নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হঠাৎ দেখলে মনে হবে কাবাডি খেলা। একেক দলে ছয়জন করে খেলোয়াড়। তবে খেলাটা যে কাবাডি নয় সে ভুল ভাঙবে রেফারির বাঁশি শোনার পর। বাঁশি শোনামাত্রই প্রতি দলের তিনজন করে খেলোয়াড় বল ছুড়তে শুরু করেন প্রতিপক্ষের দিকে। বল গায়ে লাগলেই সর্বনাশ! খেলার নাম ডজবল। খেলাটা বাংলাদেশে একেবারেই অচেনা।
ডজবলের সূচনা
১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রে ডজবলের জন্ম। শুরুতে মার্কিনিরা শখের বশে খেললেও ধীরে ধীরে এটি রূপ নেয় ‘সিরিয়াস গেমে’। পেশাদারির মোড়কেই ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে বিশ্বে। ২০০৪ সালে ইংল্যান্ডের টম হিকিনস ওয়ার্ল্ড ডজবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পরই ডজবলের বিস্তার বাড়ে উল্লেখযোগ্য হারে। ২০১২ থেকে হচ্ছে এটির বিশ্বকাপ। ২০১৯ সালে এটির স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছ থেকেও। প্রতিবছর ২৭ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব ডজবল দিবস। খেলাটা নিয়ে হলিউডে সিনেমা পর্যন্ত হয়েছে।
বাংলাদেশে ডজবল
আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে সদস্য হওয়ার পরই ক্রমেই বাড়ছে ডজবলের জনপ্রিয়তা। আফ্রিকা মহাদেশের ১৫, এশিয়ার ১৬, ইউরোপের ২৩, লাতিন আমেরিকার ৮, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ৬টি দেশ ডজবল খেলছে। যুক্ত হয়েছে বাংলাদেশের নামও। ২৭ মে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে নতুন এই খেলা সম্পর্কে কর্মশালা হয়েছে। সাংবাদিকদের প্রদর্শনী ম্যাচও দেখানো হয়েছে। আগামী জুনে প্রথমবারের মতো জাতীয় নারী ও পুরুষ লিগ আয়োজন করতে চায় ডজবল ফেডারেশন।
খেলার নিয়ম
ডজবলের কোর্ট দৈর্ঘ্যে ৫০ ফুট ও প্রস্থে ২৫ ফুট। আড়াআড়ি ২০ ফুট করে কোর্টের মোট ৪০ ফুট দুই দলের খেলোয়াড়েরা ব্যবহার করেন। মাঝের ১০ ফুটকে বলা হয় ‘নিউট্রাল জোন’ বা নিরপেক্ষ অঞ্চল। ডজবল অনেকটা কাবাডি, হ্যান্ডবল আর ক্রিকেটের মিশ্রণ। দুই দলে ১০ জন করে খেলোয়াড় থাকেন। দুই দলের ছয়জন করে মোট ১২ জন খেলোয়াড় থাকেন কোর্টে। রেফারির প্রথম বাঁশির পর প্রতি দলের দুজন খেলোয়াড় তিনটি করে বল নিউট্রাল জোনের দুপাশে রেখে দেন।
রেফারি দ্বিতীয় বাঁশি বাজালেই খেলোয়াড়েরা বলের দিকে ছুটে যান। বল হাতে নিয়ে শুরু করেন প্রতিপক্ষের দিকে ছুড়ে মারা। ধেয়ে আসা বল হাত দিয়ে ফেরাতে পারলে কিংবা ধরে ফেলতে পারলেই প্রতিপক্ষের খেলোয়াড় ডেড বা আউট হবেন। আর সেই বল যদি কোনোভাবে খেলোয়াড়ের গায়ের যেকোনো অংশে স্পর্শ করে তাহলে সেই খেলোয়াড় ডেড বা আউট হবেন। এভাবে একটা দলের ছয় খেলোয়াড় ডেড বা আউট হলে প্রতিপক্ষ পাবে ১ পয়েন্ট। বিরতিসহ ২০–২০, মোট ৪০ মিনিটের খেলা। খেলা শেষে যাদের পয়েন্ট বেশি তারাই হবে জয়ী।

ঢাকা: হঠাৎ দেখলে মনে হবে কাবাডি খেলা। একেক দলে ছয়জন করে খেলোয়াড়। তবে খেলাটা যে কাবাডি নয় সে ভুল ভাঙবে রেফারির বাঁশি শোনার পর। বাঁশি শোনামাত্রই প্রতি দলের তিনজন করে খেলোয়াড় বল ছুড়তে শুরু করেন প্রতিপক্ষের দিকে। বল গায়ে লাগলেই সর্বনাশ! খেলার নাম ডজবল। খেলাটা বাংলাদেশে একেবারেই অচেনা।
ডজবলের সূচনা
১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রে ডজবলের জন্ম। শুরুতে মার্কিনিরা শখের বশে খেললেও ধীরে ধীরে এটি রূপ নেয় ‘সিরিয়াস গেমে’। পেশাদারির মোড়কেই ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে বিশ্বে। ২০০৪ সালে ইংল্যান্ডের টম হিকিনস ওয়ার্ল্ড ডজবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পরই ডজবলের বিস্তার বাড়ে উল্লেখযোগ্য হারে। ২০১২ থেকে হচ্ছে এটির বিশ্বকাপ। ২০১৯ সালে এটির স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছ থেকেও। প্রতিবছর ২৭ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব ডজবল দিবস। খেলাটা নিয়ে হলিউডে সিনেমা পর্যন্ত হয়েছে।
বাংলাদেশে ডজবল
আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে সদস্য হওয়ার পরই ক্রমেই বাড়ছে ডজবলের জনপ্রিয়তা। আফ্রিকা মহাদেশের ১৫, এশিয়ার ১৬, ইউরোপের ২৩, লাতিন আমেরিকার ৮, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ৬টি দেশ ডজবল খেলছে। যুক্ত হয়েছে বাংলাদেশের নামও। ২৭ মে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে নতুন এই খেলা সম্পর্কে কর্মশালা হয়েছে। সাংবাদিকদের প্রদর্শনী ম্যাচও দেখানো হয়েছে। আগামী জুনে প্রথমবারের মতো জাতীয় নারী ও পুরুষ লিগ আয়োজন করতে চায় ডজবল ফেডারেশন।
খেলার নিয়ম
ডজবলের কোর্ট দৈর্ঘ্যে ৫০ ফুট ও প্রস্থে ২৫ ফুট। আড়াআড়ি ২০ ফুট করে কোর্টের মোট ৪০ ফুট দুই দলের খেলোয়াড়েরা ব্যবহার করেন। মাঝের ১০ ফুটকে বলা হয় ‘নিউট্রাল জোন’ বা নিরপেক্ষ অঞ্চল। ডজবল অনেকটা কাবাডি, হ্যান্ডবল আর ক্রিকেটের মিশ্রণ। দুই দলে ১০ জন করে খেলোয়াড় থাকেন। দুই দলের ছয়জন করে মোট ১২ জন খেলোয়াড় থাকেন কোর্টে। রেফারির প্রথম বাঁশির পর প্রতি দলের দুজন খেলোয়াড় তিনটি করে বল নিউট্রাল জোনের দুপাশে রেখে দেন।
রেফারি দ্বিতীয় বাঁশি বাজালেই খেলোয়াড়েরা বলের দিকে ছুটে যান। বল হাতে নিয়ে শুরু করেন প্রতিপক্ষের দিকে ছুড়ে মারা। ধেয়ে আসা বল হাত দিয়ে ফেরাতে পারলে কিংবা ধরে ফেলতে পারলেই প্রতিপক্ষের খেলোয়াড় ডেড বা আউট হবেন। আর সেই বল যদি কোনোভাবে খেলোয়াড়ের গায়ের যেকোনো অংশে স্পর্শ করে তাহলে সেই খেলোয়াড় ডেড বা আউট হবেন। এভাবে একটা দলের ছয় খেলোয়াড় ডেড বা আউট হলে প্রতিপক্ষ পাবে ১ পয়েন্ট। বিরতিসহ ২০–২০, মোট ৪০ মিনিটের খেলা। খেলা শেষে যাদের পয়েন্ট বেশি তারাই হবে জয়ী।

রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩০ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩ ঘণ্টা আগে