
লিওনেল মেসির বার্সেলোনা যাওয়ার গুঞ্জন বেশ জোরালো হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। বার্সা ভক্তদের ‘দুইয়ে দুইয়ে চার’ মেলানোর কাজটাই যেন মেসি এবার অনেকটা সহজ করে দিয়েছেন। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) অনুষ্ঠান বাদ দিয়ে আর্জেন্টাইন তারকা ফুটবলার গেছেন বার্সেলোনার কনসার্টে।
প্রতিবছর ফ্রেঞ্চ ফুটবল ইউএনএফপি ট্রফি অনুষ্ঠান আয়োজন করে থাকে। লিগ ওয়ান, লিগ টু, ডি ওয়ান আর্কেমা (মেয়েদের প্রথম ডিভিশন)-এই তিন বিভাগের মৌসুমের সেরা খেলোয়াড়দের সম্মানিত করতে গত রাতে হয়েছে এই অনুষ্ঠানে। পিএসজির ঘোষণা করা এই চারজনের দলে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও মেসি। তবে মেসি পিএসজির এই অনুষ্ঠানে ছিলেন না। বার্সেলোনার কোল্ডপ্লে কনসার্টে গেছেন মেসি। বার্সা ভক্তদের ‘মেসি, মেসি’ স্লোগানে অনুষ্ঠান মাতিয়ে দেন। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তাঁর টুইটার অ্যাকাউন্টে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বার্সেলোনায় কনসার্টে যাওয়ার ভিডিও পোস্ট করেছেন।
গত পরশু লা মেইনাওতে লিগ ওয়ানে মুখোমুখি হয় স্ত্রাসবুর্গ-পিএসজি। ১-১ গোলে ড্র করে লিগ ওয়ান শিরোপা ধরে রাখল প্যারিসিয়ানরা। মেসিও জিতলেন তাঁর দ্বিতীয় লিগ ওয়ান শিরোপা। এই ম্যাচে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙেছেন মেসি। ৪৯৬ গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। লা লিগায় ৪৭৪ গোল ও লিগ ওয়ানে ২২ গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। আর ইউরোপের শীর্ষ পাঁচ লিগে রোনালদোর গোল ৪৯৫। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আ তে করেছেন ৩১১,১০৩ ও ৮১ গোল।
মেসির রেকর্ডের দিন রেকর্ড গড়েছে পিএসজিও। লিগ ওয়ানে সর্বোচ্চ ১১ বার শিরোপা জিতেছে প্যারিসিয়ানরা। তবু মেসির পিএসজিতে আগামী মৌসুমে থাকা অনেকটা অনিশ্চিত। নতুন চুক্তি নিয়ে এখনো চলছে জলঘোলা। অন্যদিকে আল হিলালের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার চুক্তির কথাও শোনা গিয়েছিল। পরে জানা গেছে, তা ছিল শুধুই গুঞ্জন। আর্জেন্টাইন তারকা ফুটবলারের ক্লাব ফুটবলের ভবিষ্যৎ একরকম অনিশ্চিত হয়ে পড়েছে।

লিওনেল মেসির বার্সেলোনা যাওয়ার গুঞ্জন বেশ জোরালো হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। বার্সা ভক্তদের ‘দুইয়ে দুইয়ে চার’ মেলানোর কাজটাই যেন মেসি এবার অনেকটা সহজ করে দিয়েছেন। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) অনুষ্ঠান বাদ দিয়ে আর্জেন্টাইন তারকা ফুটবলার গেছেন বার্সেলোনার কনসার্টে।
প্রতিবছর ফ্রেঞ্চ ফুটবল ইউএনএফপি ট্রফি অনুষ্ঠান আয়োজন করে থাকে। লিগ ওয়ান, লিগ টু, ডি ওয়ান আর্কেমা (মেয়েদের প্রথম ডিভিশন)-এই তিন বিভাগের মৌসুমের সেরা খেলোয়াড়দের সম্মানিত করতে গত রাতে হয়েছে এই অনুষ্ঠানে। পিএসজির ঘোষণা করা এই চারজনের দলে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও মেসি। তবে মেসি পিএসজির এই অনুষ্ঠানে ছিলেন না। বার্সেলোনার কোল্ডপ্লে কনসার্টে গেছেন মেসি। বার্সা ভক্তদের ‘মেসি, মেসি’ স্লোগানে অনুষ্ঠান মাতিয়ে দেন। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তাঁর টুইটার অ্যাকাউন্টে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বার্সেলোনায় কনসার্টে যাওয়ার ভিডিও পোস্ট করেছেন।
গত পরশু লা মেইনাওতে লিগ ওয়ানে মুখোমুখি হয় স্ত্রাসবুর্গ-পিএসজি। ১-১ গোলে ড্র করে লিগ ওয়ান শিরোপা ধরে রাখল প্যারিসিয়ানরা। মেসিও জিতলেন তাঁর দ্বিতীয় লিগ ওয়ান শিরোপা। এই ম্যাচে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙেছেন মেসি। ৪৯৬ গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। লা লিগায় ৪৭৪ গোল ও লিগ ওয়ানে ২২ গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। আর ইউরোপের শীর্ষ পাঁচ লিগে রোনালদোর গোল ৪৯৫। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আ তে করেছেন ৩১১,১০৩ ও ৮১ গোল।
মেসির রেকর্ডের দিন রেকর্ড গড়েছে পিএসজিও। লিগ ওয়ানে সর্বোচ্চ ১১ বার শিরোপা জিতেছে প্যারিসিয়ানরা। তবু মেসির পিএসজিতে আগামী মৌসুমে থাকা অনেকটা অনিশ্চিত। নতুন চুক্তি নিয়ে এখনো চলছে জলঘোলা। অন্যদিকে আল হিলালের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার চুক্তির কথাও শোনা গিয়েছিল। পরে জানা গেছে, তা ছিল শুধুই গুঞ্জন। আর্জেন্টাইন তারকা ফুটবলারের ক্লাব ফুটবলের ভবিষ্যৎ একরকম অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২৩ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে