
টোকিও অলিম্পিক নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। জাপানে অলিম্পিক আয়োজন নিয়ে সে দেশের মানুষের মধ্যে চরম ক্ষোভ আগে থেকেই। অলিম্পিক শুরুর বাকি আছে ৬ দিন। এর মধ্যে জানা গেছে, অ্যাথলেটদের ভিলেজে ঢুকে পড়েছে করোনা।
তবে করোনায় আক্রান্ত ব্যক্তি কোনো অ্যাথলেট নন বলে জানিয়েছেন টোকিও ২০২০ অলিম্পিকের প্রধান নির্বাহী তোশিরো মুতো। মুতো আরও জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি জাপানিও নন। তিনি টোকিও অলিম্পিক পরিচালনার সঙ্গে জড়িত একজন। তবে সেই ব্যক্তির নিরাপত্তার স্বার্থে আপাতত সবকিছু গোপন রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুতো।
গত বছর করোনায় স্থগিত ছিল অলিম্পিক। এ বছর নির্দিষ্ট সময়ের ভেতর অলিম্পিক আয়োজনের জন্য শুরু থেকে তৎপর আয়োজক কমিটি। যদিও করোনার কঠিন পরিস্থিতির মধ্যে অলিম্পিক আয়োজন না করার ব্যাপারে শুরু থেকে সোচ্চার জাপানের চিকিৎসকেরা। তবে আয়োজক কমিটি শতভাগ নিরাপত্তা বজায় রেখে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে শুরু থেকে আশবাদী। এর মধ্যে শুরুর আগেই অ্যাথলেটদের ভিলেজে করোনা ঢুকে পড়ায় শঙ্কা তৈরি হয়েছে অলিম্পিককে ঘিরে।
তিন দিন আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাচ অলিম্পিক নিয়ে নিজের আশাবাদের কথা জানিয়েছেন। বাচ বলেছিলেন, ‘করোনার ভয়াবহতার মধ্যে নিরাপদভাবে অলিম্পিক আয়োজন বিশ্বসম্প্রদায়ের প্রতি পারস্পরিক সংহতির উদাহরণ হয়ে থাকবে।’ যদিও কতটা নিরাপদভাবে আয়োজন করতে পারবেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বাচ যেদিন কথা বলেছেন, সেদিন ছয় মাসের মধ্যে জাপানে সর্বোচ্চসংখ্যক লোক করোনা আক্রান্ত হয়েছিল।

টোকিও অলিম্পিক নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। জাপানে অলিম্পিক আয়োজন নিয়ে সে দেশের মানুষের মধ্যে চরম ক্ষোভ আগে থেকেই। অলিম্পিক শুরুর বাকি আছে ৬ দিন। এর মধ্যে জানা গেছে, অ্যাথলেটদের ভিলেজে ঢুকে পড়েছে করোনা।
তবে করোনায় আক্রান্ত ব্যক্তি কোনো অ্যাথলেট নন বলে জানিয়েছেন টোকিও ২০২০ অলিম্পিকের প্রধান নির্বাহী তোশিরো মুতো। মুতো আরও জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি জাপানিও নন। তিনি টোকিও অলিম্পিক পরিচালনার সঙ্গে জড়িত একজন। তবে সেই ব্যক্তির নিরাপত্তার স্বার্থে আপাতত সবকিছু গোপন রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুতো।
গত বছর করোনায় স্থগিত ছিল অলিম্পিক। এ বছর নির্দিষ্ট সময়ের ভেতর অলিম্পিক আয়োজনের জন্য শুরু থেকে তৎপর আয়োজক কমিটি। যদিও করোনার কঠিন পরিস্থিতির মধ্যে অলিম্পিক আয়োজন না করার ব্যাপারে শুরু থেকে সোচ্চার জাপানের চিকিৎসকেরা। তবে আয়োজক কমিটি শতভাগ নিরাপত্তা বজায় রেখে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে শুরু থেকে আশবাদী। এর মধ্যে শুরুর আগেই অ্যাথলেটদের ভিলেজে করোনা ঢুকে পড়ায় শঙ্কা তৈরি হয়েছে অলিম্পিককে ঘিরে।
তিন দিন আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাচ অলিম্পিক নিয়ে নিজের আশাবাদের কথা জানিয়েছেন। বাচ বলেছিলেন, ‘করোনার ভয়াবহতার মধ্যে নিরাপদভাবে অলিম্পিক আয়োজন বিশ্বসম্প্রদায়ের প্রতি পারস্পরিক সংহতির উদাহরণ হয়ে থাকবে।’ যদিও কতটা নিরাপদভাবে আয়োজন করতে পারবেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বাচ যেদিন কথা বলেছেন, সেদিন ছয় মাসের মধ্যে জাপানে সর্বোচ্চসংখ্যক লোক করোনা আক্রান্ত হয়েছিল।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে