
বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ড্রয়ের পর আজ ভেনেজুয়েলার বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে আলবিসেলেস্তেদের হয়ে একটি গোল করেছেন ইন্টার মিলান স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। নিজেদের পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবেন মেসি-লাওতারোরা। ভেনেজুয়েলার ম্যাচের পর নেইমারদের হারাতে দারুণ আত্মবিশ্বাসী লাওতারো।
আগামী ৬ সেপ্টেম্বর ব্রাজিলের আতিথ্য নেবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালের মতো এই ম্যাচেও সেলেসাওদের হারাতে চান স্ট্রাইকার লাওতারো। ম্যাচ শেষে বলেছেন, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি দারুণ হবে। এটা নিঃসন্দেহে অন্যরকম হবে, আমরা নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুত হচ্ছি। তাদের বিপক্ষে একইভাবে ম্যাচটা খেলার চেষ্টা করব যেমনটা আমরা কোপা আমেরিকার ফাইনালে খেলেছিলাম।’
লাওতারো নিজে আছেন দুর্দান্ত ফর্মে। আজ দলের পক্ষে প্রথম গোলটাও করেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে এই নিয়ে তিন গোল হয়ে গেল লাওতারোর। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৫ ম্যাচে ৪ গোল করেছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে এসব ব্যক্তিগত অর্জন নয়, দলের জয়ে খুশি লাওতারো। বলেছেন, ‘একজন স্ট্রাইকারের কাজই গোল করা। এর থেকেও বড় ব্যাপার আর্জেন্টিনার জয়। আপনাকে সব সময় দলের কথা চিন্তা করতে হবে।’
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ১৫ গোল করেছেন লাওতারো। এর মধ্যে গত কোপায় ৫ গোল করে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে এসব নিয়ে একদমই ভাবতে চান না তিনি। দলের জয়টা তাঁর কাছে সবার আগে। আজ ম্যাচ শেষেও দলের জয় নিয়ে বলেছেন, ‘৩ পয়েন্ট পেয়ে খুশি। দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা অনেক কঠিন প্রতিপক্ষ। আমরা সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি। গোলের পর আমরা মানসিকভাবে চাঙ্গা ছিলাম।’

বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ড্রয়ের পর আজ ভেনেজুয়েলার বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে আলবিসেলেস্তেদের হয়ে একটি গোল করেছেন ইন্টার মিলান স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। নিজেদের পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবেন মেসি-লাওতারোরা। ভেনেজুয়েলার ম্যাচের পর নেইমারদের হারাতে দারুণ আত্মবিশ্বাসী লাওতারো।
আগামী ৬ সেপ্টেম্বর ব্রাজিলের আতিথ্য নেবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালের মতো এই ম্যাচেও সেলেসাওদের হারাতে চান স্ট্রাইকার লাওতারো। ম্যাচ শেষে বলেছেন, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি দারুণ হবে। এটা নিঃসন্দেহে অন্যরকম হবে, আমরা নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুত হচ্ছি। তাদের বিপক্ষে একইভাবে ম্যাচটা খেলার চেষ্টা করব যেমনটা আমরা কোপা আমেরিকার ফাইনালে খেলেছিলাম।’
লাওতারো নিজে আছেন দুর্দান্ত ফর্মে। আজ দলের পক্ষে প্রথম গোলটাও করেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে এই নিয়ে তিন গোল হয়ে গেল লাওতারোর। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৫ ম্যাচে ৪ গোল করেছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে এসব ব্যক্তিগত অর্জন নয়, দলের জয়ে খুশি লাওতারো। বলেছেন, ‘একজন স্ট্রাইকারের কাজই গোল করা। এর থেকেও বড় ব্যাপার আর্জেন্টিনার জয়। আপনাকে সব সময় দলের কথা চিন্তা করতে হবে।’
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ১৫ গোল করেছেন লাওতারো। এর মধ্যে গত কোপায় ৫ গোল করে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে এসব নিয়ে একদমই ভাবতে চান না তিনি। দলের জয়টা তাঁর কাছে সবার আগে। আজ ম্যাচ শেষেও দলের জয় নিয়ে বলেছেন, ‘৩ পয়েন্ট পেয়ে খুশি। দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা অনেক কঠিন প্রতিপক্ষ। আমরা সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি। গোলের পর আমরা মানসিকভাবে চাঙ্গা ছিলাম।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে