Ajker Patrika
সাক্ষাৎকার

যে টাকা পাই, তার চেয়ে বুটের দাম বেশি

অনূর্ধ্ব-২১ হকি দলের অধিনায়ক মেহরাব হাসান সামিন। ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

প্রথমবার জুনিয়র হকির বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দেশের হকির ইতিহাসে যেটা সবচেয়ে বড় অর্জন। এই অর্জন কীভাবে সম্ভব হয়েছে, সেটা ওমানের মাসকট থেকে বিস্তারিত বললেন দলের অধিনায়ক মেহরাব হোসেন সামিন। কাল ফোনে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন জহির উদ্দিন মিশু

জহির উদ্দিন মিশু
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১১: ১৪

প্রশ্ন: প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ। এই অর্জনের পর মনের ভেতর কেমন অনুভূতি কাজ করছে?

মেহরাব হোসেন সামিন: এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। ২০২১ থেকে জানতাম যে ২০২৫ বিশ্বকাপে ২৪ দল খেলবে। এরপর থেকেই আমরা মানসিকভাবে নিজেদের প্রস্তুত করছিলাম। তখন আমরা বিকেএসপির শিক্ষার্থী। ওই সময়ই পরিকল্পনা শুরু, মনস্থির করি, যদি ঠিকঠাক খেলা চালিয়ে যাই, অবশ্যই বাংলাদেশের হকিকে অনেক দূর নিয়ে যেতে পারব। আমাদের সবার বিশ্বকাপ খেলার স্বপ্নও পূরণ করতে পারব। এই যে একটু একটু করে এগিয়ে যাওয়ার পর এত বড় অর্জন। সত্যি এই অনুভূতির সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।

প্রশ্ন: বড় সাফল্য ছোঁয়ার স্বপ্ন দেখাটা কবে কীভাবে শুরু?

সামিন: ২০২১ সালে যখন বিকেএসপি থেকে বের হব, তখন মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথই আমাদের স্বপ্ন দেখান যে চাইলে ২০২৫ সালের বিশ্বকাপে খেলতে পারবে। কারণ, সেখানে দলের সংখ্যা বাড়বে ৷ তিনি আমাদের বিষয়টা বুঝিয়ে বলেন। সেই থেকেই আমাদের স্বপ্ন দেখা শুরু। চুক্তি শেষে তিনি মালয়েশিয়ায় চলে যান। এরপর যাঁরা কোচ হয়ে এসেছিলেন, সবার সঙ্গে আমরা এটা নিয়ে কাজ করেছি।

প্রশ্ন: বিশ্বকাপে খেলবেন, কথাটা টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলেন। এতটা আত্মবিশ্বাস কীভাবে তৈরি হলো?

সামিন: আমাদের আত্মবিশ্বাসটা সেদিনই তৈরি হয়েছিল, যেদিন এএইচএফ কাপে আমরা চীনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সবার মধ্যে তখন আত্মবিশ্বাস চলে আসে। সতীর্থদের অনেকে বলেছিলেন, আমরা যখন চীনের মতো শক্তিশালী দলকে হারাতে পেরেছি, অবশ্যই চেষ্টা করলে এশিয়া কাপেও ভালো একটা ফল পাব। এরপর যখন বিশ্বকাপের সূচি দেখি, তখন আমরা সবকিছু নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করি। কীভাবে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারব, সেভাবে কাজ শুরু করি। সবার মধ্যে একটা বিশ্বাস গড়ে ওঠে যে চেষ্টা করলে বিশ্বকাপটা খেলতে পারব। আমরা এশিয়া কাপ খেলতে আসার আগে তাই বলেছিলাম, আমরা বিশ্বকাপ খেলব।

প্রশ্ন: আগে এশিয়া কাপ থেকে শীর্ষ তিন বা চার দল বিশ্বকাপে জায়গা পেত। এবার ছয় দল যাচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে আপনারা কোন কৌশলে এগিয়েছেন?

সামিন: হ্যাঁ, এবার বিশ্বকাপে দলের সংখ্যাও বেড়েছে। আগে যেমন সেরা তিন-চারটা দল যেত। আমরা এদিকটাও মাথায় রেখে এগিয়েছি। দল বাড়ায় আমাদের সুযোগ ভালোভাবে তৈরি হয়েছে, আর আমরাও সেটা কাজে লাগিয়েছি। যে যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছে; বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের কোচ এবং ফিজিওকে। আমাদের কোচের সহকারীও ছিল না। তিনি এককভাবে সার্বক্ষণিক আমাদের বুদ্ধি ও পরামর্শ দিয়ে পথ দেখিয়েছেন।

প্রশ্ন: ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে বিশ্বকাপ। প্রায় এক বছর সময় বাকি। এ সময়ে আপনাদের পরিকল্পনা কী?

সামিন: ফেডারেশনের কাছে একটাই অনুরোধ থাকবে, আমরা যেন প্রস্তুতির সময়টা বেশি পাই। যেহেতু এখন বিশ্বকাপ নিয়ে ভাবতে হবে। এখানে তো আর সব এশিয়ার দেশ নয়, ইউরোপের দেশগুলোও থাকবে ৷ সে ক্ষেত্রে আমরা যদি দেশের বাইরে গিয়ে প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারি, তাহলে বিদেশি দলগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা হবে, তাদের গতি, শক্তিমত্তা নিয়ে কাজ করার সুযোগ তৈরি হবে। আমরা এখন যে পর্যায়ে আছি, আমাদের তো বিশ্বকাপের দলের সঙ্গে লড়াই করতে ভালোভাবে প্রস্তুত হতে হবে। যত দ্রুত আমাদের ক্যাম্প শুরু করা যায়, ততই ভালো। বিশ্বকাপের আগে যদি প্রস্তুতি ম্যাচ খেলতে পারি, আশা করি বিশ্বকাপেও ভালো করব।

প্রশ্ন: হকিতে অনেক সীমাবদ্ধতা। আপনার কি মনে হয়, এখানে উন্নতি করতে কোন দিকগুলোয় আরও গুরুত্ব দিতে হবে?

সামিন: বাবা-মায়েরা মনে করেন, ছেলে খেলাধুলা করছে, সে একসময় অনেক টাকাপয়সা পাবে বা পাচ্ছে। বাস্তব চিত্র পুরোই ভিন্ন। হকিতে কিন্তু তেমন টাকা নেই! আমাদের কোনো পৃষ্ঠপোষক ছিল না। আমাদের দৈনিক ভাতা মাত্র ৪০০ টাকা। অথচ হকির একটা বুট কিনতে গেলে ১৬ থেকে ২০ হাজার টাকা লাগে। এরপর আমাদের এ পর্যায়ে খেলতে যে হকিস্টিক লাগে, সেটারও দাম ১৮ থেকে ২০ হাজার করে। হকি খেলার আনুষঙ্গিক সামগ্রী কিনতে যে টাকার দরকার, আমরা মাস শেষে সেটা আয় করেও পাই না। এক মাসে আসে যদি ১২ হাজার, সেখানে আমাদের জুতার দামই পড়ে ১৬ হাজার। সত্যি বলতে, আমাদের যদি একটা লেভেল পর্যন্ত সম্মানী ঠিকঠাক বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আরও এগিয়ে যেতে পারব। অনেক সময় দেখা যায়, মাস শেষে আমাদের আয় নেই, তখন হতাশায় ভুগতে হয়। এই দিকগুলোয় গুরুত্ব দিলে এবং সুযোগ-সুবিধা বাড়ালে আমাদের খেলারও আরও উন্নতি হবে বলে মনে করি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
লাতিন বাংলা সুপার কাপ শুরুর আগে অনুশীলন। ছবি: আজকের পত্রিকা
লাতিন বাংলা সুপার কাপ শুরুর আগে অনুশীলন। ছবি: আজকের পত্রিকা

বাফুফের অধীনে গত জুনে ঢাকায় ট্রায়াল দিতে এসেছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বীতশোক চাকমা। বাফুফের কাছ থেকে কোনো সবুজসংকেত না পাওয়ায় ফিরে যান অনিশ্চয়তা নিয়ে। দেশের ফুটবলপ্রেমীদের নজর এড়ায়নি তাঁর দক্ষতা। বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় ছিলেন প্রাসঙ্গিক।

ছয় মাসের ব্যবধানে ঢাকায় আবারও পা পড়ল বীতশোকের। শুধু তিনি নন, বেসরকারি উদ্যোগে আয়োজিত ‘লাতিন বাংলা সুপার কাপ’ খেলতে এসেছেন ইংল্যান্ডপ্রবাসী কাসপার হক, ইব্রাহীম নাওয়াজ ও অস্ট্রেলিয়াপ্রবাসী ইশান মালিক। সবার কাছে এবারের মঞ্চটি নিজেদের জাত চেনানোর।

ব্রাজিলের সাও পাওলো শহরের তৃতীয় সারির ক্লাব সাও বার্নার্দো ও আর্জেন্টিনার অপেশাদার ক্লাব আতলেতিকো চার্লোনকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করছে দেশের একটি করপোরেট প্রতিষ্ঠান। টুর্নামেন্টে বাংলাদেশ দলের নাম দেওয়া হয়েছে ‘রেড-গ্রিন ফিউচার স্টার’। এই দলের হয়েই খেলবেন বীতশোক-কাসপার। জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় সাও বার্নার্দোর বিপক্ষে খেলবে রেড গ্রিন ফিউচার স্টার।

গতকাল সংবাদ সম্মেলনে বীতশোক বলেন, ‘এই টুর্নামেন্ট নিয়ে আমি খুব রোমাঞ্চিত। আশা করি, ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে আমরা ভালো খেলা উপহার দিতে পারব। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব দুই ম্যাচে। ম্যাচ সহজ হবে না, তবে আশা করছি ভালো কিছু উপহার দিতে পারব।’

রেড-গ্রিন ফিউচার স্টারের কোচ এস এম ইমরুল বলেন, ‘ব্রাজিল ও আর্জেন্টিনার এই দল দুটি সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। তবে লাতিন ফুটবলের সঙ্গে পরিচয় হতে আমাদের ফুটবলারদের জন্য এটি দারুণ একটা সুযোগ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিশ্বের চোখ থাকবে যেখানে

ক্রীড়া ডেস্ক    
২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র হবে আজ। ছবি: এএফপি
২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র হবে আজ। ছবি: এএফপি

আর মাত্র ছয় মাসের অপেক্ষা। এরপরই বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠবে ফুটবলপ্রেমীরা। অবশ্য ছক কষা শুরু আজ থেকেই। কারণ, বাংলাদেশ সময় রাত ১১টায় ওয়াশিংটনের কেনেডি সেন্টারে হবে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। কারা কোন গ্রুপে জানা যাবে সেখানে—

বিশ্বকাপের ফরম্যাট

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে এবার। গ্রুপ সংখ্যাও ৮ থেকে পরিণত হয়েছে ১২টিতে। প্রতি গ্রুপে থাকছে চারটি করে দল। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি জায়গা করে নেবে শেষ ৩২ রাউন্ডে। তৃতীয় হওয়া সেরা আট দলেরও শেষ ৩২ রাউন্ডে খেলার সুযোগ থাকবে। সেখান থেকে ধাপে ধাপে হবে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।

যেভাবে হবে ড্র

  • ফিফার নীতি অনুযায়ী, ইউরোপ বাদে কোনো গ্রুপে একই কনফেডারেশনের একাধিক দল থাকতে পারবে না। যেহেতু ইউরোপ থেকে ১৬টি দেশ বিশ্বকাপে খেলবে। তাই এই মহাদেশ থেকে সর্বোচ্চ দুটি দল থাকবে চার গ্রুপে।
  • এমনভাবে গ্রুপিং সাজানো হবে যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্পেন ও দুইয়ে থাকা আর্জেন্টিনা ফাইনালের আগে মুখোমুখি হতে পারবে না। ঠিক একই নিয়ম তিন ও চারে থাকা ফ্রান্স ও ইংল্যান্ডের জন্যও প্রযোজ্য।
  • ৩ স্বাগতিক দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের গ্রুপিং আগেই ঠিক করা। মেক্সিকো ‘এ ১’, কানাডা ‘বি ১’ ও যুক্তরাষ্ট্র ‘ডি ১’ হিসেবে থাকবে। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র ২ ম্যাচ লস অ্যাঞ্জেলেস ও এক ম্যাচ খেলবে সিয়াটলে। মেক্সিকো ২ ম্যাচ আসতেকা ও অন্য ম্যাচটি খেলবে গুয়াদালাহারায়। কানাডার এক ম্যাচ টরন্টো ও অন্য দুই ম্যাচ ভ্যানকুভারে।
  • ৪৮ দলকে চার পটে ভাগ করা হয়েছে। প্রতি পটে থাকছে ১২টি করে দল। স্বাগতিক দল বাদে অন্য দলগুলোকে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে রাখা হয়েছে। পট ১-এর দলগুলো যে গ্রুপে পড়বে সেই গ্রুপের এক নম্বর দল হিসেবে বিবেচিত হবে। এরপর পর্যায়ক্রমে পট ২, পট ৩ ও পট ৪ থেকে নাম তোলা হবে।
  • ৪৮ দলের মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে ৪২টি দল। অন্য ৬ দল উঠে আসবে প্লে-অফ থেকে। তাই তাদের রাখা হয়েছে ৪ নম্বর পটে।

প্লে-অফে যারা

আন্তর্মহাদেশীয় প্লে-অফ থেকে দুটি ও ইউরোপীয় প্লে-অফ থেকে উঠে আসবে চার দল। নিউ ক্যালিদোনিয়া-জ্যামাইকা ও বলিভিয়া-সুরিনাম মধ্যকার জয়ী দল আন্তর্মহাদেশীয় ফাইনালে খেলবে যথাক্রমে কঙ্গো ডি আর ও ইরাকের বিপক্ষে। ইউরোপিয়ান প্লে-অফে রয়েছে ইতালি-উত্তর আয়ারল্যান্ড, ওয়েলদ-বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ইউক্রেন-সুইডেন, পোল্যান্ড-আলবেনিয়া, তুরস্ক-রোমানিয়া, স্লোভাকিয়া-কসোভো, ডেনমার্ক-উত্তর মেসিডোনিয়া, চেক প্রজাতন্ত্র ও আয়ারল্যান্ড। আগামী বছরের মার্চে হবে প্লে-অফ।

ড্র ব্যবস্থাপনায় থাকছেন যাঁরা

ড্র পরিচালনা করবেন ইংলিশ কিংবদন্তি ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। সহপরিচালক হিসেবে থাকবেন সামান্থা জনসন। পরিচালনায় সহযোগিতা করবেন ন্যাশনাল ফুটবল লিগের সাতবারের সুপার বোলজয়ী টম ব্রেডি, ন্যাশনাল হকি লিগের হল অব ফেমার ওয়েইন গ্রেটস্কি, বেসবলের সাতবারের অল-স্টার অ্যারন জাজ ও এনবিএর চারবারের চ্যাম্পিয়ন শাকিল ও’নিল। লালগালিচার অনুষ্ঠান সঞ্চালনা করবেন এলি ম্যানিং।

পটবিন্যাস

পট ১: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি।

পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।

পট ৩: নরওয়ে, পানামা, মিসর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা।

পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ থেকে ৪ দল ও আন্তর্মহাদেশীয় প্লে-অফ থেকে ২ দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আইপিএলে এখন পর্যন্ত এক মৌসুম খেলেছেন জশ ইংলিস। ছবি: এএফপি
আইপিএলে এখন পর্যন্ত এক মৌসুম খেলেছেন জশ ইংলিস। ছবি: এএফপি

২০২৬ আইপিএলের নিলাম হতে আর দুই সপ্তাহও বাকি নেই। তার আগে কোন ক্রিকেটারের ভিত্তিমূল্য কত, সেটা জানা গেছে। কিন্তু অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার জশ ইংলিস যে আরও এক ধাপ এগিয়ে। নিলামের আগেই জানা গেল, আগামী আইপিএলে কয়টি ম্যাচ তিনি খেলতে যাচ্ছেন।

১৩৫৫ ক্রিকেটার আইপিএল নিলামে নাম অন্তর্ভুক্ত করেছে। নিলামে কী হয়, কাকে কোন ফ্র্যাঞ্চাইজি কত দামে কেনে অথবা আদৌ তিনি দল পান কিনা সেটা জানা যাবে ১৬ ডিসেম্বর। তার আগে ক্রিকবাজের গত রাতের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৬ আইপিএলে পাঁচ ক্রিকেটারের কে কত ম্যাচ খেলবেন। সেই পাঁচ ক্রিকেটারের একজন ইংলিস ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছেন, তিনি ১৯তম আইপিএলে ২৫ শতাংশ ম্যাচ খেলতে চান। ২০২২ সাল থেকে শুরু করে ১০ দলের আইপিএলে লিগ পর্বে একটা ফ্র্যাঞ্চাইজি কমপক্ষে ১৪ ম্যাচ খেলার সুযোগ পায়। আগামী আইপিএলেও ঠিক তাই হচ্ছে। সেক্ষেত্রে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আগামী বছর ইংলিস সর্বোচ্চ চার ম্যাচ খেলছেন।

