নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনার ভাড়া নিয়ে রীতিমতো নৈরাজ্য চলছে। অতীতে বিভিন্ন সময়ে ভাড়া পুনর্নির্ধারণের কথা শোনা গেলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবার বিষয়টি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নজরে আসার পর জাতীয় ক্রীড়া পরিষদও আটঘাট বেঁধে নেমেছে। আজ এক চিঠিতে এনএসসির পক্ষ থেকে জানানো হয়, দ্রুতই এই ভাড়া নৈরাজ্য খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, কী প্রক্রিয়ার দোকানগুলোর লিজ বরাদ্দ হয়, কারা বরাদ্দ দেয়, কারা বরাদ্দ পেয়েছে এবং জাতীয় ক্রীড়া পরিষদের লাভ কী—এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে জাতীয় ক্রীড়া পরিষদ।
মূলত জাতীয় ক্রীড়া পরিষদের আয়টা আসে ঢাকার আটটি ক্রীড়া অবকাঠামো থেকে। এগুলো হলো—বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়াম-সংলগ্ন সুপারমার্কেট, ভলিবল স্টেডিয়াম, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামের আউটার মার্কেট, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-সংলগ্ন সুইমিংপুল মার্কেট এবং কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম। এসব অবকাঠামোতে ১০৭৪টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
এসব অবকাঠামো থেকে অর্জিত অর্থ নয়ছয় হয়েছে গত কয়েক বছর। সাম্প্রতিক সময়ে একাধিক গণমাধ্যমে সে খবর ফলাও করে ছাপানো হয়। ওই সব প্রতিবেদনে উঠে আসে ভাড়া নৈরাজ্যের ভয়ংকর সব তথ্য। দেখা যায়, জাতীয় ক্রীড়া পরিষদ ভাড়া বাবদ যে অর্থ পাচ্ছে, তার চেয়ে কয়েক গুণ ভাড়া যাচ্ছে লিজ দেওয়া পক্ষের পকেটে। এতে করে প্রতিবছর মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার।

দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনার ভাড়া নিয়ে রীতিমতো নৈরাজ্য চলছে। অতীতে বিভিন্ন সময়ে ভাড়া পুনর্নির্ধারণের কথা শোনা গেলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবার বিষয়টি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নজরে আসার পর জাতীয় ক্রীড়া পরিষদও আটঘাট বেঁধে নেমেছে। আজ এক চিঠিতে এনএসসির পক্ষ থেকে জানানো হয়, দ্রুতই এই ভাড়া নৈরাজ্য খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, কী প্রক্রিয়ার দোকানগুলোর লিজ বরাদ্দ হয়, কারা বরাদ্দ দেয়, কারা বরাদ্দ পেয়েছে এবং জাতীয় ক্রীড়া পরিষদের লাভ কী—এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে জাতীয় ক্রীড়া পরিষদ।
মূলত জাতীয় ক্রীড়া পরিষদের আয়টা আসে ঢাকার আটটি ক্রীড়া অবকাঠামো থেকে। এগুলো হলো—বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়াম-সংলগ্ন সুপারমার্কেট, ভলিবল স্টেডিয়াম, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামের আউটার মার্কেট, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-সংলগ্ন সুইমিংপুল মার্কেট এবং কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম। এসব অবকাঠামোতে ১০৭৪টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
এসব অবকাঠামো থেকে অর্জিত অর্থ নয়ছয় হয়েছে গত কয়েক বছর। সাম্প্রতিক সময়ে একাধিক গণমাধ্যমে সে খবর ফলাও করে ছাপানো হয়। ওই সব প্রতিবেদনে উঠে আসে ভাড়া নৈরাজ্যের ভয়ংকর সব তথ্য। দেখা যায়, জাতীয় ক্রীড়া পরিষদ ভাড়া বাবদ যে অর্থ পাচ্ছে, তার চেয়ে কয়েক গুণ ভাড়া যাচ্ছে লিজ দেওয়া পক্ষের পকেটে। এতে করে প্রতিবছর মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৯ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৯ ঘণ্টা আগে