেছেন শামসুল বারী । স্বাধীনতার পর খেলেছেন আবাহনীসহ একাধিক ক্লাবে। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ খেতাবধারী খেলোয়াড়। ১৯৭৮ সালে অবসরের হয়েছেন হকি সংগঠক।
দেশের হকি তার সেরা সময়টা পার করেছে শামসুল বারীর হাত ধরেই। ১৯৮৪ থেকে ১৯৮৮ পর্যন্ত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক। ১৯৯১ থেকে ২০০৭ পর্যন্ত রেকর্ড ১৮ বছর দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক হিসেবে। আর্টিফিশিয়াল টার্ফ সংযোজনসহ মাওলানা ভাসানী স্টেডিয়ামের অধিকাংশ অবকাঠামো গড়ে তুলতে পরিশ্রম করে গেছেন নিরলস।
সংগঠক হিসেবে শামসুল বারী ছিলেন বড় উদার। তাঁর সময়ে খেলোয়াড়দের যেকোনো প্রয়োজনে সম্পাদকের দুয়ার সব সময় ছিল খোলা। মাঠে আসতেন সবার আগে। বের হতেন সবার শেষে। নিয়মিত লিগ আয়োজন করতেন। শামসুল বারী সরে দাঁড়ানোর পরপরই মূলত ভেঙে পড়ে হকির লিগ কাঠামো। ১৫ বছর আগে দুর্ঘটনায় হাঁটাচলা সীমিত হয়ে পড়লেও নিয়মিত খোঁজ নিতেন হকির। কিছুদিন আগে একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়েন শোকে। এর মাঝে আক্রান্ত হলেন করোনা। এমন এক সংগঠক দেশের হকি আর পাবে কি না তা নিয়ে সংশয় আছে সাবেক খেলোয়াড়-সংগঠকদেরই।

ঢাকা: বাংলাদেশের হকির স্বর্ণযুগের প্রধান কারিগর ছিলেন তিনি। দেশের হকি আজ যে ভিত্তির ওপর দাঁড়িয়ে, স্বপ্নদ্রষ্টাও বলা যায় তাঁকে। এক প্রকার নীরবেই পৃথিবীকে বিদায় জানালেন বাংলাদেশ হকির কিংবদন্তি শামসুল বারী।
আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে শেষ নিশ্বাস ত্যাগ করেন শামসুল বারী। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। নেগেটিভও হয়েছিলেন। তবে পুরোপুরি সুস্থ হওয়া হয়নি। দুপুরে জোহরের নামাজের পর প্রিয় প্রাঙ্গণ মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে হয়েছে তাঁর জানাজা।
স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানের হয়ে খেলেছেন শামসুল বারী । স্বাধীনতার পর খেলেছেন আবাহনীসহ একাধিক ক্লাবে। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ খেতাবধারী খেলোয়াড়। ১৯৭৮ সালে অবসরের হয়েছেন হকি সংগঠক।
দেশের হকি তার সেরা সময়টা পার করেছে শামসুল বারীর হাত ধরেই। ১৯৮৪ থেকে ১৯৮৮ পর্যন্ত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক। ১৯৯১ থেকে ২০০৭ পর্যন্ত রেকর্ড ১৮ বছর দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক হিসেবে। আর্টিফিশিয়াল টার্ফ সংযোজনসহ মাওলানা ভাসানী স্টেডিয়ামের অধিকাংশ অবকাঠামো গড়ে তুলতে পরিশ্রম করে গেছেন নিরলস।
সংগঠক হিসেবে শামসুল বারী ছিলেন বড় উদার। তাঁর সময়ে খেলোয়াড়দের যেকোনো প্রয়োজনে সম্পাদকের দুয়ার সব সময় ছিল খোলা। মাঠে আসতেন সবার আগে। বের হতেন সবার শেষে। নিয়মিত লিগ আয়োজন করতেন। শামসুল বারী সরে দাঁড়ানোর পরপরই মূলত ভেঙে পড়ে হকির লিগ কাঠামো। ১৫ বছর আগে দুর্ঘটনায় হাঁটাচলা সীমিত হয়ে পড়লেও নিয়মিত খোঁজ নিতেন হকির। কিছুদিন আগে একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়েন শোকে। এর মাঝে আক্রান্ত হলেন করোনা। এমন এক সংগঠক দেশের হকি আর পাবে কি না তা নিয়ে সংশয় আছে সাবেক খেলোয়াড়-সংগঠকদেরই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
৪১ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
৩ ঘণ্টা আগে