ইংলিস বর্তমানে চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া দলের সঙ্গে আছেন। এদিকে নিলামের আগে বিসিসিআইকে জানিয়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় ইংলিসের পাশাপাশি আছেন নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো এবং আরও দুই অস্ট্রেলিয়ান অ্যাশটন অ্যাগার ও উইলিয়াম সাদারল্যান্ড। মিলনে ৯৫ শতাংশ, রুশো ২০ শতাংশ, অ্যাগার ৬৫ শতাংশ ও সাদারল্যান্ড ৮০ শতাংশ ম্যাচ পরবর্তী আইপিএলে খেলতে যাচ্ছেন। ইংলিসের মতো ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটার হলেন অ্যাগার, মিলনে ও রুশো। অস্ট্রেলিয়ার উইলিয়াম সাদারল্যান্ডের ভিত্তিমূল্য ১ কোটি রুপি।

আইপিএলে এখন পর্যন্ত এক মৌসুম খেলেছেন ইংলিস। ২০২৫ আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ১১ ম্যাচে ৩০.৮৮ গড় ও ১৬২.৫৭ স্ট্রাইকরেটে করেছেন ২৭৮ রান। একটা ফিফটিও করেছেন তিনি। তবে তাঁর দুই সতীর্থ অ্যাগার ও সাদারল্যান্ডের এখনো আইপিএল খেলার অভিজ্ঞতা হয়নি। রুশো সবশেষ আইপিএল খেলেছেন ২০২৪ সালে। মিলনে ২০২২ আইপিএলের পর টানা তিন মৌসুম অবিক্রীত ছিলেন। এবারের আইপিএলের নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন মোস্তাফিজুর রহমানও। সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ১ কোটি রুপি।

এখন পর্যন্ত আইপিএলের ১৮ মৌসুমের মধ্যে সর্বোচ্চ পাঁচবার করে শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। কলকাতা নাইট রাইডার্স তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলে। একবার করে আইপিএলে শিরোপা জিতেছে ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। বেঙ্গালুরু সবশেষ ২০২৫ আইপিএলে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০: ৫৩
আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিচ্ছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক
আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিচ্ছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক

স্লোয়ার-কাটারে ব্যাটারদের বিভ্রান্ত করতে মোস্তাফিজুর রহমানের জুড়ি মেলা ভার। মাঝেমধ্যে ছন্দ হারিয়ে ফেলেও তিনি ভালোভাবেই ঘুরে দাঁড়াতে জানেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তো বটেই, আইপিএল, পিএসএলসহ বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও তাঁর জনপ্রিয়তা অনেক। এবার তাঁর অভিষেক হচ্ছে আরেক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে।

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইএল টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এই টুর্নামেন্টে তিনি দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন। গতকাল রাতে তিনি আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছেন। বিমানে ওঠার পর একটি সেলফি তুলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘২০২৫ আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিচ্ছি। দুবাই ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে তর সইছে না।’

বিপিএল ছাড়া বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন আইপিএল, পিএসএল, লঙ্কা প্রিমিয়ার লিগে মোস্তাফিজের খেলার অভিজ্ঞতা রয়েছে। আইপিএলে তিনি পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমিতে নিয়েছেন ৬৫ উইকেট। ২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৯.২৬ ইকোনমিতে বোলিং করলেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দারুণ বোলিংয়ে নজর কেড়েছেন তিনি। চেন্নাই তো তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিল গত বছর। আর গতবার ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের পর অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার ম্যাকগার্ক খেলেননি। তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালস নিয়েছিল মোস্তাফিজকে। বাংলাদেশের বাঁহাতি পেসারকে বিশ্বমানের ক্রিকেটার আখ্যা দিয়ে কদিন আগে বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট বলেছিলেন, ‘সে একটা দারুণ মাত্রা তৈরি করেছে। সব সময় ভালো পারফর্ম করে আসছে ও সেরা খেলোয়াড়রা এমনটাই করে থাকে। আইপিএল থেকে শুরু করে সবখানে তাকে চায়।’

দুবাই ক্যাপিটালসের হয়ে এ বছরের জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছিলেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্সে তিনি জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। এবারের আইএল টি-টোয়েন্টিতে তাঁকে নিয়েছে এমআই এমিরেটস। যদিও গতকাল রাতে গালফ জায়ান্টসের বিপক্ষে একাদশে সুযোগ মেলেনি তাঁর। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে থাকা তিন দল হচ্ছে গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স ও ডেজার্ট ভাইপার্স। দুবাই ক্যাপিটালসকে মঙ্গলবার রাতে এবারের আইএল টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে ৪ উইকেটে হারিয়েছে ডেজার্ট ভাইপার্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত